আমরা যখন কম্পিউটারে কোন ডাটা সেভ করি তখন তা আমাদের ড্রাইবের বিভিন্ন জাগায় বা একটি ফাইলের এক এক অংশ এক এক জাগায় সেভ হয়। একেই বলে Fragment। ফলে যখন ফাইলটি আমরা ওপেন করি তখন এক এক যায়গা থেকে ফাইলটি লোড হওয়ার ফলে কম্পিউটারের গতি কমে যায়। আবার এ ভাবে হার্ড ডীস্ক বা মেমরির ও ক্ষতি হয়। আর আমাদের ফ্রেগমেন্ট ড্রাইভকে সুরক্ষা দেওয়ার পক্রিয়ে হল Defragment.
আপনার উইন্ডোজের সাথে একটি বিল্টইন Defragment অপশন আছে। আপনি ইচ্ছে করলে তা ব্যবহার করতে পারেন অথবা যেকোন থার্ডপার্টি সফট ও ব্যবহার করতে পারেন।
বিল্টইন Defragment অপশন এর জন্য Start> Programs>> Accessories>>>System Tools>>>> Disk Defragment এ ক্লিক করে পাবেন। এবার যে ডিস্ককে Defragment করবেন তা সিলেক্ট করে Defragment এ ক্লিক করলে তা Defragment হতে থাকবে। আপনি ইচ্ছে করলে Analysis এ ক্লিক করে আপনার ডিস্কের Fragment অবস্থা ও দেখে নিতে পারবেন।
যত বেশি লাল অংশ থাকবে আপনার ড্রাইব তত বেশি ক্ষতির সমূখিন থাকবে।
আর আপনি যদি অন্য কোন Defragment সফটওয়্যার খুজে থাকেন তাহলে আপনার জন্য UltraDefrag সফটওয়্যার। এটির সবচেয়ে বড় সুবিধা হল এটি ফ্রী ও ওপেন সোর্স। অন্যান্য সুবিদা গুলো দেখে নি।এর তিনটি ইন্টারপেস রয়েছে। graphical, console এবং native ইন্টাপেস। প্রথমটি অনেক গুরুত্ত্বপূর্ন, দ্বিতীয়টি দিয়ে ভিবিন্ন সিডিউল পরিচালনা করতে পারবেন, আর native ইন্টাপেস হচ্ছে এডভান্স ইউজারদের জন্য।system files গুলোকে Defragment করতে পারবেন। আছে সিডিউল Defragment অপশন, যা দিয়ে আপনি প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট সময় আপনার ডিস্ককে Defragment করতে পারবেন। আরো অনেক সুবিদা আছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ
32-bit Windows যেমনঃ NT4.0, 2000, XP, Vista, 7 – Server NT4.0, 2000, 2003, 2008এর জন্য ক্লিক করুন।
64-bit Windows যেমন x64 Editions of XP, Vista, 7 – Server 2003, 2008 এর জন্য ক্লিক করুন।
64-bit Windows যা Intel Itanium processor এর উপর চলে তার জন্য।
বিস্তারিত জানতে চলে যান তাদের অফিশিয়াল সাইটে।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ধন্যবাদ ভাই। আমি এরকম একটি সফট চাচ্ছিলাম। উইন৭ এর ডিফ্রাগমেন্ট সিস্টেম আমার ভাল লাগেনা। এটি ব্যবহার করে দেখি কেমন কাজ করে?