নতুন বছর ২০১৮ কে আরও একটু প্রাণবন্ত করতে আপনার উইন্ডোজ কিংবা ম্যাক এর জন্য এডোবি সিসি ২০১৮ এর সবগুলো ফুল ভার্সন সফটওয়্যারের বিশাল সমাহার

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাই নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাম্প্রতিক রিলিজ হওয়া এডোবি সিসি ২০১৮ এর সবগুলো প্রোডাক্টের ফুল ফ্রি ডাইরেক্ট ডাউনলোড সম্পর্কিত আমার আজকের টিউন।

নতুন বছর মানে পুরাতনকে পেছনে ফেলে নতুন ভাবে সব কিছু শুরু করা। এ যেন পুরাতন খোলক ছেড়ে নতুন প্রাণে নতুন ভাবে বেঁচে উঠা। সব কিছুতে যখন এমন নতুনত্বের ছোঁয়া লাগছে তখন আমাদের সার্বক্ষণিক সঙ্গী কম্পিউটার বাকি থাকবে কেন? আমরা হয়তো নতুন বছরে নতুন কম্পিউটার কিনবো না। কিন্তু পুরাতন সফটওয়্যারের জীর্ণতা ফেলে কম্পিউটারকে তো নতুন ভাবে সাজাতে পারি। গ্রাফিক্স, ওয়েব কিংবা ভিডিও এডিটিং থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক কাজের অনেক সফটওয়্যারই আমরা ব্যবহার করি বিশ্ববিখ্যাত এডোবি কোম্পানির। আমাদের বাংলাদেশে এমন কম্পিউটার খুঁজে পাওয়ায় মুশকিল হবে যেখানে অন্তত একটি হলেও এডোবির প্রোডাক্ট নেই। দারুণ দারুণ সব এডোবি প্রোডাক্ট আমাদের আকৃষ্ট করলেও ফ্রিতে আমরা সে সব সফটওয়্যার ব্যবহার করতে পারি না। তাই অনেকেই হয়তো সিডিতে কেনা সফটওয়্যারের ব্যাক ডেইটেট ভার্সন ব্যবহার করেন। কিন্তু সেই সময়ের সমাপ্তি টেনে আজ আপনাদের জন্য হাজির হয়েছি এডোবির সবগুলো সফটওয়্যারের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিয়ে আমার আজকের টিউন। টিউনটি যতোটা সম্ভব শেয়ার করার মাধ্যমে আপনার প্রিয়জনদের কাছেও পৌঁছে দেবেন আমার আজকের উপহার; এই টিউন থেকে আজ অন্তত এটাই আমার প্রত্যাশা। তো দেরি না করে চলুন শুরু করা যাক।

তবে যারা পুরাতন সফটওয়্যার ভালোবাসেন তাদের জন্য রয়েছে এর পূর্ববর্তী ৩টি ভার্সন নিয়ে আমার পূর্ববর্তী তিনটি টিউন। সময় থাকলে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারগুলো দেখে রাখতে পারেন।

ডাউনলোড করুন এডোবির সব প্রোডাক্ট


এডোবি এর সবগুলো ভার্সনের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। আপনার কাজ শুধু পছন্দ মতো প্রোডাক্ট ডাউনলোড করা। ডাউনলোডের ক্ষেত্রে পর্যাপ্ত ডাটা ব্যাকআপ নিয়ে ডাউনলোড শুরু করুন। কারন এখানে ছোট আকারের কোন ফাইল নেই।

ডাউনলোডের পূর্বে অবশ্যই যে কাজগুলো করতে হবেঃ

এডোবির এই প্রোডাক্টগুলো আমরা এডোবির নিজস্ব সাইট হতে ডাউনলোড করবো। একারনে আপনার অবশ্যই একটি এডোবি ফ্রি-অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাডোবি অ্যাকাউন্ট ছাড়া যদি নিচের কোন লিংক ব্যবহার করেন সেক্ষেত্রে access denied অথবা অন্যান্য এরর মেসেজ দেখাবে। সুতরাং কোন ঝামেলা ছাড়া সফটওয়্যারগুলো ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।

