বাস্তবঅভিজ্ঞতা থেকে লিখছি। আমরা অনেকেই মনে করি ইন্টারনেটে অনেক সহজেই ঘরে বসেই হাজার টাকা উপার্জন করা যায়। কথাটি সত্য কিন্তু সম্পুন্নসত্য নয়। আমি মনে করি এখানে বেশ কিছু কাজ আমরা অেেনকেই জানি। কিন্তু আমরা সেই কাজ গুলো করার সুযোগই তো পাই না।
এজন্য আমার কাছে মনে হয় অনলাইনে আয় হলো ভাগ্য এটি যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি আমার মত পরাজিত হবেন নিশ্চিত। আমি যদি ও হার মানি নি তবু ও কেন যেন মনে হয় হেরে যাচ্ছি।
<iframe src="https://www.fiverr.com/anywhere/anywhere_widget/5add4f74cbe50b22fbfe913f" frameBorder="0" scrolling="no">
আমার কথাই,
আপওয়ার্কে একটা কাজ পাই। আরও দুটোর কথা চলছিল। হঠাৎ করেই সাসপেন্ড। আপিল করেও ফিরে পেলাম না।
মাইক্রোওয়ার্কে কাজের কি কষ্ট তা অনেকেই জানেন। অনেক কষ্ট করে ২৫ ডলার কামাই করলাম। ভাবছিলাম উইড্রো দিব। ১ মাস আগে দেখি আমার অ্যাকাউন্ট পারমানেন্ট সাস্পেন্ট! খুব কষ্ট হচ্ছিল। খুব কষ্ট করে কাজ করছিলাম রে.
ফাইবারে গিগ খুলেছি ৬ মাস হলো। দুটো কাজ করে হঠাৎ গিগটা ডিলিট করে দিল ফাইবার। কারণ জানি না।
নতুন গিগে কাজ নাই তো নাই। আবার নতুন গিগ খুললাম। একটা কাজ পেলাম। চুক্তি হলো ৩ বারে ১০, ১০ ডলার করে কাজের অফার করবে। তার ৭০% কাজ হলে তিনি মাত্র একটি অফার করে বলল তার জন্য সারা দুনিয়ার তথ্য জোগার করে দিতে হবে। বাদ হয়ে গেল। Click fiverr
ফ্রিলাংসারের কথা কি বলব কোন কাজ পাই অথচ সে আমার কাছে ৫২ ডলার পায়! কি যেন ফ্রি খাইতে গিয়ে এমন অব¯হা।
মাঝে মাঝে ফেজবুকে অনেকের কাছে কাজের কথা বলি। তারা কাজ দেয় ৮ঘন্টায় ৩০০ টাকা, ১৫০০০ ডাটা এন্টির জন্য ৫০ডলার।
মনে হয় সালাদের টাকা দিয়ে বলি তোরাই কর দেখি পারিস কিনা এই টাকায়।
সর্বশেষ ফাইবারে নতুন একটা গিগ দিছি। আপনাদের প্রতি অনুরোধ আমার কেই কোন কাজ দেিত না পারলেও দয়া করে নিচের লিংকে গিয়ে আমার গিগ টাকে একটা ভালোবাসা দিয়ে আসবেন। এটাই একটা আপনাদের কাছে আমার চাওয়া।
আমার সাথে যোগাযোগ করতে
ফেজবুক
স্কাইপ
আমার ইউটিউব চ্যানেল
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Professional Web Developer