টিউলাইট নোভেল সিরিজটি কি পড়েছেন যদি না পড়ে মুভির মাঝে দিয়ে জানতে চান তারা আসুন ছোট কোয়ালিটিতে দেখে নেই

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম  রোমান্টিক ভ্যাম্পেয়ার মুভি যা দর্শকের কাছে পেয়েছে অন্যরকম মানের মানের জনপ্রিয়তা। এই মুভি সিরিজটি এসেছে নোবেল বিজয়ী Twilight (novel series) থেকে এর সম্বন্ধে আরো জানতে এখানে ক্লিক করুন

Twilight Saga  পাঁচটি রোম্যান্স ফ্যান্টাসি চলচ্চিত্রের একটি সিরিজ যা  আমেরিকান লেখক স্টেফনি মেয়ারের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি।


আর এতে অভিনয় করেছেন  ক্রিস্টেন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন, এবং টেলর লুতনার এবং আরো অনেকে।






৫ টি ছবিতে বাজেট  খরচ হয়েছে $৩৮৫, ০০০, ০০০ ডলার  এবং এর মূল চরিত্রগুলো এডওয়ার্ড কুলেন, বেলা সোয়ান, জ্যাকব ব্ল্যাক, আরও অনেকে। আমি আপনাদের সাথে পুরো মুভি সিরিজটি শেয়ার করবো হাইলী কম্প্রেস ডাউনলোড লিংক সহ তবে ধৈর্য সহাকারে দেখবেন।

তবে চলুন জেনে নেওয়া যাক প্রথম পর্বের বিস্তারিত:

প্রথম পর্বের নাম টিউলাইট মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। 

IMDB rating: ৫.২/১০
ধরন : Drama | Fantasy | Romance
সাইজ : 155mb
ভাষা : হিন্দি 2ch – ইংরেজী  2ch
কোয়ালিটি : হাইলী কম্প্রেস -BLU-RAY 
পরিচালনা : Kristen Stewart,  Robert Pattinson,  Taylor Lautner
তারকা :  Edward Cullen,  Bella Swan,  Jacob Black

সারাংশঃ

Bella Swan সবার থেকে অন্যরকম একটি মেয়ে এবং তার বাবা শহরের পুলিশ ইনচার্জ, বেলা কোলাহল মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করে, তার সাথে দেখা করতে আসে তার বাবার বন্ধু এবং তার ছেলে জ্যাকব এবং গিফট দেয় একটি গাড়ি। বেলা  ফিনিক্স এর অ্যারিজোনা হাই স্কুল এ ভর্তি হয়।

কারন তার মা পুনরায় বিয়ে করেছিলেন তাই বেলা তার পিতার সঙ্গে ওয়াশিংটনের ছোট একটি শহরে বসবাস করার সিদ্ধান্ত নেয়, একবারে একঘেয়েমি চলছিল তার জীবন তখন ঘটে যায় তার সাথে সবচেয়ে রহস্যময় ঘটনা।  হাই স্কুলের এডওয়ার্ড এর দেখা মিলে যে কিনা সবার থেকে আলাদা থাকতে পছন্দ করে কিন্তু  কেন জানি বেলাকে একেবারেই পছন্দ করতে পারেনি এডওয়ার্ড। এডওয়ার্ড রৌদ্রে স্কুলে অনুপস্থিত থাকে, কেন এডওয়ার্ড এর চোখ সবার থেকে ভিন্ন এ নিয়ে গবেষনা আরম্ভ করে বেলা। এডওয়ার্ড সত্যিই অন্য ছেলেদের মতো নয়। এডওয়ার্ড একটি  সিংহের চেয়ে দ্রুত দৌড়াতে এবং পর্বতে উঠতে পারে। শুধুমাত্র একহাত দিয়ে চলন্ত গাড়ী থামিয়ে ফেলতে পারে, এবং  1918 সাল থেকে এখন পর্যন্ত বুড়ো হয়নি। তাহলে কি এডওয়ার্ড একজন রক্তচোষা, মেরে ফেলবে কি বেলা কে নাকি গড়ে ঊঠবে তাদের মাঝে না ছেড়া বন্ধন.।

ভ্যাম্পেয়ার এবং মানুষের।

জানতে হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড লিংক

 
Alternative Link
 
 Download Now
 

দেখে নেওয়া যাক ২য় পর্বের বিস্তারিতঃ

The Twilight Saga New Moon (2009)

মুক্তির পেয়েছিল ৩ ডিসেম্বর ২০০৯ ইং তারিখে

পরিচালক : Chris Weitz
মুভির ফিচারে ব্যবহার করা হয়েছে যে গানটি তা Possibility লিখে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন।
Box office হিট হয়েছে 709.7 million USD ডলার
সিরিজ : The Twilight Saga
সময়ঃ ১৩০ মিনিট
ক্যাটাগরীঃ Adventure, Drama, Fantasy
সাইজঃ ১৬৭ MB