  • টেবিলের যেকোন লিংকে প্রবেশ করার আগে প্রথমে এখানে ক্লিক করুন। এটা খুবই জরুরী, না হলে access denied অথবা অন্য মেসেজ দেখবেন।
  • যদি আপনাকে এডোবি আইডি দিয়ে লগইন করতে বলে, তাহলে একটু সময় নিয়ে একটি অ্যাডোবি আইডি তৈরী করুন।
  • এডোবির প্রোডাক্ট ডাউনলোড করার জন্য তাঁরা আপনার কম্পিউটার ব্রাউজারে সেশন কুকি সেট করে দিবে। তাই এডোবি আইডি ব্যবহার না করলে সম্পূর্ণ সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না হয়তো।
  • এবার নিচের টেবিলের লিংকগুলো ব্যবহার করে নিশ্চিন্তে ডাউনলোড করুন।

Creative Cloud 2018 – ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক

Adobe CC 2018 Direct DownloadsWindowsMac OS
SizeInstallerSizeInstaller
এডোবি সিসির অন্যন্য ভার্সনগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে আমার টিউনের লিঙ্কগুলো থেকে (এডোবি সিসি ২০১৭ | এডোবি সিসি ২০১৫ | এডোবি সিসি ২০১৪) ডাউনলোড করতে পারবেন।

সিস্টেম রিকোয়ারমেন্ট: (উইন্ডোজ)

  • Intel® Core 2 or AMD Athlon® 64 processor; 2 GHz or faster processor
  • Microsoft Windows 7 with Service Pack 1, Windows 8.1, or Windows 10
  • 2 GB or more of RAM (8 GB recommended)
  • 2.6 GB or more of available hard-disk space for 32-bit installation.
  • 3.1 GB or more of available hard-disk space for 64-bit installation.
  • 1024 x 768 display (1280x800 recommended) with 16-bit color.
  • 512 MB or more of dedicated VRAM; 2 GB is recommended*

সিস্টেম রিকোয়ারমেন্ট: (ম্যাক)

  • Multicore Intel processor with 64-bit support
  • macOS version 10.13 (High Sierra), macOS version 10.12 (Sierra), or Mac OS X version 10.11.
  • 2 GB or more of RAM (8 GB recommended)
  • 4 GB or more of available hard-disk space for installation.
  • 1024 x 768 display (1280x800 recommended) with 16-bit color.
  • 512 MB or more of dedicated VRAM; 2 GB is recommended*
  • OpenGL 2.0-capable system
Photoshop CC 2018 (32-bit)1.3 GBDownload
Photoshop CC 2018 (64-bit)1.6 GBDownload1.5 GBDownload
Lightroom CC 2018809 MBDownload876 MBDownload
Lightroom Classic CC 20181.2 GBDownload1.2 GBDownload
Illustrator CC 2018 (32-bit)1.9 GBDownload
Illustrator CC 2018 (64-bit)2.0 GBDownload2.0 GBDownload
InDesign CC 2018 (32-bit)877 MBDownload
InDesign CC 2018 (64-bit)929 MBDownload883 MBDownload
InCopy CC 2018 (32-bit)864 MBDownload
InCopy CC 2018 (64-bit)914 MBDownload869 MBDownload
Dreamweaver CC 2018 (32bit)741 MBDownload
Dreamweaver CC 2018 (64bit)784 MBDownload769 MBDownload
Adobe Muse CC 2018771 MBDownload707 MBDownload
Animate CC 2018 (Flash Pro)1.5 GBDownload1.7 GBDownload
Dimension CC 20181.4 GBDownload1.3 GBDownload
Adobe XD CC 2018***
Character Animator CC 2018720 MBDownload794 MBDownload
Premiere Pro CC 20181.4 GBDownload1.5 GBDownload
After Effects CC 20181.7 GBDownload1.7 GBDownload
Audition CC 2018572 MBDownload672 MBDownload
Prelude CC 2018731 MBDownload800 MBDownload
Media Encoder CC 20181.3 GBDownload1.3 GBDownload
Bridge CC 2018 (32-bit)822 MBDownload
Bridge CC 2018 (64-bit)954 MBDownload868 MBDownload
SpeedGrade CC 2015339 MBDownload360 MBDownload
Edge Animate CC 2015149 MBDownload*137 MBDownload*
Fuse CC (Beta)3.8 GBDownload3.8 GBDownload
Adobe Scout CC18 MBDownload13 MBDownload
CC Desktop App (v. 4.3.0.256)305 MBDownload*258 MBDownload*
Other Tools Included in Creative Cloud 2018
Acrobat Pro DC 2018 (32bit)677 MBDownload*551 MBDownload*
Adobe Camera Raw 10.0263 MBDownload220 MBDownload
Flash Builder 4.7 Prem. (32bit)1.0 GBDownload
Flash Builder 4.7 Prem. (64bit)1.0 GBDownload1.1 GBDownload
Fireworks CS6438 MBDownload*627 MBDownload*
Encore CS6 (readme)1.1 GBDownload*1.6 GBDownload*
ExtendScript Toolkit CC94 MBDownload96 MBDownload
Adobe Gaming SDK 1.4296 MBDownload315 MBDownload
Touch App Plugins4 MBDownload8 MBDownload
Creative Cloud Packager326 MBDownload*147 MBDownload*

