রামেসিস সিরিজের দ্য ব্যাটল অফ কাদেশ লেখক ক্রিশ্চিয়ান জ্যাঁক অনুবাদ ওয়াসি আহমেদ পিডিএফ ডাউনলোড করুন

দ্য ব্যাটল অফ কাদেশ - ক্রিশ্চিয়ান জ্যাঁক / ওয়াসি আহমেদ Ramses: The Battle Of Kadesh - Chritian Jacq pdf download

ফারাও দ্বিতীয় রামেসিসের জীবনের একেকটা পর্যায়ের ঘটনাবলী নিয়ে লিখিত এ সিরিজ। তবে রামেসিস যেহেতু মিশরের অধিপতি ছিলেন এবং সেই সুবাদে সমগ্র মিশর তার নখদর্পণে ছিল, সেহেতু তার জীবনের পাশাপাশি প্রাচীন মিশরের তৎকালীন জীবনপ্রণালি, কৃষ্টি-কালচারও খুব উঠে এসেছে এ বইয়ে স্বাভাবিকভাবেই।
নানান রোমাঞ্চকর ঘটনা ও নাটকীয়তায় পূর্ণ রামেসিসের জীবন। ফারাও হবার কথা ছিল না তার—কিন্তু আচমকা বসতে হলো সিংহাসনে। সিংহাসনে বসার পর একে একে মুখোমুখি হতে হলো নানান বাধা-বিপত্তির। ঘরে-বাইরে সবদিকে শত্রু। সবকিছুর মোকাবেলা করে যখন এগিয়ে যাচ্ছিলেন ফারাও, তখনই বাধল বিপত্তি।

এবার বাগড়া বাধাল হাট্টি সাম্রাজ্যের লোকজন—যারা পরিচিত দুর্ধর্ষ হিট্টি নামে। হাট্টি সাম্রাজ্য ওদের নিষ্ঠুর, দাঙ্গাবাজ যুদ্ধনীতির কারণে কুখ্যাত। ওদের ক্ষমতালোভী সম্রাটের নজর এবার পড়েছে মিশরের ওপর। হিট্টিদের কারণে হুমকির মুখে আজ মিশরের সার্বভৌমত্ব।
মিশরকে বাঁচাতে দুর্ধর্ষ হিট্টিবাহিনীর মুখোমুখি হতে হবে রামেসিসকে। কিন্তু অস্ত্র আর শক্তি—দু'দিক থেকেই এগিয়ে আছে হিট্টিরা। যুদ্ধ এড়াবারও কোনও উপায়ও নেই। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, কাদেশ, উত্তর সিরিয়ায় হিট্টিদের সব কঠিন ঘাঁটিতে গিয়েই লড়তে হবে রামেসিসকে।
আবার মিশর রক্ষায় যে পূর্ণ মনোযোগ দেবেন, সে উপায়ও নেই। ভয়াবহ এক অভিশাপের শিকার হয়ে দিন দিন দূর্বল হয়ে পড়ছেন রাজমহিষী।
ঘরে-বাইরে দু'দিক থেকেই বিপদ ধেয়ে আসছে। রাজমহিষীকে বাঁচাতে হলে দক্ষিনে যেতে হবে রামেসিসকে, নিয়ে আসতে হবে প্রাচীন এক গোপন প্রতিষেধক। এরপর এগোতে হবে উত্তরে, যেখানে হিট্টিরা অস্ত্র শান দিয়ে তার অপেক্ষায় বসে আছে।
রামেসিস কী পারবেন এমন কঠিন সময়ে শক্ত হাতে সবকিছু সামাল দিতে?

এখন পর্যন্ত এই সিরিজের বেস্ট বই 'দ ব্যাটল অফ কাদেশ'। ডিটেইলিং এবং কাদেশ-যুদ্ধের বিল্ডআপ দারুণ দক্ষভাবে ফুটিয়েছেন লেখক। লেখকের কলমের শক্তিতে প্রাচীন মিশরের অলিতে-গলিতে কয়েকটা ঘণ্টা ঘুরে বেড়িয়েছি। যদিও কিছুটা ধীরগতিতে। লেখক ডিটেইলিং দিতে পছন্দ করেন—এজন্য কাহিনি কিছুটা স্লো লেগেছে। তবে প্রাচীন মিশরের রাস্তায় রাস্তায় সময় নিয়ে, ধীরস্থিরভাবে ঘোরা-ই ভালো—এতে করে সবকিছু অনুভব করা যায় একেবারে গভীরভাবে, গল্পের সাথে, গল্পের চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাওয়ার সময় পাওয়া যায়।
কাদেশ-যুদ্ধের প্রভাব আর হিট্টিরা এ বইয়ে বেশ প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর ফলে কাহিনির গভীরতা আরেকটু বেড়েছে।
আগেই বলেছি লেখক ক্রিশ্চিয়ান জাঁক মিশর বিশেষজ্ঞ। তাই মিশর সম্পর্কে তার অগাধ জ্ঞানের ছাপ ফুটে উঠেছে লেখায় এবং এর ফলে পাঠ-অভিজ্ঞতাও হয়েছে আনন্দময়।

অনুবাদ। অনুবাদক ওয়াসি আহমেদ ইতিমধ্যে সিগমা ফোর্স সিরিজের একটি বই অনুবাদ করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সাবলীলতার পাশাপাশি অনুবাদকের লেখনীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার লেখা বেশ ব্যঞ্জনাময়। ব্যঞ্জনাময় লেখনী তাকে প্রাচীন মিশরের ফ্লেভারটা তুলে আনতে সাহায্য করেছে। তার স্বাদু, সাবলীল লেখনীতে অনুবাদটা উপভোগ্য হয়েছে—সময়টা উপভোগ করেছি।
তবে এ-বইয়ে মুদ্রণ-প্রমাদ সিরিজের অন্য ২ বইয়ের তুলনায় কিঞ্চিৎ বেশি ছিল। তাছাড়া কিছু জায়গায় স্পেসিং-এর গোলমাল ছিল—অনেক জায়গায় পাশাপাশি দুই শব্দ একসাথে জোড়া লেগে গেছে।

প্রাচীন মিশর, তখনকার লোকজন, রাজকীয় উৎসব, সংস্কৃতি, হিট্টি, কাদেশ-যুদ্ধ, রামেসিস এবং প্রাচীন-যুদ্ধ স্ট্রাটেজি সম্পর্কে যাদেড় আগ্রহ আছে তাদের জন্য বেশ উপভোগ্য এক বই 'দ্য ব্যাটল অফ কাদেশ'।

বইটি অনলাইনে পড়ুন বা ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি পত্র মিতালি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস