ম্যানিক টাইম – একটি দরকারী পার্সোনাল টাইম ম্যানেজমেন্ট টুল

ছোট বেলায় আমরা সব ভাই বোনেরা নানা বাড়ি বেড়াতে গেলে, রাতে কারেন্ট যাওয়ার পরে নানীজান কে ঘীরে বসতাম। প্রায়শই কয়েকটা লাইন নানী বলে যেতেন -

সময়ের মূল্য বুঝে

 

করে যারা কাজ

 

তারা রয়, স্বরনীয় বরনীয়

 

সকলের মাঝ।

এত কিছু বোঝার ক্ষমতা আমাদের তখনও ছিলনা। তবে আড়ালে বলতাম "বুড়ি বেশি ঘেনায়!"। তবে পরে এসে বুঝলাম বুড়ি শুধুই ঘেনাত না। সময়ের মূল্য এখন জীবন দিয়েও শোধানো যায় না। সময়ের সংরক্ষনের ব্যাপারে আমি এর আগেও অনেক টিউন করেছি। মজিলার অ্যাডঅন, সফটওয়্যার, ওয়েবওয়্যার. ইত্যাদী। তবে এইবার প্রয়োজনীয় সময়টাকেই ট্র্যাক করার মত একটি কাজের সফটওয়্যারকে ফিচার করব -

ম্যানিক টাইম কি?

আমরা অনেকেই অনেক সময় নিজের পিসিকে অন করে নেটে অথবা কোন কাজে বশলে সেই কাজে এমনই মশগুল হয়ে যাই যে আমাদের কোন হুশ জ্ঞ্যান থাকে না। পরে পিসি বন্ধ করার পর বলি, হায়! হায়! সময় কখন গেল? আরো কিছু সময় সংরক্ষন করা দরকার ছিল। এরকম আমাদের সবার সাথেই হরহামেশা হয়ে থাকে। তাই এখন আমাদের দরকার একটি ভালো টাইম ম্যানেজমেন্ট সফটওয়্যার। আর ম্যানিক টাইম ই হতে পারে সেই অসাধারন টুলটি।

clip-image001-thumb.gif

আপনি আপনার মন মত পিসি তে কাজ করে যান। আপনাকে কোন রকম বিরক্ত না করেই ব্যাকডোরে আপনার সব অতিবাহিত সময়ের হিসাব রেখে যাবে এই টুল টি।

ফিচারস  -

Automatic collection of computer usage data

এই ব্যাপারটি মূলত একটু আগেই বলে দিয়েছি। আপনার কোন রকমের কমান্ড ছাড়াই এটি ব্যাকডোরে আপনার সময়কে ট্র্যাক করতে থাকবে।

লোকাল ডাটা স্টোরেজ

clip-image002-thumb.gif

আপনার দেয়া প্রাইভেসি সেটিংস অনুযায়ী আপনি / আপনার নির্বাচিত কেউ আপনার পার্সনাল কম্পিউটার ইউসেজের ডিটেইল ইনফরমেশানে এক্সেস করতে পারবেন।

সেপারেট ট্র্যাকিং

অ্যাকটিভিটি

আপনার অ্যাকটিভ টাইমকে ট্র্যাক করে থাকে (যখন আপনি পিসি ব্যবহার করে থাকেন) এবং ইন্যাকটিভ টাইম (যখন আপনার পিসি বন্ধ থাকে)।

অ্যাপ্লিকেশান

আপনি আপনার পিসিতে আপনার দরকারী অ্যাপ্লিকেশানগুলো কতক্ষন যাবৎ ব্যবহার করে যাচ্ছেন সেই সময়ও আলাদা আলাদা করে ট্র্যাক করে রাখে।

ট্যাগ (অপশনাল)

আপনি চাইলে আপনার টাইম লাইনে এই সেকশনে চেক করে নিতে পারেন। আলাদা আলাদা সেকশন চাইলে আপনি ট্যাগ করে নিতে পারেন। যাতে আপানি চাইলে আপনার ওয়ার্কিং এবং ইডেল টাইম ট্র্যাক করার পাশাপাশি অন্য কোন ব্যাপারে টাইম ট্র্যাক করে নিতে পারেন।

অ্যাকিউরেট টাইম ট্র্যাকিং

clip-image003-thumb.gif

আপনি আপনার লোকাল রিমোটে কোন কাজে ঠিক কতটুকু সময় ব্যবহার করছেন পার্টিকুলারলি ঠিকঠাক সিম্পলি শো করবে। এছাড়া আপনার টাইমিং এর সামারি এবং ব্যবহার করা টাইমকে সহজবোধ্যভাবে গ্রাফিক্যালি শো করে থাকে।

clip-image004-thumb.gif

সবচেয়ে বেশি মজার ব্যাপার হল - আপনি যদি মজিলা ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কোন সাইটে কত সময় ব্যবহার করছেন তা ও ট্র্যাক করা সম্ভব হবে।

< !-[if gte mso 9]> Normal 0 false false false MicrosoftInternetExplorer4 < ![endif]->< !-[if gte mso 9]> < ![endif]->

< !-[if gte mso 10]>

< ![endif]->ডাউনলোড ম্যানিক টাইম

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই আপনি পারেনও!!! দারুন একটা সফ্টওয়্যার দেয়ার জন্য ধন্যবাদ।

হুমম… মনে হচ্ছে এই টিউন টা আমার জন্য বেশ কাজে আসবে।যায় এখনই সফটওয়্যার টা ডাউনলোড করে আসি।
টিনটিন ভাই ধন্যবাদ আপনাকে!!!!!!!!

Level 0

আমারো,। এরকম জিনিস যে আছে তাই তো জানতাম না।
তবে এটায় alarm or warning দেয়ার মত কিছু নাই।
দেখি কি কি পাওয়া যা্য।
ধন্যবাদ ভাই

আসলেই দারুন! পছন্দ হয়েছে 🙂

মচৎকার থুক্কু চমৎকার।

Net frame porjonto install hoy, tarpore ar install hochche na keno?

THANKS.

[email protected]