গরীবের Netflix [পর্ব-০১] :: ধুরুম ধারুম! লেটেস্ট মুভি, টিভি শো স্ট্রিমিং করুন MediaBox HD দিয়ে

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো! টেকটিউনস, কেমন আছেন সবাই? আমি বেশ কিছু দিন আগেই ঘোষণা দিয়েছি যে আমার ব্র্যান্ড নিউ 'গরীবের Netflix' চেইন টিউন সিরিজ প্রকাশ পেতে যাচ্ছে। আমার এই নতুন চেইন টিউন সিরিজকে আপনারা দারুণ ভাবে স্বাগতম জানিয়েছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Netflix সহ বর্তমানে বিভিন্ন Streaming Service গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। খুব শীঘ্রই এই ধরনের Streaming সার্ভিস গুলো ক্যাবল টিভিকে রিপ্লেস করবে। যা Already আমেরিকা সহ উন্নত বিশ্বে তা প্রভাবে পড়েছে এবং বাংলাদেশেও টিভি দেখার হার কমছে কেননা যাদের বয়স ১৮ বা তার বেশি তারা তুলনামূলক ভাবে কম টিভি দেখে বয়স্কদের তুলনায়।

এছাড়াও বর্তমানে সারাবিশ্বে Netflix এর ইউজার সংখ্যা ১৪৮ মিলিয়ন। তবে শুধু আমেরিকাতেই রয়েছে ৬০ মিলিয়ন। কিন্তু বাংলাদেশের পেক্ষাপটে Netfix ব্যবহার করা কস্টসাধ্য। যেহেতু লোকাল ডেভিড কার্ড দিয়ে Netflix সাবস্ক্রিপশন করা যায় না। আর আমার মত গরীব হলে তো কথাই নাই। না আছে আমার ডেভিড কার্ড, না আছে অঢেল টাকা।

তবে আমার মত যারা সম্পূর্ণ ফ্রিতে মুভি, টিভি শো এবং মিউজিক দেখতে চাই তাদের জন্য রয়েছে বেশ কিছু ভালো সার্ভিস। যেখান আপনি নতুন নতুন মুভি রিলিজের সাথে সাথে বা কিছু পরেরই পেয়ে যাবেন।

তাই আমি আমার এই চেইন টিউন সিরিজে সম্পূর্ণ ফ্রি মুভি Stream করার App ও সার্ভিস নিয়ে নতুন চেইন টিউন শুরু করতে যাচ্ছি যার নাম "গরীবের Netflix"

এই চেইন টিউনে আমি সে সমস্ত অ্যাপ, সফটওয়্যার ও সার্ভিস আপনাদের সামনে তুলে নিয়ে আসবো যেগুলো ব্যবহার করে আপনি সম্পূর্ণ ফ্রী মুভি, টিভি শো এবং মিউজিক স্ট্রিম করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। এগুলো সবই Netflix এর মত সার্ভিস তবে পুরাই ফ্রি! আশা করা যায় আপনারা আমার সাথেই থাকবেন।

টিউন কিরকম হলো তা টিউমেন্টে করে জানাবেন। আপনাদের মতামত পেলে আমার ভুলগুলি চিহ্নিত করার এবং পরের টিউনে এর সমাধান করার চেষ্টা করবো। প্রথমেই অনেক কথা বললাম, এখন আসল আলোচনায় আসা যাক।

শুরু করা যাক "গরীবের Netflix" চেইন টিউনের ১ম পর্ব। এই পর্বে আপনাদের পরিচয় করিযে দিব দারুন একটি  অ্যাপের সাথে যার নাম Media Box HD।

Media Box HD হচ্ছে দারুণ ও লেটেস্ট স্টিমিং অ্যাপ যার মাধ্যমে আপনি মুভি এবং টিভি শো সহ আরও অনেক ক্যাটাগরির ভিডিও উপভোগ করতে পারবেন। আর আমার মত যারা সবসময় মুভি ও অন্যান্য শো ফ্রিতে দেখতে চান, আপনার ডিভাইসে অবশ্যই এই অ্যাপটি থাকতে হবে। আর আপনি যদি একবার অ্যাপটি ব্যবহার করেন আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি কখনো বোরিং অনুভব করবেন না।

Media Box HD বেস্ট স্টিমিং অ্যাপ

Media Box HD অ্যাপটি অন্যসব অ্যাপ থেকে আলাদা তার কিছু কারণ রয়েছে, তা নিম্নে আলোচনা করা হল।

ডিরেক্ট স্টিমিং

Media Box HD তে কোন ফাইল তারা নিজেরা হোস্ট করে না। তারা বিভিন্ন স্ট্রিমিং সোর্স যোগ করে যেখান থেকে স্ট্রিমিং হয়। কোন BitTorent বা Peer টু Peer এর মাধ্যমে ফাইল স্ট্রিমিং হয় না সরাসরি হয়।

