আমরা যারা কম্পিউটার ব্যবহার করি নিজের কিছু ব্যক্তিগত ফাইল থাকে ।আমাদের বাসায় বা অফিসে কম্পিউটারে আন্যের প্রবেশ ঘটে ।তাই আপনার ফাইল লক করে রাখুন চোট একটি সফট ওয়্যার দিয়ে।সফটওয়্যার টি পটোবল তাই ইনষ্টল করার কোন যামেলা নেই।আপনার হাডডিস্ক এর যায়গা ও বেছে যাবে।তার চেয়ে বড় কথা খুব সহজ ভাবে আপনি ফাইল লক করতে পারবেন।
আসুন দেখি কিভাবে ফাইল লক করতে হয়।
নিচে ছবি টি দেখুন এখানে আপনি দুটি অপশন পাবেন protect default ও protect another প্রোটেট ডিপ্লট এ ক্লিক করে আপনার ডেস্কটফ এর সব গুলো ফাইল লক করতে পারবেন।
আর যদি আপনার হাডডিস্কে থাকা কোন ফাইল লক করতে চান তাহলে প্রোটেট এনাদার এ ক্লিক করুন।
যে উইন্ডোজ আসবে সেখানে আপনার ফাইল টি দেখিয়ে ওকে করুন।
এবার পাসওয়াড দিন এবং protect এ ক্লিক করুন।
হয়ে গেলো আপনার ফাইল লক।
এবার ঐ ফাইল টি ওপেন করুন দেখবেন পাসওয়াড ছাইবে পাসওয়াড দিন unprotect এ ক্লিক করুন খুলে যাবে।
আর আপনি পাসওয়াড বাদ দিতে চাইলে temporary দেখিয়ে unprotect এ ক্লিক করুন দেখুন পাসওয়াড আর নেই।
ডাউনলোড লিংক http://www.mediafire.com/?8zjcyv5j9tkx3bd
সবাইকে ধন্যবাদ।
আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট
thanx for dis . but which operating system is perfect?? is it applyable in win.7????
orange tarek
01611227005