The Twilight Saga: New Moon (2009)
এডওয়ার্ড বেলাকে ছেড়ে চলে যায় কিন্তু কোথায় বা কেন চলে যায় সে তা জানেনা এ যেন মানতে পারছিল না সে। সব কিছুতেই শুধু এডওয়ার্ড এর প্রতিচ্ছবি বেলার সামনে ভাসতে থাকে। এ সময় তার পাশে এসে দাঁড়ায় জ্যাকব। কিন্তু কিছুতেই এডওয়ার্ড ছাড়া নিজেকে কল্পনা করতে পারছিলনা।

তাই আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে লাফ দেয় কিন্তু জ্যাকব এই যাত্রায় তাকে বাচিয়ে নেয়।
বেলার অদ্ভুত লাগে তখন যখন জানতে পারে জ্যাকব নেকড়ে পরিবারের সদস্য যারা পাহাড়া দিচ্ছে ভ্যাম্পেয়ারদের শহর থেকে দূরে রাখার জন্য।

ঘটে যায় আরেকটি ঘটনা এডওয়ার্ড তাকে ফেলে যায়নি বরং বেলাকে বাচাতে গিয়ে যে অপরাধ করে ফেলেছে তার সাজা ভুগছে এডওয়ার্ড ও চায় নিজেকে শেষ করে দিতে বেলার হাতে সময় যেন আর নেই এলেক্স এসে জানাল এই কথা এখন দেখার বিষয় ওরা কি পারবে এডওয়ার্ড কে বাচাতে নাকি পারবেনা.।

বাকীটা মুভি থেকে দেখে নিতে পারেন নিচে ডাউনলোড লিংক।

Alternative Link

Download Now

যদি মুভিটি আপনার ভালো লাগে তবে টিউমেন্ট করে জানাবেন।

দেখে নেওয়া যাক ৩য় পর্বের বিস্তারিতঃ

The Twilight Saga: Eclipse (2010)


মুক্তি পেয়েছিল ২০১০ সালে

IMDB rating: 4.9/10
ধরন : সাহসিক | নাটকীয় | কল্পনা
সাইজ : ১৬০ mb
ভাষা : ইংরেজী 2CH – হিন্দী 2ch
কোয়ালিটি 480p হাইলী কম্প্রেস
পরিচালক : ডেভিড স্ল্যাড
তারকা: ক্রিসন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন, টেলর লুতনা

The Twilight Saga: Eclipse (2010):

বেলা আবারো নতুন বিপদের সম্মুখীন হয়, প্রথমত বেলাকে মেরে ফেলার জন্য ভিক্টোরিয়া নিজের দল তৈরী করছে
আর ২য় তাকে এডওয়ার্ড অথবা জ্যাকব যে কোন একজন কে বেছে নিতে হবে।

এ নিয়ে আরম্ভ হয়ে যায় তুমুল যুদ্ধ এডওয়ার্ড এবং জ্যাকবের মধ্যে। বেলা এখন কার হবে এটা তার নিজেকেই পছন্দ করে নিতে হবে কারন তার স্নাতক ডিগ্রী সে অর্জন করে ফেলেছে।

অবশেষে সে এডওয়ার্ডকে বেছে নেয় আর জ্যাকব কে বন্ধু হিসাবে। এর মধ্যে ভিক্টোরিয়া তৈরী হয়ে গেছে তার দল নিয়ে বেলার উপর আক্রমন আনার জন্য। এখন দেখার বিষয় হলো এডওয়ার্ড কি পারবে বাচাতে বেলাকে, আর জ্যাকব কি তাদের সাহায্য করবে।

জানতে হলে অবশ্যই দেখতে হবে মুভিটি ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।

Alternative Link

Download Now 
 

Twilight Saga Breaking Dawn Part 1 (2011) HD Movie

চলুন সরাসরি আপনাদের রিভিউতে নিয়ে যাচ্ছি।

মুভিটি মুক্তি পেয়েছিল নভেম্বরের ১৬ তারিখ ২০১১ ইং সালে।

পরিচালক : Bill Condon.
ক্যাটাগরি: ফ্যান্টাসি, নাটক, রোমান্স
ফিচার মিউজিক : Turning Page
সময়: ১ ঘন্টা ৫৭ মিনিট।
ভাষা: ইংরেজি।
তারকা: Kristen Stewart, Robert Pattinson, Taylor Lautner
মুভিটি থেকে আয় হয়েছে ৭১২.২ মিলিয়ন ইউএসডি ডলার। মুভিটি বানাতে খরচ হয়েছে ১২৭.৫ মিলিয়ন ইউএসডি ডলার।

মুভিটির সারাংশ : অবশেষে বেলা এবং এডওয়ার্ড
এর বিয়ে সম্পন্ন হবে। দুজন নতুন বন্ধনে আবদ্ধ হলেও খুশী নেই জ্যাকব,   কারন বেলাকে যে এডওয়ার্ড Vampire বানিয়ে ফেলবে, এবং জ্যাকব এটি মানতে পারছিলনা।

জ্যাকবের মানা না মানায় কিছু আসে যায়না বেলার কারন বেলার ও যে ইচ্ছা Vampire হওয়ার কিন্তু এতে এডওয়ার্ড সম্মত নয়। যাক সে কথা বেলা এডওয়ার্ড হানিমুনে চলে যায়।
এবং সেখানে বেলা প্যাগনেন্ট হয়ে যায়।
এ নিয়ে এডওয়ার্ড চিন্তিত হয়ে পড়ে এবং ফিরে আসে সবার মাঝে কারন বেলা যে দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়ছিল।

শত হলেও মানুষ এবং Vampire এর বাচ্চা বলে কথা। আর Vampire তো রক্ত খাবেই। আর খুব তাড়াতাড়ি বড় হচ্ছে বাচ্চাটি বেলার রক্ত শোষন করে।
সবাই বেলাকে রক্ত খাওয়ানো শুরু করলো।
এতেও তেমন কাজ হচ্ছিল না।  সব কিছুর যেমন শেষ আছে তেমনি একদিন বাচ্চাটি জন্ম নিল কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে বেলা মারা যায়। এতে ভেঙে পড়ে এডওয়ার্ড এবং জ্যাকবের মুখোমুখি সাথে কঠিন বাস্তবতা কোথায় নিয়ে দাড় করবে জানতে হলে বাকীটা মুভি থেকে জেনে নিতে হবে।

ডাউনলোড লিংক  796 MB

 Twilight Saga Breaking Dawn Part - 2 (2012)  Highly Compressed Dual Audio Hindi-Eng Download And Review

Twilight Saga Breaking Dawn Part - 2 মুক্তি পেয়েছিল নভেম্বরের ১২ তারিখ ২০১২ ইং সালে

পরিচালক: Bill Condon
লেখক: Melissa Rosenberg
ফিচার মিউজিক : A Thousand Years
মুভি সিরিজ : The Twilight Saga
তারকা : Kristen Stewart, Robert Pattinson, Taylor Lautner
মুভিটি নির্মান করতে খরচ হয়েছে  829.7 million USD ডলার।
সাইজ ঃ ১৪৮ mb
ভাষাঃ হিন্দি এবং ইংরেজী
 
 

 

 

মুভি সারাংশঃ
এই পর্বে বেলা (ক্রিসন স্টুয়ার্ট) জেগে উঠবে একটি ভ্যাম্পায়ার হিসাবে। বেলার সাথে মোকাবেলা করে এমন ভ্যাম্পেয়ার আর নেই তাছাড়াও বেলার মাঝে দেখা দেয় অসাধারন কিছু শক্তি। বেলা তার নতুন রুপে কিছুটা ভয়ানক হয়ে উঠে তার রক্তের ঘ্রানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু এডওয়ার্ড সামলে নেয় কোনভাবে। এছাড়াও জ্যাকব যায় বেলা ও এডওয়ার্ডের মেয়েকে খুন করতে কিন্তু সে কি পারবে তা নাকি নিজেই মরবে।

 
 
 যখন ভ্যাম্পেয়ার শাসকরা জানতে পারে নতুন জন্ম নেওয়া বেলার মেয়েটি তাদের জন্য অনেক ভয়াবহ হতে পারে তখন তারা মেয়েটিকে মারার জন্য পরিকল্পনা করে।

 
 
 আর অন্যদিকে এডওয়ার্ড ও তারপরিবার তাদের নতুন সদস্য বাচ্চা মেয়েটিকে বাচানোর জন্য পৃথিবীর সকল ভ্যাম্পেয়ারের সাহায্য কামনা করে, তাদের সাথে যোগ হয় নতুন অনেক ভ্যাম্পেয়ার। 
এদিকে চলে এসেছে ভ্যাম্পেয়ার শাসক দল লাগবে তুমুল লড়াই। ভ্যাম্পেয়ারের সাথে যোগ দিয়েছে নেকড়ে দল জ্যাকব ও তারপরিবার। এখন দেখার বিষয় হলো তারা কি সবাই মিলে বাচাতে পারবে New Born ভ্যাম্পেয়ার কে. 


 
জানতে হলে বাকীটা মুভি থেকে দেখে নিন।
 
 
 
ডাউনলোড লিংক 

তাহলে মুভিটি উপভোগ করুন আজকের জন্য বিদায়।
দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস