গান অপছন্দ এমন নিরস ব্যক্তি হাতেগুনেও হয়ত মিলবে না। সবাই কমবেশি গান পছন্দ করেন।
স্মার্টফোনের দাপটের মধ্যেও গান শোনার জন্য ডেস্কটপ বা ল্যাপটপের ব্যবহার অনেক বেশি। গান শোনার সময় উন্নত মানের মিউজিক এক্সপেরিয়েন্স পেতে চান সবাই। এ জন্য দরকার ভালো মানের সফটওয়্যার।
ভালো সাউন্ড পেতে হলে একটি ভালো স্পিকারের পাশাপাশি ভালো মানের অডিও প্লেয়ার সফটওয়্যারের প্রয়োজন হবে। অনেক প্লেয়ারের ভিড়ে সেগুলো খুঁজবেন কই।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য তেমনি তিনটি চমৎকার অডিও প্লেয়ার সম্পর্কে তুলে ধরা হলো এখানে।
ডোপামাইন
প্লেয়ারটির ইউজার ইন্টারফেস দেখলেই বোঝা যাবে এটি একটি প্রিমিয়াম সফটওয়্যার। ওপেন সোর্স প্লেয়ার এটি।
অডিও প্লেয়ারটিতে রয়েছে সহজ সরল এবং সুন্দর নেভিগেশন ইন্টারফেস। প্লেয়ারটির সকল সেটিংসকে ব্যবহারকারীরা সহজেই জায়গা মতো পেয়ে যাবেন। কস্ট করে খুঁজতে হবে না।
এ ছাড়া প্লেয়ারটিতে রয়েছে কাস্টমাইজেশনের সুবিধা।
এটি এমপিথ্রি, ডব্লিউএমএ, ওজিজি, এম৪এ, এএসি, ডব্লিউএভিসহ অনেক প্রকার অডিও ফরম্যাট সার্পেট করবে। অটোমেটিক মেটা ট্যাগিং, রিয়েল টাইম লিরিক্স ডিসপ্লে সহ ইত্যাদি বেশ কয়েকটি ফিচার রয়েছে এতে।
এ ঠিকানা থেকে প্লেয়ারটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তবে এটিকে আপনি শুধু উইন্ডোজেই চালাতে পারবেন।
মিউজিক বি
সঙ্গীত প্রেমীদের কাছে আরেকটি জনপ্রিয় প্লেয়ার হলো মিউজিক বি। সফটওয়্যারটির সাহায্যে সহজেই আইটিউনস এবং অনান্য মিউজিক লাইব্রেরি ইম্পোর্ট করা যাবে।
এমপিথ্রি, ডব্লিউএমএ, ওজিজি, এম৪এ, এএসি, ডব্লিউএভিসহ অনেক প্রকার অডিও ফরম্যাট সার্পোট করবে এটি।
সকল প্রকার অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং কিছু কিছু আইওএস ডিভাইস, ইউএসবি ড্রাইভ ও অন্যান্য পোর্টেবল মিউজিক প্লেয়ারের সঙ্গে সফটওয়্যাটিতে সিনক্রোনাইস করে নেওয়ার সুবিধা রয়েছে।
কম্পিউটারে হার্ডডিক্সে নতুন কোনো মিউজিক ফাইলস এড করলে প্লেয়ারটি অটোমেটিক সেটাকে প্লেয়ারে যোগ করে নিতে পারবে।
এ ছাড়াও স্ক্রিন ও প্লাগইনস দিয়ে কাস্টমাইজেশন করে নেওয়া যাবে সফটওয়্যারটি।
এ ঠিকানা থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে।
রেডিও মাংকি
চমৎকার ইন্টারফেস যুক্ত অ্যাপটিতে প্রায় সব অডিও ফরম্যাট সমর্থন করবে। এটি অডিও ফাইলসগুলোর ট্যাগিং অটোমেটিকভাবে করে নিতে পারে।
বিভিন্ন ডিভাইসের সঙ্গে ফাইলসগুলোকে সিনক্রোনাইস করে নিতে সক্ষম প্লেয়ারটি। এটির সাহায্যে সিডিকে রিপ, ডিভিডিতে মিউজিক বার্ন করা যাবে।
এ ছাড়া এ সফটওয়্যার দিয়ে অডিও ফরম্যাট কনর্ভাট করা, অটো ভলিউম কন্ট্রোলসহ অনেক কাজ করা যাবে সহজেই।
ফ্রি সংস্করণের পাশাপাশি সফটওয়্যারটির রয়েছে পেইড সংস্করণ। সেখানে বাড়তি কিছু ফিচার পাওয় যাবে। এ ঠিকানাথেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন
Download VMware Workstation Pro 1257 Latest Full Version With Keys For Free |
Top Best Hacking Tools Of 2017 For Windows, Linux and Mac OS X
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।