প্রিয় টেকটিউনস ভাইয়া আর আপুগণ,
কেমন আছেন আপনারা ? এটি টেকটিউনসে করা আমার প্রথম টিউন । ভাল না লাগলে কেউ মন খারাপ করবেন না , প্লিজ !!!
Registry Booster এর কথা জানেন না কিংবা এর কার্যকারিতা বোঝেন না এমন লোক এ টেকনোলজির যুগে খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই ! তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এর ট্রায়াল ভার্শনটি ইউজ করে থাকি যা পুরোপুরি কার্যকরী নয় । বর্তমানে চারিদিক থেকে যে পরিমাণ virus, malware , trojan এগুলি আপনার pc টিকে মুহুর্মুহ আঘাত করে যাচ্ছে তাতে আপনি শুধুমাত্র একটি Antivirus সেটাপ দিয়েই কী নিশ্চিন্ত হতে পারেন ? উত্তর হচ্ছে - না । এছাড়া প্রতি মুহূর্তে নানা ধরণের ভুলের কারণে আপনার pc টি দিনে দিনে স্পিড হারাতে থাকে , registry error এর সংখ্যা বাড়তে থাকে প্রতিনিয়ত । আর এ ধরণের সমস্যার হাত থেকে আপনার (জানের জান প্রাণের প্রাণ) pc টিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই Registry Booster.
তাই এখন থেকে আর ট্রায়াল ভার্শন নয় বরং ফুল ভার্শনেই ব্যবহার করুন মাত্র 4 মেগাবাইটের অমূল্য এ Software টি !
License Key সহ Registry Booster ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে :
সরাসরি ডাউনলোড করুন ।
আর ইন্সটল করে key দিয়ে যখন অ্যাক্টিভ করবেন তখন আপনার নেট অবশ্যই চালু থাকতে হবে ।
ভালো থাকবেন সবাই । অনেক অনেক ভালো থাকবেন ।
আমি মৃত্যুরৌদ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হিমু হবার স্বপ্ন একদিন আমার এ সুপ্ত মনের গুপ্তপথে দিয়েছিল উঁকি ! বহু দিন বহু মাস আর বহু বছর হিমু হবার ব্যার্থ সাধনায় নিষ্ফলান্তক উপুর্যপরি পন্ডশ্রমের ধারাবাহিকতার ইতি টেনে ক্ষান্ত দিলাম ! হিমু হবার অর্থ সাধারন বিশ্লেষণে দাড়ায় ' মহাপুরুষ হওয়া ' । তাই , হিমু হতে গেলে সর্বাগ্রে পাপমুক্ত...
ধন্যবাদ। ডালো দিচ্ছি।