ইনস্টলেশন এবং একটিভেশন


আশা করছি আপনারা সফলভাবে ডাউনলোড নির্দেশনা মেনে সফটওয়্যারগুলোর জিপ ফাইল ডাউনলোড করতে পেরেছেন। এবার ডাউনলোড করা ফাইলগুলোকে ইনস্টল এবং একটিভেট করার পালা। একটিভেশন এর জন্য প্রয়োজন হবে বরাবরের মতোই মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে এখনি মেডিসিন ফাইলটি ঝটপট ডাউনলোড করে নিন। মেডিসিন ফাইলের সাইজ মাত্র ১.৬৯ মেগাবাইট। তাই  আপনারা যারা সফটওয়্যার ডাউনলোড করতে করতে ক্লান্ত তাদের আর বেশি কষ্ট করতে হবে না।

এডোবির মেডিসিন ফাইলগুলো ডাউনলোড করতে ক্লিক করুন _ উইন্ডোজ | ম্যাক 
  • মেডিসিন ফাইল ডাউনলোড শেষ হলে কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করুন। এবং মেডিসিন ফাইলের ফেতরে থাকা Disable Activation.cmd ফাইলটি রান করুন। অথবা কম্পিউটারের ‍“C:\Windows\System32\drivers\etc” লোকেশনা থাকা Hosts ফাইলে নিচের লাইনগুলো যুক্ত করে দিন।

127.0.0.1 na1r.services.adobe.com
127.0.0.1 hlrcv.stage.adobe.com
127.0.0.1 lmlicenses.wip4.adobe.com
127.0.0.1 lm.licenses.adobe.com
127.0.0.1 activate.adobe.com
127.0.0.1 practivate.adobe.com

হোস্ট ফাইল কীভাবে এডিট করতে হয় সেটা না জানলে আমার নিচের টিউনগুলো এক নজরে দেখে নিন। হোস্ট ফাইল সম্পর্কে যাবতীয় তথ্য এবং এডিট করার সমস্ত প্রক্রিয়া আপনারা টিউন দুটি থেকে জানতে পারবেন।

এডোবির যেকোন সফটওয়্যার ইনস্টল এবং একটিভেশন

আমি এই টিউনে একটি এডোবি প্রোডাক্ট একটিভেট করে দেখাবো। বাকিগুলোও একই ধরনের তাই আপনারা নিজে নিজে সেগুলো একটিভেট করে নিতে পারবেন। তো চলুন একটিভেশন প্রক্রিয়া শুরু করা যাক। প্রথমে কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে ডাউনলোড করা এডোবি সফটওয়্যারের Setup.exe ফাইলটি রান করুন। এবং প্রচলিত সিস্টেম অনুযায়ী ট্রায়াল ভার্সন হিসাবে সফটওয়্যারটি ইনস্টল করে নিন। ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি ট্রায়াল হিসাবেই রান করুন এবং ওপেন হওয়ার পরে বন্ধ করে ফেলুন। (আশা করছি এডোবি সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা জানেন। না জানলে টিউনে উল্লেখিত বিগত বছরের টিউনগুলো দেখুন)

  • এবার ডাউনলোড করা মেডিসিন ফোল্ডার থেকে Medicine.exe ফাইলটি এডমিন হিসাবে রান করুন। মেডিসিনটি রান হলে চিত্রে দেখানো পদ্ধতিতে যে সফটওয়্যারটি ফুল ভার্সন করবেন তার ২০১৭ ভার্সনটি সিলেক্ট করুন। চিন্তার কিছু নেই ২০১৭ ভার্সন দিয়েই ২০১৮ ভার্সন একটিভ হবে। আমি ফটোশপ সিসি ২০১৭ সিলেক্ট করলাম।