বেস্ট সার্চিং

Media Box HD যেহেতু নিজেরা ফাইল হোস্ট করেনা তবুও এর শক্তিশালী সার্চিং ফিচারের মাধ্যমে খুব সহজেই বেস্ট স্টিমিং সোর্স থেকে হাই কোয়ালিটি মিডিয়া স্টিম করে।

এক নজরে MediaBox HD এর ফিচার সমূহ

পপুলার মুভি/ টিভি শো

MediaBox HD এর মাধ্যমে খুব সহজেই জনপ্রিয় সব মুভি, টিভি শো সহজেই দেখতে পারবেন। আর নতুন কোন মুভি আসলে তা খুব দ্রুতই আপনার পেয়ে যাবেন এই অ্যাপ এর মাধ্যমে।

Chromecast সাপোর্ট করে

MediaBox HD অ্যাপ Chromecast, Roku, FireTV, Smart-TV এবং Wifi-Sharing ইত্যাদি সাপোর্ট করে যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রীন টিভিতে বা বড় স্ক্রীনে শেয়ার করতে পারবেন। ফলে আপনি আপনার পছন্দের মিডিয়া কন্টেন্ট উপভোগ করতে পারবেন আরও বড় স্ক্রীনে।

TRAKT সিঙ্ক

TRAKT সিঙ্ক একটি পাওয়ারফুল টুল যার মাধ্যমে আপনি ফোনের ডাটা সার্ভারে সিঙ্ক করতে পারবেন ফলে আপনি সাজেশনে আপনার পছন্দের মিডিয়া কন্টেন্ট শো করবে। এর জন্য আপনাকে প্রথমে TRAKT এ সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকলে আর লাগবে না।

Real-Debrid সাপোর্টেড

Real-Debrid হলো একটি ডাউনলোডার যার মাধ্যমে আপনি দ্রুত ইন্টারনেটে হোস্ট করা ফাইলগুলি ডাউনলোড করতে বা দ্রুত যেকোন ওয়েব প্লেয়ারে প্লে করতে পারবেন।

অফলাইনে দেখতে এবং ব্যকগ্রাউন্ডে ডাউনলোড

Media Box HD অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার পছন্দের মিডিয়াগুলি আপনি অফলাইনে দেখতে পারবেন সেজন্য আপনাকে আগে মিডিয়া ফাইলগুলি ডাউনলোড করতে হবে। আর Media Box HD অ্যাপ এই বিল্ট ইন ভাবে ডাউনলোড অপশন অ্যাড করা আছে ফলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী মিডিয়া গুলি ডাউনলোড করতে পারবেন।

ফাইল অ্যাপ সাপোর্টেড

MediaBox HD অ্যাপ এ ফাইল ম্যানেজার সাপোর্ট করে ফলে আপনার ডাউনলোড করা ফাইল গুলি সহজেই ব্রাউজ করতে পারবেন।

VLC-Player সাপোর্টেড

Media Box HD অ্যাপ এর ডিফল্ট ভাবে সেট করা VLC-Player দিয়ে মিডিয়া প্লে করতে পারবেন অথবা  আপনার ফোনের ইন্সটল করা মিডিয়া প্লেয়ার দিয়ে ফাইলগুলি প্লে করতে পারবেন ফলে মিডিয়া ফাইল প্লে না হবার কোন শঙ্কা নেই।

সাবটাইটেল সাপোর্ট

Media Box HD অ্যাপ সাবটাইটেল সাপোর্ট করে, জনপ্রিয় সকল সোর্স  থেকে (যেমনঃ opensubtitles, popcorn-time, subscene এবং mediaboxhd ইত্যাদি) সাবটাইটেল দেখতে পারবেন সহজেই।

থিম চেঞ্জ সুবিধা

MediaBox HD অ্যাপ এর বিল্ট ইন সেট করা থিম থেকে আপনি আপনার পছন্দের থিম সেট করতে পারবেন নিমিষেই।

বেস্ট সার্ভিস

আপনি আপনার পছন্দের মুভি, শো এবং সাবটাইটেল অ্যাড করার জন্য অ্যাপ ডেভলপারদের কাছে রিকুয়েস্ট পাঠাতে পারবেন।

এছাড়াও আপনি অ্যাপে কি সমস্যা ফেস করেছেন অথবা কোন নতুন ফিচার অ্যাড করার জন্য ফিডব্যাক এর মাধ্যমে জানাতে পারবেন। ফলে, ডেভলপার'রা খুব দ্রুত অ্যাপে নতুন ফিচার অ্যাড করে আপডেট করবে।

কোন কোন ডিভাইসে ব্যবহার করা যাবে

Media Box HD অ্যাপটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুইটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম iOS এবংA Androidসাপোর্ট করে। iOS এবং Android অপারেটিং সিস্টেম এর জন্য এর অফিসিয়াল সাইট থেকে ডাউওনলোড করতে পারবেন।

