Picasa হচ্ছে ইমেজ দেখা ও এডিট করার জন্য একটি সুন্দর সফট। যা গুগল থেকে তৈরি করা।
এটি আপনার ছবি গুলোকে ইনডেক্স করে রাখবে যেন আপনি যেকোন সময় যেকোন ছবি সহজে পেতে পারেন।
Picasa দিয়ে আপনি ইমেজ দেখার পাশা পাশি ছবিটিকে প্রয়জনীয় এডিট করে নিতে পারবেন সহজে।
আপনার Picasa ওয়েব এলবাম থাকলে ছবি গুলোকে এক ক্লিকে আপনার Picasa ওয়েব এলবামের সাহায্যে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। অর্থাৎ ডেক্সটপ থেকে সহজেই ওয়েব এলবামে ছবি গুলোকে আপলোড করে রাখতে পারবেন, এমন কি ব্রাউজার ছাড়াই ওয়েব এলবাম দেখতে পারবেন।
গুগল ম্যাপে আপনার ছবি এড করতে পারবেন। আর বড় ব্যাপার হল এট ফ্রী।
একবার ব্যবহার করে দেখুন কেমন লাগে। মাত্র ১৩ মেগাবাইটের সফটি ডাউনলোডের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
ডাউনলোড-Picasa 3.8
http://dl.google.com/picasa/picasa38-setup.exe
অথবা এখানে গিয়ে ডাউনলোড করুনঃ
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
আগে থেকে ব্যবহার করি …………..মনে করিয়ে দেওয়র জন্য………ধন্যবাদ