শুকতারা ম্যাগাজিন জানুয়ারি থেকে আগস্ট ২০১৮

শুকতারা ভারতের কলকাতা থেকে প্রকাশিতে একটি জনপ্রিয় ছোটদের পত্রিকা। এই পত্রিকাতেই বাংলা ভাষার সবথেকে জনপ্রিয় কমিকস নারায়ন দেবনাথের বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা বাহাদুর বেড়াল প্রকাশিত হয়। 'শুকতারা” যখন প্রথম প্রকাশিত হয় তখন তার সঙ্গে সত্যি সত্যি টেক্কা দেবার মতো পত্রিকা ছিল দুটি-শিশুসাথী' আর 'মৌচাক”। আজ প্রথমটির কোনো অস্তিত্বই নেই, দ্বিতীয়টিরও প্রায় তাই। এখন ছোটদের পত্রিকা আশেপাশে কিছু আছে বটে, কিন্তু শুকতারাই সেরা।

সমসাময়িক অন্যান্য পত্রিকাদের সাথে সমান তালে পাল্লা দিয়েই শুকতারা সুনামের সাথে টিকে গেছে দীর্ঘ চৌষট্টি বছর। শুকতারায় প্রকাশিত হরেক রকম আকর্ষণের মধ্যে অন্যতম ছিলো গোয়েন্দা ও রহস্য গল্প। কি ছোটরা, কি বড়োরা - একখানা গোয়েন্দা গল্প, কিম্বা গা-ছমছম করা রহস্য গল্প পেলে সবাই নাওয়া-খাওয়া ভুলে যায়। ছোটদের হাতে গল্পের বই দেখলে যাঁরা প্রায়শই ধমক দেন, লুকিয়ে লুকিয়ে তাঁরাও সেই বই নিয়ে মশগুল হয়ে যান - এমনই নেশা ছিলো সেই সব গল্পের।

ব্যোমকেশ বক্সী, ফেলুদা, জয়ন্ত-মানিকের সমসাময়িক আরও অনেকগুলিই শখের গোয়েন্দা ছিলেন। একই কথা বলা যায় রহস্য গল্প সম্পর্কে - এক-এক ধরনের রহস্য গল্পের এক-এক রকম রোমাঞ্চ।

শুকতারা ম্যাগাজিন জানুয়ারি-আগস্ট ২০১৮ Shuktara Magazine Collection - January-August 2018

ডাউলোড লিংক শুকতারা ম্যাগাজিন জানুয়ারি-আগস্ট ২০১৮ Shuktara Magazine Collection - January-August 2018

Level 0

আমি বই ভান্ডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস