গুগল তাদের ব্রাউজার ক্রোম এর নুতন ভার্শন ১০ (১০.০.৬৪৮.৮২) এর বেটা রিলিজ দিয়েছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে জাভাস্ক্রিপ্টে আগের থেকে ভাল পারফরমেন্স। গুগলের কথা অনুযায়ী ভি৮ ইঞ্জিন ৬৬ ভাগ দ্রুততার সাথে কাজ করবে। এছাড়া এতে ভিডিওর জন্য জিপিইউ এক্সিলারেশন রয়েছে। ফলে যারা ফুলস্ক্রিন ভিডিও দেখতে আগ্রহি তারা প্রসেসরের ওপর থেকে ৮০ ভাগ পর্যন্ত চাপ কমাতে পারেন।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে; ব্রাউজারের সেটিং পেজ ওপেন হবে পৃথক উইন্ডোর বদলে একটি ট্যাবে। সিংকিং এর সাথে যোগ করা হয়েছে সেভ করা পাশওয়ার্ড, বুকমার্ক, প্রিফারেন্স, থিম, এক্সটেনশন ইত্যাদি। সিংক পাশওয়ার্ডকে পৃথকভাবে এনক্রিপ্ট করা যাবে। ক্রোম ১০ ডাউনলোড করা যাবে এখান থেকে http://www.google.com/intl/en/landing/chrome/beta/
গুগল জানিয়েছে তাদের ব্রাউজার ক্রোম আগামী ভার্শন অপারেটিং সিষ্টেমের মত কাজ করবে। এটা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে অন্য সফটঅয়্যার চালানো যাবে। আগামী কয়েক বছরের মধ্যে এই ব্রাউজার অপারেটিং সিষ্টেমের মত কাজ করতে সক্ষম হবে।
গুগলের কথা অনুযায়ী নতুন ব্যবস্থা সার্ভারের পরিবর্তন বিবেচনা করবে এবং কন্টেন্টকে লোকাল কম্পিউটারে লোড করবে। ধরুন আপনি কাজ করছেন ক্লাউড অফিস ব্যবহার করে। আপনার ডকুমেন্ট কাজ করবে আপনার নিজের কম্পিউটারে। ব্রাউজার চালু না থাকলেও এই কাজ চালু থাকবে। এটা অপারেটিং সিষ্টেমের একটি বড় বৈশিষ্ট। ডস অপারেটিং সিষ্টেমে টিএসআর নামের পদ্ধতি কিংবা উইন্ডোজের সার্ভিস কিংবা লিনাক্স/ইউনিক্সে ডেমোন এভাবেই কাজ করে।
এরসাথে নিরাপত্তার প্রশ্নটিও চলে এসেছে। ভাইরাস কিংবা ক্ষতিকর সফটওয়্যার এই পদ্ধতি কাজে লাগাতে পারে। গুগল কিভাবে ভাল এবং মন্দ সফটওয়্যার পার্থক্য করবে বিষয়টি পরিস্কার না। তবে তারা জানাচ্ছে এই পদ্ধতি কাজ করবে এপ্লিকেশন এবং এক্সটেনশনের ক্ষেত্রে, ওয়েব পেজের ক্ষেত্রে কাজ করবে না। এপ্লিকেশন কিংবা এক্সটেনশন গুগল অফিসিয়াল ডিষ্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে যাচাই করা হবে। অবশ্য যারা এন্ড্রয়েড মার্কেটপ্লেস ব্যবহার করেন তারা সরাসরি সেখানেই সমস্যা পেয়েছেন।
আগামীতে কম্পিউটার ব্যবহারের চিত্র যা হতে যাচ্ছে সেটা অনুমান করা যায় এখান থেকে। প্রথমে কম্পিউটার চালু করবেন। এরপর ইন্টারনেটে ঢুকে ব্রাউজার চালু করবেন। এরপর থেকে বাকি সবকিছু ব্যবহার করবেন ইন্টারনেট থেকেই। ক্রোম নিজেই আপনার প্রয়োজনীয় সফটওয়্যার চালু করবে ওয়েব থেকে। আপনার কম্পিউটারে কোন সফটওয়্যার ইনষ্টল করা প্রয়োজন নেই।
গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেম এবং ক্রোম ব্রাউজার দুটি বিষয় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিষয়টি হচ্ছে, আপনি নতুন কম্পিউটার কেনার সময় ক্রোম অপারেটিং সিষ্টেম সহ নিতে পারেন। আর যদি অন্য অপারেটিং সিষ্টেম ব্যবহার করেন তাহলে ক্রোম ব্রাউজার ব্যবহার করে একই ফল পাবেন।
একসময় ইউলিড ভিডিও ষ্টুডিও নামে পরিচিত অত্যন্ত জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার বর্তমানের কোরেল ভিডিও ষ্টুডিও প্রো। এর নতুন ভার্শন ১৪ রিলিজ দিয়েছে কোরেল। শক্তিশালি অথচ অত্যন্ত সহজ ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিভিডি-ব্লুরে কিংবা ইন্টারনেট ভিডিও তৈরী সবকিছুই করা যাবে এক সফটওয়্যারের ভেতর থেকে। খুব সহজে ভিডিও ক্যাপচার, এডিট, ইফেক্ট কিংবা ট্রানজিশন ব্যবহার ছাড়াও নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে যার ফলে ২ডি ভিডিওকে সহজে ৩ডি এর মত দেখা যাবে। আর কাজ দ্রুত করার জন্য ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের কোর প্রসেসর, এএমডির ফিউসন প্রসেসর, জিপিইউ এক্সিলারেশন ইত্যাদিকে পুরোপুরি কাজে লাগানোর ব্যবস্থা আনা হয়েছে।
নতুন যোগ করা ফিচারের মধ্যে রয়েছে ষ্টপ মোশন এনিমেশন, স্পিড/টাইম ল্যাপস, থ্রিডি এক্সপোর্ট, ওয়ার্কস্পেস কাষ্টমাইশেন, প্রসেসর অপটিমাইজেশন, ইমপোর্ট/এক্সপোর্ট মুভি টেম্পলেট ইত্যাদি।
সফটওয়্যারের সাথে ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এর দাম ১০০ ডলার। তাদের ওয়েবসাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে। http://www.corel.com/videostudio
ইমেজ ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন, এডিটিং, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এসব কাজ যদি এক সফটওয়্যার দিয়ে করতে চান তাহলে আসাম্পু ফটো কমান্ডার হতে পারে আপনার সমাধান। এর সবশেষ ভার্শন ৯ রিলিজ দেয়া হয়েছে। উইন্ডোজ এক্সপি, ভিসতা কিংবা ৭ সব ভার্শনে চলবে এই সফটওয়্যার।
প্রথমত এর ব্যবহার খুবই সহজ। কুইক ফিক্স ব্যবহার করে খুব সহজে ছবির সমস্যা দুর করতে পারেন। একবার ক্লিক করেই রেড আই রিমোভ করা যাবে। আনশার্প মাস্ক, মিনিয়েচার ইফেক্ট, ব্লার ইফেক্ট ইত্যাদির সাথে টেক্সট ব্যবহারের সুযোগ, কোলাজ কিংবা স্লাইড শো তৈরী, এইচটিএমএল এলবাম তৈরী সবকিছুই রয়েছে এতে।
এর দাম ৫০ ডলার। উল্লেখ করা যেতে পারে আসাম্পুর রয়েছে ১৩ লক্ষের বেশি রেজিষ্টার্ড গ্রাহক রয়েছে, তাদের সফটওয়্যার ইনষ্টল করা হয়েছে প্রায় ১৩ কোটি। এই তথ্য একে অন্যতম ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার কোম্পানী হিসেবেই পরিচিত করে। ডাউনলোড করা যাবে এখান থেকে http://www.ashampoo.com/en/usd/pin/1218/Multimedia%20Software/Ashampoo-Photo-Commander-9
আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bro apni to trial version dilen. Agulo die ar koidin use korbo. Parle full version din.