কিভাবে Media Box HD কাজ করে

প্রথমত Media Box HD নিজেরা কোন ফাইল বা মিডিয়া হোস্ট করে না, ইন্টারনেট থেকে বিভিন্ন সোর্স সংগ্রহ করে তারা তাদের ক্লাইন্টদের সেবা প্রদান করে থাকে।

দ্বিতীয়ত Media Box HD এ BitTorent বা Peer টু Peer এর মাধ্যমে ফাইল স্ট্রিমিং হয় না সরাসরি হয়। ফলে আপনাকে টরেন্ট সাইটের মত ফাইল ডাউনলোড করে সিডিং করতে হবে না। নিশ্চিন্তে মিডিয়া স্ট্রিমিং করুন।

যেভাবে MediaBox HD তে স্ট্রিমিং করবেন

আশা করি আপনাদের ডিভাইস এর অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা হয়ে গেছে। তাহলে অ্যাপটি ওপেন করুন এবং আপনার কাংখিত মিডিয়া বাছাই করুন যেটা আপনি স্টিমিং করবেন। আমি র‍্যান্ডম্লি একটা মিডিয়া স্ট্রিমিং করে দেখাবো। আপনারা ঠিক একই নিয়মে অন্য সকল মিডিয়া স্ট্রিমিং করতে পারবেন।

ধাপ ১ঃ মিডিয়া সিলেক্ট করুন

আমি ইংলিশ মুভি আলাদীন প্লে করবো, আপনার আপনাদের পছন্দের মিডিয়া সিলেক্ট করুন। সিলেক্ট করা হলে নিম্নের ছবির মত দেখতে পাবেন।

ধাপ ২ঃ প্লে বাটনে টাচ করুন

মিডিয়া সিলেক্ট করা হয়ে গেলে, এখন নিম্নে ছবিতে মার্ক করা প্লে বাটনে টাচ করুন। তাহলেই অ্যাপটি অটোম্যাটিক ভাবে সবচেয়ে দ্রুত স্ট্রিমিং সোর্স সার্চ করে বের করবে এবং সর্বোউত্তম সোর্স থেকে স্ট্রিমিং করা শুরু করবে।

আপনি চাইলে নিজে স্ট্রিমিং সোর্স সিলেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অপশন টি আনচেক করে দিতে হবে, নিম্নের ছবির দিকে লক্ষ করুন।

মিডিয়া প্লে হবে অ্যাপে থাকা বিল্ট ইন VLC প্লেয়ার এ। ফলে আপনি ড্রাগ করে মিডিয়া ব্রাইটনেস বাড়াতে ও কমাতে, ভলিউম বাড়াতে ও কমাতে পারবেন এবং এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন। নিম্নে মিডিয়া প্লে হবার ছবিটি দেখে নিন।

Mediabox HD ডাউনলোড

আপনি ওয়েবে Mediabox HD দিয়ে সার্চ করলে খুঁজলে এর অফিসিয়াল অ্যাপের লিংক খুঁজে পেতে কষ্ট হবে। কারণ জনপ্রিয়তার কারণে এই অ্যাপটি অনেকে বিভিন্ন আনঅফিসিয়াল সাইটে আপলোড করে ডিসট্রিবিট করে। এ ধরনের আনঅফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারণ এ ধরনের আনঅফিসিয়াল সাইট থেকে ডাইনলোড করা অ্যাপে ভাইরাস, ম্যালওয়্যার থাকে যা আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ ডেটা ও তথ্য লিক, ট্রান্সফার এমনকি আপনার ফোন কম্প্রোমাইজ ও ডেটা স্পাই হবারও সম্ভাবণা রয়েছে।

আমি আপনাদেরকে Mediabox HD এর অফিসিয়াল ডাউনলোড লিংক দিচ্ছি। নিরাপদ ও সুরক্ষিত ভাবে ব্যবহারের জন্য সবসময় আমার দেওয়া এই অফিসিয়াল লিংক থেকে ডাউলোড করুন।

Mediabox HD এর অফিসিয়াল ডাউনলোড লিংক পেতে ব্যবহার করুন টেকটিউনস পুশ

Mediabox HD অফিসিয়াল ডাউনলোড

টেকটিউনস পুশ কোড: 45620786

অ্যাপ সম্পর্কে আমার কিছু কথা

আমার প্রথমে যা সব কিছু ফ্রিতে তা খুঁজি, আর এই MediaBox HD অ্যাপটি সম্পুর্ন ফ্রী, অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ, ইউজার ইন্টারফেস ও অসাধারণ। এক কথায় এই অ্যাপ দিয়ে আপনি বিনোদনের এক নতুন দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন।

আজকের টিউনটি কেমন হলো তা টিউনমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস