DVD/CD বা USB Memory ডিস্ককে Password দ্বারা নিরাপত্তা দিন

আপনারা হয়তো অনেকেই পেন ড্রাইবে বা USB Memory ডিস্ক এ সফট ওয়ারের মাধ্যমে পাসওয়ার্ড দিতে পারেন।

list of cdrom drives, card reader slots and usb flash memory sticks

এবার USB Memory ডিস্ক এর পাশা পাশি আপনার রাইট করা DVD অথবা CD তে ও পাসওয়ার্ড দিতে পারবেন। আর এর জন্য Master Voyager একটি চমৎকার সফটওয়ার। এটি দ্বারা কোন DVD/CD অথবা USB Memory ডিস্ককে Password দিলে অন্য কম্পিউটারে দেখার জন্য আপনাকে কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। ভিতরের ডাটা দেখার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই চলবে।

providing password to open encrypted partition on password protected media: DVD, CD or USB Stick

Master Voyager এর মধ্যে CD/DVD burning করার সিস্টেম আছে তাই আলাদা ভাবে কোন burning সফট ইন্সটল করতে হবে না। এট CDR/CDRW/DVD+-R/DVD+-RW disc সাপোর্ট করে।

supported operations for DVD RW disc. Erase, Burn, create password protected encryption partition

এ সফট দিয়ে রাইট বা প্রোটেক্ট করার পর অন্য কম্পিউটারে ডাটা গুলো দেখার সময় শুধু মাত্র পাসওয়ার্ড চাইবে। আলাদা কোন সফট এর প্রয়োজন নেই। আরেকটি মজার বেপার হচ্ছে এটি দিয়ে একটি ফোল্ডারের ভিতরের সাব ফোল্ডার গুলোতে ও পাসওয়ার্ড দেওয়া যাবে।

autoplay for password protected DVD RW disc

অনেক গুলো ফিচার সমৃদ্ধ এ সফটি প্রায় ১০ মেগা বাইট মাত্র। তাহলে একবার ট্রাই করে দেখুন ।

manager of secure partitions on DVD RW disc. Create new encrypted partitions, set password for encryption

ডাউনলোড এর জন্য ক্লিক করুন

ক্র্যাক ফাইল ভিতরে দেওয়া আছে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ সেভেন এ BitLocker দিয়ে ফ্রী তে ড্রাইভ এনক্রিপ্ট করা যায়। ধন্যবাদ, ভালো পোস্ট

    হ্যা। তা করা যায়।
    ডিভিডি বা সিডিকে ও এনক্রিপ্ট করে রাখতে পারবেন।

Level 0

অসাধারণ!!!!
হার্ডদিস্কের যেকোনো ড্রাইভ বা ড্রাইভের ফোল্ডারও কি লক করা যায়।?

Level 0

জাকির ভাই আপনাকে টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আমার অনেক কাজে লাগবে 🙂

Level 0

ভাই কিভাবে পাস ওয়াড দিতে হয় তা দেখালেন। আমাকে একটু বলবেন কিভাবে একটি রাইট প্রোটেক্টেড সিডি হাড ডিস্কে কপি করব? আমার কাছে আল হেরার কিছু ভিডিও টিউটিরিয়াল সিডি আেছ। কিন্তু আমি কোনভাবেই এগুলোকে হাড ডিস্কে কপি করতে পারছি না। কোন software or tunes thakle or any way thakle plz amake help korun

    আল হেরার ভিডিও গুলো যেকোন ডিভিডি রিপার সফট দ্বারা সেভ করে রাখতে পারবেন। একটু চার্চ করলেই অনেক রিপার সফট পাবেন।

    এটা দেখুন https://www.techtunes.io/video-editing/tune-id/60233/ আর ডিভিডি কপি প্রটেকটেড থাকলে DVD Copy 43 use করেন

    অনেক ধন্যবাদ আপনাকে।

    সিডির ভিতরে কিছু ফাইল পাবেন (৩ – ৪ টি বা তার বেশিও হতে পারে ) যেগুলোর ফাইল সাইজ ৭০০ মেগাবাইটের উপরে ( ১ গিগা বা ২ গিগা পর্যন্তও দেখাতে পারে ) অথচ একটি সিডির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো ৭০০ মেগাবাইট !! যে যে ফাইলগুলোর সাইজ ৭০০ মেগাবাইটের উপরে সে ফাইলগুলো বাদ দিয়ে বাকী অন্যান্য ফাইলগুলো সিলেক্ট করে হার্ডডিক্সে কপি করে নিন । শুধুমাত্র এই ফাইলগুলোর মাধ্যমেই আপনি সিডি ঢুকিয়ে যে কাজগুলো করেছেন তা সম্পূর্ণভাবে এখন হার্ডডিক্সে কপি করা ফাইলগুলোর সাহায্যেই করতে পারবেন । সিডিরুমে কোন সিডি প্রবেশ করাতে হবে না । আশাকরি বুঝতে পেরেছেন ।

Level 0

thanks

Level 0

tune ar jonno thanks. a real but funny video: Link http://www.youtube.com/watch?v=8liPz096UCM

ধন্যবাদ। অনেক কাজে লাগবে।

    আপনাকে ধন্যবাদ। কাজে লাগলেই ভালো।

অসাধারন। প্রিয়তে রাখলাম। আমি ভিডিও ফাইলগুলি যদি জিপ আকারে করে পাসওয়ার্ড প্রটেক্ট করতে চাই তা কি হবে????????????????????????????????

জাকির ভাই এটাকে ক্র্যাক কিভাবে করবো।

    ক্র্যাক ফাইল ওপেন করে ঐখান থেকে একটা সিরিয়াল নিয়ে ঐ সিরিয়াল দিয়ে একটিভ করুন।

My Dream software came true.সত্যি বলতে কি আমি DVD/CD তে password দেয়া যাই এমন একটি সফটওয়ার find করতে ছিলাম।
Thanks.

    শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। 🙂

সুন্দর টিউন !

Level 0

Vai apnar dewa download link theka may be file ta delete hoye gese… amar software ta khooob dorkar.. please…please….please….please…please….please….please New link den or contact with me…. [email protected]