Vivaldi Browser একটি ভালো মানের ফাস্ট ব্রাউজার পিসি ও ল্যাপটপের জন্য

সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকে আপনাদের জন্য নিয়ে আনলাম আমার একটি প্রিয় পিসি ব্রাউজার যার নাম Vivaldi ব্রাউজার। আমরা সবাই chrome, firefox, UC, Opera আরও অনেক ব্যবহার করছেন। কিন্তু আজকে আপনাদের সাথে  যে Browser টি শেয়ার করছি তা অনেক ভালো মানের। আমি নিজেও এই ব্রাউজারটি ব্যবহার করছি। নিচে ব্রাউজারটি সর্ম্পকে আপনাদের ধারণা দেয়ার চেষ্টা করছি।

Faster Navigation

***Speed Dial(দ্রুত ডায়াল)
প্রতিটি নতুন ট্যাবে  প্রিয় সাইটগুলির দ্রুত লিঙ্ক গুলিতে প্রবেশ করতে পারবেন।
*** Spped Dial Folder (গতি ডায়াল ফোল্ডার)
সুবিধাজনক অ্যাক্সেসের জন্য আপনার স্পিড ডায়ালসকে ফোল্ডারে সংগঠিত করতে পারবেন।
*** Quick Commands (দ্রুত কমান্ড)
সহজ text কমান্ডের সাহায্যে  সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।
*** Fast Forward (দ্রুত অগ্রগামী)
পরবর্তি পেজে ক্ষণিকের মধ্যে প্রবেশ করতে পারবেন। সার্চ রেজাল্টে অসাধারণ।
*** Rewind (ফিরে দেখা)
অনায়াসে প্রথম পৃষ্টাতে ফিরতে পারবেন।

Smarter Browsing

***Notes (নোট্স)
ব্রাউজিং এর সময় সহজেই নোট নতে পারবেন।
*** Side Panel (সাইড প্যানেল)
Side Pannel এর মাধ্যমে বুকমার্ক, ডাউনলোড এবং নোটগুলিতে দ্রুত অ্যাক্সেস করতে পারবেন।
*** Search Box  (সার্চ বক্স)
কোন কিছু র্সাচ করার জন্য আছে সার্চ বক্স।
*** Bookmarks bar (বুকমার্কস বার)
আপনার বুকমার্ক অ্যাক্সেস সহজতর করতে একটি টুলবার।
আরও অনেক সুবিধা আছে। তাহলে বন্ধুরা ডাউনলোড করতে পারেন।
Download Link

যদি সময় থাকে তো আমার সাইটে একটু উঁকি পারতে পারেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 3

আমি লুৎফর রহমান। Assistant Teacher, Primary Teacher, Dinajpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস