আসছে নতুন চেইন টিউন সিরিজ “গরীবের NETFLIX”

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

এর আগে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি নিজস্ব নেটফ্লিক্স তৈরির চেইন টিউন সিরিজ দিয়েছি যার মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব পিসি ব্যবহার করে অথবা অ্যান্ডয়েড ফোন ব্যবহার করেই নিজস্ব একটি নেটফ্লিক্স সার্ভিস তৈরি করতে পারেন। যার মাধ্যমে আপনারা আপনাদের নিজেস্ব মিডিয়া কালেক্টশন এর সমন্বয়ে তৈরি করতে পারেন নিজস্ব একটি নেটফ্লিক্স সিস্টেম। ৭ পর্বের দারুণ এই চেইন টিউন সিরিজটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অনেকে Plex দিয়ে নিজের একটি পার্সোনাল নেটফ্লিক্স তৈরি করে ব্যবহারও করছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা ভাষায় Plex নিয়ে করা এটি একমাত্র পরিপূর্ণ একটি চেইন টিউন সিরিজ।

আপনাদের প্রচণ্ড অনুপ্রেরণায় আপনাদের জন্য আমি নিয়ে আসছি আরও একটি দারুণ চেইন টিউন সিরিজ চেইন "গরীবের Netflix"।

নেই সেন্ট্রালাইজড স্ট্রিমিং সার্ভিস

আমারা যারা গান, মুভি দেখতে পছন্দ করি তাদের প্রায়ই বিভিন্ন টরেন্ট সাইট, বিভিন্ন আনঅথেন্টিক সাইটের শরণাপন্ন হতে হয়, এবং এই সাইট গুলোর সমস্যা হচ্ছে অতিরিক্ত এড অথবা সঠিক মুভি/মিউজিক একটি সেন্ট্রালাইজ ব্যবস্থায় খুঁজে না পাওয়া এবং নতুন নতুন কি মুভি রিলিজ হচ্ছে সেগুলি না জানা। এছাড়া বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস গুলোতে টাকা খরচ করে স্ট্রিমিং দেখা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

সম্পূর্ণ বিনামূল্যে ও মাল্টি প্লাটফর্ম সাপোর্টেড

আর তাই আমার এই "গরীবের Netflix" চেইন টিউন সিরিজের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র ব্যান্ডউইথ ব্যবহার করে কিভাবে নতুন মুভি, মিউজিক তথাপি বিনোদনের বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো সঠিক ভাবে এবং অথেন্টিক ভাবে দেখা যায় এবং পাওয়া যায় এবং এই চেইন টিউনে যে সফটওয়্যার, অ্যাপ এবং ওয়েব সার্ভিস গুলো নিয়ে কথা বলা হবে সেগুলো সম্পূর্ণ ফ্রি এবং মাল্টি প্লাটফর্ম সাপোর্টেড। অর্থাৎ এই সফটওয়্যার গুলো একই সাথে অ্যান্ড্রয়েড, আইওস, কম্পিউটার, ল্যাপটপ, টিভি বিভিন্ন মাধ্যমে চালানো যাবে। অর্থাৎ আপনি চাইলে আপনার যেকোনো ডিভাইস থেকেই এন্টারটেইনমেন্ট এর এই ম্যাটেরিয়াল গুলো Consume করতে পারবেন।

খুঁজতে হবে না আর ম্যানুয়ালী

এছাড়া নতুন রিলিজ পাওয়া মুভি গুলো সাথে সাথেই বিভিন্ন টরেন্ট মিডিয়া অথবা অন্যান্য মিডিয়াতে এভেইএবল হয় না এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়। কিন্তু ম্যানুয়ালি বিভিন্ন টরেন্ট সাইট অথবা বিভিন্ন স্ট্রিমিং মুভি সাইট Explore করে বের করা খুবই কঠিন, কোন মুভি গুলো নতুন আসছে, কোন গুলো বক্স অফিসে হিট করছে, কোন টিভি সিরিজ গুলো বেশি পপুলার হচ্ছে এই ধরনের জিনিস গুলো ম্যানুয়ালি জানতে হয়।

কিন্তু আমার এই গরিবের নেটফ্লিক্স চেইন টিউনের যে সব অ্যাপ, সফটওয়্যার এবং সার্ভিস নিয়ে আমি কথা বলবো সেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই নতুন রিলিজ পাওয়া মুভি গুলো এবং কোন গুলো বক্স অফিসে হিট করছে এবং কোন গুলো ভালো রেটিং হচ্ছে সেই মুভি গুলো আপনারা খুব সহজেই স্ট্রিমিং করে দেখতে পারবেন। সেই সাথে এ ধরনের মুভি গুলো, বক্স অফিসে যে হিট করছে সেই মুভি গুলো সম্বন্ধে খোঁজ রাখতে পারবেন এবং নতুন নতুন মুভি গুলো স্ট্রিমিং করতে পারবেন।

নেটফ্লিক্স, হুলু, অ্যান্ড্রয়েড প্লে তে নতুন নতুন মুভি গুলো দেখা যায় কিন্তু তার জন্য প্রতি মুভির জন্য অথবা প্রতি মাসে একটি নিদিষ্ট একটা চার্জ গুনতে হয়। এই চেইন টিউনের নাম গরিবের নেটফ্লিক্স দেওয়া হয়েছে এই জন্য যে, যাদের আমার মত সামর্থ্য নেই মুভি কিনে অথবা সাবস্ক্রিপশন ফি দিয়ে নিয়মিত মুভি, মিউজিক, টিভি সিরিজ দেখার।

বিনামূল্যে হাই কোয়ালিটি স্ট্রিমিং

গরিবের নেটফ্লিক্স চেইন টিউনটি তাদের জন্যই যারা বিনামূল্যে হাই কোয়ালিটি মুভি এবং স্ট্রিমিং সার্ভিস দেখতে পছন্দ করেন এবং নিয়মিত আপডেট থাকতে চান। আমার এই চেইন টিউনের প্রতি পর্বে আমি কার্যকর এবং জনপ্রিয় অ্যাপ, সার্ভিস এবং সফটওয়্যার গুলো তুলে ধরার চেষ্টা করবো যেগুলো আমি নিজে ব্যবহার করে তারপরে লিখেছি, যার ফলে আপনারা একটি অথেন্টিকেটেড এবং রিলাইয়েবল অ্যাপ, সফটওয়্যার এবং সার্ভিস ব্যবহার করছেন তা নিশ্চিত হতে পারবেন।

জানান আপনাদের মতমত

আপনাদের মতামত কি? গরিবের নেটফ্লিক্স এই নতুন ধরনের চেইন টিউন নিয়ে, আপনার মতামত, পরামর্শ অথবা যে কোন ধরনের সাজেশন আমাকে জানান আমি চেষ্টা করবো আমার টিউনে তার প্রতিফলন ঘটাতে।

আমার টিউনগুলো জোসস করুন ও ফলো করুন, প্লিজ!

আরেকটি বিষয় আমি আপনাদের জন্য নিয়মিত নতুন নতুন সফটওয়্যার, অ্যাপস এবং সার্ভিস নিয়ে টিউন করার চেষ্টা করি যেগুলো সাধারণত আমরা ব্যবহার করি না অথবা আমাদের ডে টু ডে ডিজিটাল লাইফে জানি না। কিন্তু অ্যাপস গুলো আপনার দৈনন্দিন জীবনে ডিজিটাল লাইফকে অনেক সহজ করে তুলে আর তাই আমার এই পরিশ্রম কে সাপোর্ট করতে এবং আমার এই টিউন গুলো ভালো লেগে থাকলে অবশ্যই জোস করুন, আমাকে ফলো করুন আর আমার টিউন গুলো শেয়ার করুন।

কারণ টেকটিউনসের নতুন নিয়ম অনুযায়ী আমার টিউন গুলো জোসস না করলে এবং আমাকে ফলো না করলে আপনি তা টেকটিউনসের টিউন স্ক্রিন থেকে দেখতে পাবেন না আর আমার টিউন গুলো মিস করা ফেলবেন। তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই যথাসম্ভব আমার টিউন গুলো জোসস করুন, আমাকে ফলো করুন এবং আমার টিউন গুলো সৌশল মিডিয়াতে শেয়ার করুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস