টেকটিউনসের সকল বন্ধুদের আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা যানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
বেজে গেছে যুদ্ধের দামামা। না, ভয়ের কিছু নেই। এই যুদ্ধ সত্যিকারের যুদ্ধ নয়। সিনেমার পর্দায় এ যুদ্ধে নামবে মারভেল সুপারহিরোরা। আর তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে থাকছে মারভেল কমিকসের অন্যতম সেরা সুপারভিলেন থানুস। থানুসের সঙ্গে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকার মতো সকল সুপারহিরোদের একশন দেখা যাবে এই মুভিতে।
অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের মাধ্যমে শেষ হতে যাচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ছবি। পৃথিবীর সব সুপারহিরো একজোট হয়ে লড়াই করবে সুপারভিলেন থানোসের বিপক্ষে। তবে নতুন খবর হচ্ছে, ছবিতে থ্যানোসই একমাত্র ভিলেন নয়। তার সহযোগী করভাস গ্লাইভকেও দেখা যাবে এই মুভিতে। হিন্দিতে ডাভিং কৃত সম্পুর্ন মুভিটির সরাসরি ডাউনলোড লিংক নিচে দিয়ে দেওয়া হলো।
আমি জসিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হিন্দি ভার্সনটা খুজছিলাম পেয়েগেলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।