আমরা সবাই জানি লাইভ সিডি কী? তবুও বলি লাইভ সিডি হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছাড়া সিডি থেকে বুট করে কম্পিউটার চালানো। লাইভ সিডিকে বহনযোগ্য অপারেটিং সিস্টেমও বলতে পারেন। লাইভ সিডির মাধ্যমে আপনি হার্ডডিস্ক ছাড়াই কম্পিউটারে কাজ করতে পারেন। ইন্টারনেট থেকে বিভিন্ন অপারেটিং সিস্টেমের লাইভ সিডি ডাউনলোড করা যায়। এগুলো ডাউনলোড করে সিডি রাইট করে ব্যবহার করা যায়।
কিন্তু আর কতো অন্যের লাইভ সিডি ব্যবহার করব, বলেলন? তাই নিজে নিজে তৈরি করুন লাইভ সিডি। তাহলে আর কথা নয়, আসুন শুরু করি কীভাবে তৈরি করা যায়, লাইভ সিডি।
এখন মনেকরি এক্সপির লাইভ সিডি তৈরি করব।
১. এখান থেকে পিবিল্ডার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন।
২. লাইসেন্স এগরিমেন্ট আসলে I agree করুন।
৩. Search files? ম্যাসেজ আসবে। Yes করলে কম্পিউটারে ব্যকআপ থাকা অপারেটিং সিস্টেম খুঁজবে, No করুন।
৪. আপনি উইন্ডোজের লাইভ সিডিতে ডেস্কটপ ওয়ালপেপার হিসেবে যে ছবি দেখতে চান সেটি bartpe.bmp নামে সেভ করুন।
৫. এবার ইনষ্টল করা ফোল্ডারে bartpe.bmp নামক ফাইলের উপরে রিপ্লেস করুন।
৬. এবার Plugins এ ক্লিক করুন। এখান থেকে nu2shell এবং startup group দু’টি প্লাগইন্স ডিজেবল করুন।
৭. এবার Add বাটনে ক্লিক করুন। এখান থেকে ইচ্ছামতো Plugins যুক্ত করুন।
৮. এবার Close বাটনে ক্লিক করুন।
i) স্টার্ট মেনু ও টাস্ক বার প্লাগইন্সঃ http://nchc.dl.sourceforge.net/sourceforge/winpe/xpe-1.0.7.cab
ii) Kaspersky, Avast; Nero; VLC; OpenOffice, Foxit PDF reader, Acrobat Reader ইত্যাদি প্লাগইন্সঃ
৯. এবার Source: এর ডানের বাটনে ক্লিক করুন এবং এক্সপির ফোল্ডারটি দেখিয়ে দিন।
১০. কোন তথ্য বা বহনযোগ্য সফটওয়্যার যোগ করতে চাইলে Custom: এর ডানের বাটনে ক্লিক করুন ও ফোল্ডারটি দেখিয়ে দিন।
১১. Create ISO image চেক করে পাথ এবং ফাইলের নাম দিন। তারপর Build বাটনে ক্লিক করুন।
১২. কিছুক্ষণের মধ্যে ISO image ফাইল তৈরী হবে।
১৩. এবার সিডিতে রাইট করুন।
নোটঃ সরাসরি সিডিতে রাইট না করে ISO image ফাইল তৈরী করা ভাল। কারণ কোন ভুল থাকলে সংশোধন করা যাবে, যা সরাসরি সিডিতে রাইট করলে করা যাবে না, তাছাড়া সিডিটি নষ্ট হবার সম্ভাবনাও থাকে। এবার উক্ত ISO image ফাইল সিডিতে রাইট করুন।
তাহলেই হয়ে যাবে উইন্ডোজ এক্সপি লাইভ সিডি। এই সিডি দ্বারা আপনি হার্ডডিক্স ছাড়ায় এক্সপির মতই কম্পিউটারে ঢুকতে এবং ব্যবহার করতে পারবেন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ৫০০ মণ ধন্যবাদ.....
মন্তব্য করবেন, দয়া করে...................
আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল জিনিস