  • এখন ইনস্টল বাটনে ক্লিক করলে নিচের মতো amtlib.dll ফাইলটি দেখিয়ে দিতে বলবে যা আমরা সফটওয়্যারটির ইনস্টলেশন ডিরেক্টরিতে (C:\Program Files\Adobe\Adobe Photoshop CC 2017) পাবো। এবার ফাইলটি ওপেন করলেই আপনার কাজ শেষ।

  • নোটপ্যাডে যাই লেখা আসুক সেটা ক্লোজ করে সফটওয়্যারটি ওপেন করুন আর দেখুন মজা। আপনার সফটওয়্যারটি একটিভেট হয়ে গেছে।

আশা করছি শেষ পর্যন্ত আপনি সফলভাবে সফটওয়্যারটি ফুল ভার্সন ইনস্টল করতে পেরেছেন। আর আমিও সফলভাবে টেকটিউনসে চতুর্থবারের মতো এডোবির সবগুলো সফটওয়্যার নিয়ে আমার চতুর্থ টিউনটি শেষ করলাম। টিউনটি থেকে আপনারা উপকৃত হলেই শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করার কষ্টটুকু লাঘব হবে।

টেকটিউনসে নতুন লেআউটে এটাই আমার প্রথম টিউন। মোটামুটি বলতে গেলে টিউন করতে ভালোই কষ্ট হয়েছে সাইটের স্লো রেসপন্স এর কারণে। তবুও বহুদিন পর টেকটিউনস কমিউনিটির জন্য একটা টিউন করতে পারার আনন্দটাও কম না। টেকটিউনসে নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে যা আমাকে চমৎকৃত করেছে। টিউনে জোস করার ফিচার রয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট এর অপশনও চালু করেছে। আশা করি টেকটিউনস কমিউনিটিতে আমার টিউনের পাঠকরা আমাকে ফ্রেন্ড হিসাবে এড করে নিবেন। এবং অবশ্যই টিউন ভালো লাগলে জোস বাটন চাপতে ভুলবেন না। (জাস্ট কিউরিওসিটি আর কি!) যাহোক, ব্যক্তিগত ব্যস্ততার কারণে টিউন করতে পারি না ঠিকই তবে ২০০টি টিউন পূর্ণ করবোই ইনশাল্লাহ্। আল্লাহ্ যদি বাঁচিয়ে রাখে তাহলে আরও ১৯টা টিউন দেখতে পাবেন সামনের দিনগুলোতে। কতোদিন লাগবে সেটা আল্লাহ্ ভালো জানে। আমার জন্য সবাই দোয়া করবেন।

শেষ কথা


টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।  সর্বশেষ যে কথাটি বলবো, কপি পেস্ট টিউন করা বন্ধ করুন এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Facebook | Twitter | LinkedIn | Google+ | Subscribe Me | Send Me E-mail

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, প্রতিবছর আপনার বদৌলতেই এই সফটগুলো আপডেট করি, নাহলে বিশেষ কোন ইচ্ছা থাকে না! নিজে থেকে আর অ্যাক্টিভেটর খুঁজে কাজ করা সম্ভব হয় না!!

    স্বাগতম বোরহান ভাই, আমিও যেন প্রতিবছর শুধু এই টিউনটা করার জন্যই ফিরে আসি। পাশে থাকার জন্য ধন্যবাদ।

এডোবি সফটওয়্যার ক্র্যাক করা সর্বপ্রথম আপনার ২০১৫ সালের ডাউনলোড টিউন থেকেই শিখেছি ;)। ধন্যবাদ এখন ২০১৮ ফটোশপ ডাউনলোড করব ।

এমন টিউনের জন্য সত্যি বলতে কিছু বলার মত বিশেষণ পাই না যেন, তাই এই অসাধারণ টিউনকে অতি সাধারণ বিশেষণে কেবল ‘খুব ভালো হয়েছে’ বললাম

32 bit, Windows 7
Setup এ ক্লিক করলে
Application error আসে।
the application was unable to start correctly 0xc00005
কি করব,জানাবেন প্লিজ

সত্যিই অসাধারন !

বেলায় বেলায় এতদিনে যে কত যুগ কেটে গেছে- যোগ্য একটা টিউনেও কমেন্ট না করার আক্ষেপ ভাবছিলাম এ জন্মে আর শেষ হবে না……..কাঁথা-বালিশ গোছাচ্ছিলাম জীবনানন্দের পথে হাঁটব বলে……..অমনি বটের তলায় কিনা আপনার দেখা! তাও বছরের অন্যতম কাঙ্খিত টিউনে! টিউমেন্ট করতে পেরে হালকা লাগছে- এই সুযোগে আবার প্রোফাইল ফডুখানাও নবায়ন করলাম কিনা!

