আপনার চোখের যত্নের দায়িত্ব এখন আপনার কম্পিউটারের!

আমার জানা মতে আমার মতো অনেক মানুষ আছে যারা তাদের সারা দিনের অধিকাংশ সময়টাই ব্যয় করেন কম্পিউটারকে নিয়ে। আবার অনেকে কাজ থাকা সত্তেও কম্পিউটারের সামনে বসতে চান না। তার প্রধান কারণ হলো চোখের সমস্যা হওয়ার ভয়ে। চোখের সমস্যার অনেক কারনের মধ্যে আন্যতম একটি প্রধান কারন হলো কম্পিউটারের মনিটর। তার কারণ হলো মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য ক্ষতিকারক। তাছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তার পর চোখ ব্যাথা ও পানি পড়া শুরু করে। যদি কেমন হয় যে আপনার চোখের খেয়াল যদি কম্পিউটার রাখে? তাহলে তো খুবই ভালো আর নিরাপদ হয়। তাই না আর এ জন্যই এখন আপনাদেরকে আমি এই সফটওয়্যারটা শেয়ার করছি।

এই সফটওয়্যারটির নাম হলো F.lux । সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট।

এই সফটওয়্যারটির সব চেয়ে দৃষ্টিনন্দন বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এই কাজটা এই সফটওয়্যারটি সংয়কৃতভাবে করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে।

ডাউনলোডঃ সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট

Level 0

আমি shakil bond। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো জিনিস কিন্তু ডাউনলোড করবো কি করে ?

এটা আমি ব্যবহার করি, যাদের নাই তাদের কাজে দিবে

Level 0

ভাই ডাউনলোড লিঙ্ক ঠিক করে দিন। ডাউনলোড করতে পারসি না………।

নিচের লিংক হতে ডাউনলোড করতে পারবেন।
http://stereopsis.com/flux/flux-setup.exe

Level 0

এটা নিয়ে আগে টিউন হয়েছে।

ভালই কিন্ত বুজতে পারছিনা কি ভাবে কত টুকো setting করব।

Level 2

this is the best-est application I have ever seen before ! thanks buddy ! 🙂

Level 0

Ager tune kano repeat koren?

অনেক ধন্যবাদ।

Level 0

কাজের জিনিস….ধন্যবাদ

http://bit.ly/grLK3k
এখানে ডাউনলোড করতে পারেন

Level 0

ভাল লাগলো যারা আমার মত রাতে কাজ করে তাদের উপকারে আসবে বলে মনে করি…ধন্যবাদ…….

Level 0

Baijan ki je dilen ……….. kibabe je tanx janai……….. Bro ?

সম্পা আপুর অটো সিডিতে এটি প্রথম পেলাম । এরপর একটা অটো ডিভিডি দেোয়ার কথা ছিল । এখন কই গেল কোন খবর নাই । টিউন, কমেন্ট কোথাো নাই । নাই মানে নাইইই । =:)
>-)
:-L
[-O< ধন্যবাদ আপনাকে, নুতন দের অনেক কাজে আসবে ।

Level 0

এটা নিয়ে আগেও টেউন হয়ে ছিল। জারা পায় নাই তাদের কাজে লাগবে। ধন্যবাদ