মোঃ ফুয়াদ আল ফিদাহ একজন দক্ষ অনুবাদক। তার অনুবাদ করা উপন্যাস আগ্রহ নিয়ে পড়ি। এই উপন্যাসের ভূমিকা পড়ে পুরো উপন্যাস পড়তে আগ্রহী হই। খুবই চমৎকার আকর্ষনীয় প্রচ্ছদের বইটা হাতে নিয়েই ভালো লেগে যায়। প্রচ্ছদ শিল্পীকে ধন্যবাদ। আর্টেমিস ফাউল ফ্যান্টাসি উপন্যাস। কাহিণী সুন্দর, গল্পের গাঁথুনী মজবুত, গল্পের উপস্থাপনা সুন্দর। শতাব্দীর সেরা অপরাধী ১২ বছর বয়সের আর্টেমিস ফাউল রূপকথার জগতের ফেয়ারিদের কাছ থেকে সোনা চুরির প্ল্যান করে। প্ল্যান বাস্তবায়ন করতে যেয়ে আর্টেমিস আর ফেয়ারিদের মধ্যে বাঁধে ঝামেলা। চমৎকার এই বইটি পড়ার অনুরোধ রইলো।
আর্টেমিস ফাউল - ওয়েন কোলফার, মোঃ ফুয়াদ আল ফিদাহ Artemis Fowl by Eoin Colfer Bangla pdf link
আমি গ্রন্থ পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।