সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটা থিম শেয়ার করছি। আর সেটা হলো ষ্টুডিও প্রেস Aspire Pro থিম। যে কোনো ওয়েবসাইট এর জন্য এটি একটি অসাধারণ থিম। আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন।
থিমের বৈশিষ্ট :
১. ৩ টি লেআউট অনুযায়ি ভাবে আপনি সাজাতে পারবেন
২. এটার আছে কাস্টম হেডার
৩. আপনি টিউনের সাথে ফিচার্ড ইমেজ দিয়ে পারবেন
৪. এইটা একটি মোবাইল রেসপনসিভ থিম
৫. SEO ফ্রেন্ডলি থিম
৬. এইটার মধ্যে লেআউট অপসন আছে।
এইটা আমার কেনা একটা থিম। ফ্রি তে আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি। এই থিমের সাথে আপনারা জেনেসিস ফ্রেমওয়ার্ক ও ফ্রি তে পাবেন। এইটা ১০০% জেনুইন থিম। কোনো nulled থিম না। তাই ব্যবহার করতে পারবেন কোনো কনফুসিওন ছাড়া।
কিভাবে ব্যবহার করবেন Aspire Pro থিম :
প্রথমে জেনেসিস ফ্রেমওয়ার্ক ইনস্টল করুন। এরপর চাইল্ড থিম হিসেবে aspire pro থিম ইন্সটল করুন। আপনার সুবিধামতো কাস্টোমাইজ করুন।
থিম ডাউনলোড করুন এখান থেকে।
চাইল্ড থিম জেনেসিস ডাউনলোড করুন এখান থেকে।
আমার একটা ওয়েবসাইট আছে আপনার সময় থাকলে একটু ডু মেরে আসতে পারতেন এখান থেকে।
আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো কিছু নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আমি নাজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাজিম উদ্দিন, অনলাইন মার্কেটার হিসেবে গুগল এডসেন্স এ কাজ করছি। সাথে আমাজন এফিলিয়েট মার্কেটিং এ কাজ করছি। বর্তমানে আমার 8টা ওয়েবসাইট আছে। আশা করছি আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো।