আপনার পিসি কেয়ারের দায়িত্ব দিন – অসাধারন! এডভান্সড সিস্টেম কেয়ারকে

আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে থাকি। সফটওয়্যার ইন্সটলের সময় আমরা শুধু প্রয়োজনীয় ফাইল ফোল্ডারই ইন্সটল করি না এর সাথে আরও অপ্রয়োজনীয় বিভিন্ন ফাইল ফোল্ডার ও ইন্সটল ইন্সটল হযে যায়। আর এর ফলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় এবং কম্পিউটার অযথা স্লো হয়ে গেলে আমাদের বিরক্তের আর শেষ থাকে না।

আর এই ঝামেলা থেকে আমাদের উদ্ধার করতে পারে এডভান্সড সিস্টেম কেয়ার (Advanced SystemCare)। এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই স্পাইওয়্যার, এডওয়্যার, অতিরিক্ত ফাইল-ফোল্ডার রিমুভ করা যায়। আজকে আপনাদের এই সিস্টেম কেয়ার দিয়ে আপনার পিসি কেয়ার করার বিভিন্ন উপায়। এর ফ্রি এবং প্রো দুটি ভার্সন আছে। আমি শুধু এর ফ্রি ভার্সন নিয়ে বলব।

এডভান্স সিস্টেম কেয়ার সম্পর্কিত কিছু টিপস

এডভান্সড সিস্টেম কেয়ার (Advanced SystemCare) চালু করে কেয়ার অপশনে ক্লিক করলেই এটি স্কেন করা শুরু করে। এর প্রাইভেসি সুইপ পিসিতে জমা থাকা বিভিন্ন হিস্ট্রী রিমুভ করে থাকে। এ সফটওয়্যারটি বিভিন্ন ধরণের জাঙ্ক ফাইলস রিমুভ করে ডিস্কের জায়গা পুণরুদ্ধার করে থাকে। কোন সমস্যা থাকলে খুব সহজেই রিপেয়ার করা যায়।

ডাইয়াগোনিস সিস্টেম

244.jpg
ডাইয়াগোনিস সিস্টেম পুরো পিসি অপটিমাইজ এবং রিপেয়ার সিস্টেম কনফিগারেশন করে আপনার পিসিকে আরও মসৃণ করে দেয়।।

ইউটিলিটিস

ইউটিলিটিসে তিনটি অপশন পাওয়া যাবে। এগুলো হল

  • 1. টিউন আপ
  • 2. সিকিউরিটি
  • 3. এডমিন টুলস

আসুন একটি একটি করে দেখি এরা কে কীভাবে কাজ করে।

টিউন আপঃ

336.jpg

টিউনআপ এর ভিতরে বেশ কিছু টুলস রয়েছে। আমি এর মধ্যে উল্লেযোগ্য কিছু নিয়ে বলছি।

ডিস্কক্লিনার

diskcleaner.jpg

ডিস্কক্লিনার দিয়ে সবগুলো ড্রাইভ অথবা সিলেক্ট করে ড্রাইভ ক্লিন করা যায়। এখানে বিভিন্ন ধরণের টেম্প ফাইল,ক্যাশ ফাইলস,লগ ফাইলস এবং অন্যান্য জাঙ্ক ফাইলস রিমুভ করা যায়।

স্মার্ট রেম

smart-ram.jpg

এই টুলটি কম্পিউটারের সিস্টেমকে মনিটরিং করতে থাকে এবং প্রয়োজন মত কম্পিউটারের গতি বৃদ্ধি করে।

সিকিউরিটিঃ

সিকিউরিটি ট্যাবের এর ভিতরে বেশ কিছু টুলস রয়েছে। তবে এর সিস্টেম ফাইল চেকার আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে।

dis.jpg

সিস্টেম ফাইল চেকার

সিস্টেম ফাইল চেকার একটি দারুণ টুল। অনেক সময় অমাদের অপারেটিং সিস্টেম করাপ্ট হয়ে যায়। তখন আমরা অপারেটিং এর সিডির মাধ্যমে রিপেয়ার করি। কিন্তু এডভান্স সিস্টেম কেয়ারের সিস্টেম ফাইল চেকার অপশনের মাধ্যমে সহজেই করাপ্ট হওয়া ফাইল রিপেয়ার করা যায়। শুধু অপারেটিং সিস্টেমের সিডি ঢুকিয়ে দিয়ে এই অপশনটি রান করুণ এরপর সব দায়িত্ব ছেড়ে দিন এডভান্স সিস্টেম কেয়ারের উপর।

এডমিন টুলসঃ

এডমিন টুলস এর ভিতরে বেশ কিছু টুলস রয়েছে। আমি এর মধ্যে উল্লেযোগ্য কিছু নিয়ে বলছি।

admin.jpg

ক্লোন্ড ফাইলস ফাইন্ডার

cloned-files-finder.jpg

সবচেয়ে আর্কষণীয় দিক হচ্ছে এডমিন টুলসের ক্লোন্ড ফাইলস ফাইন্ডার। আমাদের কম্পিউটারে এমন অনেক ফাইল-ফোল্ডার, গান বা বিভিন্ন ওয়ালপেপার একাধিকবার থাকে যা খুঁজে বের করা খুবই কষ্ঠ সাধ্য। কিন্তু এডভান্স সিস্টেম কেয়ার এর ক্লোন ফাইলস ফাইন্ডারের মাধ্যমে খুব সহজেই এধরণের ফাইল-ফোল্ডার, গান বা ওয়ালপেপার খুব সহজেই ডিলিট করা যায়। এখানে খেয়াল রাখতে হবে এখানে একটি ফাইল যতবার থাকে ততবার দেখানো হয়, যেমন-দ্বিধা নামে কোন গান তিনবার বিভিন্ন জায়গায় থাকলে তা তিনবারই শো করবে। এখানে খেয়াল রাখতে হবে আমি ফাইলটি কতবার রাখতে চাই। একটি রাখতে হলে দুটিতে টিক দিয়ে ডিলিট ফাইলসে ক্লিক করতে হবে। এভাবে খুব সহজেই একাধিক ফাইলস ডিলিট করা যায়।

অটোসাটডাউন

sut.jpg

এই অপশনের মাধ্যমে আপনি আপনার পিসি অটোসাটডাউন করতে পারবেন। এখানে নির্দিষ্ট টাইম সেট করে দিন এরপর আপনার পিসি সময়মত অটোসাটডাউন হয়ে যাবে।

ডিস্ক এক্সপ্লোরার

disk-explorer.jpg

ডিস্ক এক্সপ্লোরার বড় ধরণের ফাইল-ফোল্ডার শো করে, যা অন্য কোথাও ট্রান্সফার করা যায় অথবা ডিলিট করে ডিস্কের জায়গা বাড়ানো যায়।

সফটওয়্যার আনইন্সটলার

un.jpg

আমরা সাধারণত সফটওয়্যার আনইন্সটলের জন্য চেন্স অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করে থাকি।দেখা যায় এর মাধ্যমে সব সফটওয়্যার রিমুভ করা যায় না। এডভান্স সিস্টেম কেয়ারের সফটওয়্যার আন-ইন্সটলার অপশনে ছোট-বড় সব ধরণের সফটওয়্যার শো করবে, এবং এখান থেকে খুব সহজেই সফটওয়্যার রিমুভ করা যায়।

সার্টআপ ম্যানেজার

startup-manager.jpg

এখানে পাওয়া যাবে ঐ সব ফাইল যা পিসি ওপেনের সময় ওপেন হয়। আপনি চাইলে এগুলোকে সিলেক্ট করে সার্টআপ ম্যানেজার থেকে সরাতে পারেন। এভাবে আপনার পিসির স্পীড বাড়াতে পারেন।

দেখলেন তো এডভান্সড সিস্টেম কেয়ার কত কাজের কাজী। আমি তো বলবো অসাধারন এই এডভান্সড সিস্টেম কেয়ারকে (Advanced SystemCare) এখনই আপনার পিসির মাস্ট হেভ সফটওয়্যার বানিয়ে ফেলুন আর নিয়মিত ব্যবহার করুন। দেখবেন পিসি কীরকম মাখনের মত চলে।

মাত্র 7.26 মেগাবাইটের এই ছোট্ট সফটওয়্যারটি ইন্সটল করে ব্যবহারের মাধ্যমে পিসির স্পীড খুব সহজেই বাড়াতে পারেন।

এডভান্সড সিস্টেম কেয়ার এখান থেকে ডাউনলোড করে নিন

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগুলো বেশি disturb করে…………

Level 0

All in one খুবই কাজের ধন্যবাদ।

thanx for your information……i like it..use kore dekhbo.

Level 0

It’s really usefull. Thanks a lot

এডভান্সড সিস্টেম কেয়ারের আমি একজন চরম ফ্যান। একটা সিস্টেম ম্যামরিও অনেক কম নেয়। টিউনটাও গ্রেট হয়েছে।

খুবই ভাল এবং কাজের টিউনস।
আমরা সবেই চাই নিজের পিসিকে ভাল রাখতে, এর জন্য এ ধরনের সফটওয়্যার খুবই প্রয়োজন।
অনেক অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য।

দারুন একিট সফ্টওয়ার

Level 0

Valid registration thakle den

Level 0

Brother, its a marvelous thing. Thanks a lottttttttttttt