বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। একটি থীমের সফটওয়্যার।। হাঁ, Talisman Desktop, Desktop এর জন্য একটি অনন্যা থীম। হয়তবা অনেকেই জানেন, অনেকে আবার জানতেন না এখন জানবেন এবং জেনেই অন্য কোথাও বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অস্থির হয়ে পড়বেন। আসলেই এরকমই হয়ে থাকে।
যাই হোক এই সফটওয়্যার দ্বার আপনি পুরো ডেস্কটপকে একেবারেই পরিবর্তন করে ফেলতে পারবেন। এটি সকল অপারেটিং সিষ্টেমে কাজ করবে। আপনি চাইলে শত শত থীম ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি ইচ্ছামত ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যার দ্বারা *একই সাথে *একই পিসিতে।
তাছাড়া ছবি ব্যবহার করে আপনি নিজেই থীম তৈরী করতে পারবেন। taskbar, clock, calendar, system tray ইত্যাদি widget গুলো নিজের মত করে customize করতে পারবেন।
আরো অনেক মজার মজার জিনিস আছে, যা ব্যবহার না করলে বুঝবেনই না। আর বিস্তারিত কিছু লিখলাম না। ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।
এখানে ক্লিক করে 10.5 MB এর ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার আগে নিচের থীমগুলোর স্ক্রিনশট দেখে নিন।
যারা ভাল টিউন করে তারাই জানেন একটি টিউন করতে কেমন সময় লাগে। টিউন পড়তে তেমন সময়ের প্রয়োজন হয় না। সুতরাং বুঝতেই পারছেন কি করতে হবে................।
ধন্যবাদ সবাইকে।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
ধন্যবাদ। দেখেতো ভাল লাগলো ব্যবহার করে দেখি।