আসস্লামুয়ালাইকুম,আশা করি সবাই ভাল আছেন।আমি আসলে তেমন কিছুই জানি না তাই টিউন করতে চাইলে ও করতে পারি না।কিন্তু কালকে ১জন কে থিম নিয়ে টিউন করতে দেখে আমার ও ইচ্ছা করল ২-১টি থিম শেয়ার করার,তাই আমার ২য় টিউন করার চেষ্টা করা।অনেকেই হইতোবা থিম গুলো সম্পর্কে অবগত আছেন।যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।আগে যদি এই নিয়ে কেউ টিউন করে থাকুন তাহলে তার কাছে ক্ষমা ছেয়ে নিচ্ছি। এইখানে ১ম যে থিম টি আছে তার নাম হল crystalxp
download এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
এরপর এর থিম টি হল crystalclear
download এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
তাছাড়া নিচের সাইট থেকে আপনার ডেক্সটপ কে সাজানর জন্য নানারকম আইকন এবং থিম পাবেন।
আমি এইসব থিম শেয়ার করলাম কারন অনেক থিম আছে যেইগুলো ইউস করার কারনে পিসি স্লো হয়ে যাই কিন্তু এই থিম গুলো ইউস করলে পিসি স্লো হবে না+সহজেই ব্যবহার করা যাবে।এই থিম গুল ব্যবহার করে আপনারা যদি খুশি হন তাহলে আমার টিউন সার্থক হবে।ধন্যবাদ।
আমি সমাধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবসময় সকলকে সাহায্য করতে ভালোবাসি।
theme, extra icon ব্যবহার করলে আপনার windows এর speed কমে যাবে…………..>