বহুদিন পর পর কী যে মনে করে “ভুল করে” টিটিতে আসি, নিজেও জানি না…….বতর্মানের বিচ্ছিরি আর সম্ভবত গোঁয়ার টিটিতে ঢুকতে আসলেই বাধে……জৌলুসটা যে কবে ফেরত আসবে বুঝতে পারিনা…….তারপরও হয়তো অনেকদিন পর পর আসব- আর মনোভঙ্গের কষ্টটা বয়ে বেড়াব।

আপনার মতো প্রাচীন কালজয়ী টিউনারকে আমার পছন্দে পিঁয়াজকলির শুভেচ্ছা দিলাম…….গরম ভাতের সঙ্গে ঘি-মরিচ সহযোগে ভোজন করবেন 🙂

    এমন একটা সময়ে আপনি টিউমেন্ট করেছেন যে আমি নিজেই টেকটিউনস ভিজিট করা ছেড়ে দিয়েছি। টিটির বিষয়ে যা বলেছেন তার উত্তর হলো টিটিতে যা হারাতে দেখেছি তা আর ফেরত আসেনি কোনদিন। আসবে বলেও মনে হয় না। একটা অসাধারণ প্লাটফর্ম কিছু অর্থলোভী অদক্ষ মানুষের কারণে নষ্ট হয়ে গেল! কিছুই বলার নাই আসলে। বর্তমান প্রজন্মের খুব কম মানুষই এখন টেকটিউনস চিনে। টেকটিউনস যদিও বা কোনদিন ঠিক হয় তবু সেটা দেখার জন্য কেউ আসবে বলে মনে হয় না।

    যাহোক, টেকটিউনস কেমন থাকলো সেটা বড় কথা না। টেকটিউনসের বদৌলতে আপনার মতো অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, দিনশেষে প্রাপ্তির খাতায় এতোটুকুই যোগ হলো। ভালো থাকবেন প্রিয় নিটোল ভাইয়া।

vaia amr install error code : 190 dakacha…help?

baiyya ..
” after effect the licencing library emcounterd an error, you may need to reinstall” ei msg ta dekachhe.. plz help as soon as possible..
all procedure apnar motui follow kora hoise.. koiekbar try korlam

ধন্যবাদ #ফাহাদ ভাই

Vai EKta Download Link O Kaj Korche Na. Plz Update!!

Onek dhonnobad. Great Tune

Level 0

আপনার দেখানো নিয়মে ফটোশপ এক্টিভেট করতে পারছি। কিন্তু আফটার ইফেক্টটা হচ্ছে না। একটু দেখবেন প্লিজ?

Level 0

আফটার ইফেক্টট ইন্সটল হচ্ছে না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমি সফল হলাম।

Your licence could not be validated.Audition must now shut down. (PQ900 257) সবগুলো হইসে কিন্তু অডিসন টা ক্রাক হচ্ছে না ভাই।

ভাইয়া এতকষ্ট করে টিউন করার জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ ভাইয়া আমি ইলাস্ট্রেটর এর সেটাপ ফাইলাটা ডাউনলোড করেছি কিন্তু মেডিসিন ফাইল ডাউনলোড করতে গেলে ভাইরাস এফেক্টেড সো হচ্ছে একটু ঠিক করে দিলে খুবই উপকৃত হবো। ধন্যবাদ ভাইয়া

Level 0

আফটার ইফেক্ট চালু হচ্ছে না ভাই। এই ম্যাসেজ দেখাচ্ছে: After Effects: The licensing library encountered an error; you may need to reinstall. ইনস্টলেশন প্রসেস সব ঠিকভাবেই ফলো করেছি। ফটোশপ আর ইলাস্ট্রেটর ঠিক আছে। একটু হেল্প করুন।

dada vai adobe photoshop cc 2018 ki bhabe install korbo tar kono video ache tahole video link ta din plz….amar email eu dite [email protected]

ভাই, আমার এডোবি এক্সডি টা খুব দরকার, এবং দূর্ভাগ্যজনক ব্যাপার হলো শুধুমাত্র এক্সডির লিংকটাই নেই!
এ ব্যাপারে যদি একটু সাহায্য করতেন তাহলে উপকৃত হতাম।

ধন্যবাদ।