সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাই নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাম্প্রতিক রিলিজ হওয়া এডোবি সিসি ২০১৮ এর সবগুলো প্রোডাক্টের ফুল ফ্রি ডাইরেক্ট ডাউনলোড সম্পর্কিত আমার আজকের টিউন।
নতুন বছর মানে পুরাতনকে পেছনে ফেলে নতুন ভাবে সব কিছু শুরু করা। এ যেন পুরাতন খোলক ছেড়ে নতুন প্রাণে নতুন ভাবে বেঁচে উঠা। সব কিছুতে যখন এমন নতুনত্বের ছোঁয়া লাগছে তখন আমাদের সার্বক্ষণিক সঙ্গী কম্পিউটার বাকি থাকবে কেন? আমরা হয়তো নতুন বছরে নতুন কম্পিউটার কিনবো না। কিন্তু পুরাতন সফটওয়্যারের জীর্ণতা ফেলে কম্পিউটারকে তো নতুন ভাবে সাজাতে পারি। গ্রাফিক্স, ওয়েব কিংবা ভিডিও এডিটিং থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক কাজের অনেক সফটওয়্যারই আমরা ব্যবহার করি বিশ্ববিখ্যাত এডোবি কোম্পানির। আমাদের বাংলাদেশে এমন কম্পিউটার খুঁজে পাওয়ায় মুশকিল হবে যেখানে অন্তত একটি হলেও এডোবির প্রোডাক্ট নেই। দারুণ দারুণ সব এডোবি প্রোডাক্ট আমাদের আকৃষ্ট করলেও ফ্রিতে আমরা সে সব সফটওয়্যার ব্যবহার করতে পারি না। তাই অনেকেই হয়তো সিডিতে কেনা সফটওয়্যারের ব্যাক ডেইটেট ভার্সন ব্যবহার করেন। কিন্তু সেই সময়ের সমাপ্তি টেনে আজ আপনাদের জন্য হাজির হয়েছি এডোবির সবগুলো সফটওয়্যারের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিয়ে আমার আজকের টিউন। টিউনটি যতোটা সম্ভব শেয়ার করার মাধ্যমে আপনার প্রিয়জনদের কাছেও পৌঁছে দেবেন আমার আজকের উপহার; এই টিউন থেকে আজ অন্তত এটাই আমার প্রত্যাশা। তো দেরি না করে চলুন শুরু করা যাক।
তবে যারা পুরাতন সফটওয়্যার ভালোবাসেন তাদের জন্য রয়েছে এর পূর্ববর্তী ৩টি ভার্সন নিয়ে আমার পূর্ববর্তী তিনটি টিউন। সময় থাকলে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারগুলো দেখে রাখতে পারেন।
এডোবি এর সবগুলো ভার্সনের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। আপনার কাজ শুধু পছন্দ মতো প্রোডাক্ট ডাউনলোড করা। ডাউনলোডের ক্ষেত্রে পর্যাপ্ত ডাটা ব্যাকআপ নিয়ে ডাউনলোড শুরু করুন। কারন এখানে ছোট আকারের কোন ফাইল নেই।
এডোবির এই প্রোডাক্টগুলো আমরা এডোবির নিজস্ব সাইট হতে ডাউনলোড করবো। একারনে আপনার অবশ্যই একটি এডোবি ফ্রি-অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাডোবি অ্যাকাউন্ট ছাড়া যদি নিচের কোন লিংক ব্যবহার করেন সেক্ষেত্রে access denied অথবা অন্যান্য এরর মেসেজ দেখাবে। সুতরাং কোন ঝামেলা ছাড়া সফটওয়্যারগুলো ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
Adobe CC 2018 Direct Downloads | Windows | Mac OS | |||
---|---|---|---|---|---|
Size | Installer | Size | Installer | ||
এডোবি সিসির অন্যন্য ভার্সনগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে আমার টিউনের লিঙ্কগুলো থেকে (এডোবি সিসি ২০১৭ | এডোবি সিসি ২০১৫ | এডোবি সিসি ২০১৪) ডাউনলোড করতে পারবেন। সিস্টেম রিকোয়ারমেন্ট: (উইন্ডোজ)
সিস্টেম রিকোয়ারমেন্ট: (ম্যাক)
| |||||
Photoshop CC 2018 (32-bit) | 1.3 GB | Download | |||
Photoshop CC 2018 (64-bit) | 1.6 GB | Download | 1.5 GB | Download | |
Lightroom CC 2018 | 809 MB | Download | 876 MB | Download | |
Lightroom Classic CC 2018 | 1.2 GB | Download | 1.2 GB | Download | |
Illustrator CC 2018 (32-bit) | 1.9 GB | Download | |||
Illustrator CC 2018 (64-bit) | 2.0 GB | Download | 2.0 GB | Download | |
InDesign CC 2018 (32-bit) | 877 MB | Download | |||
InDesign CC 2018 (64-bit) | 929 MB | Download | 883 MB | Download | |
InCopy CC 2018 (32-bit) | 864 MB | Download | |||
InCopy CC 2018 (64-bit) | 914 MB | Download | 869 MB | Download | |
Dreamweaver CC 2018 (32bit) | 741 MB | Download | |||
Dreamweaver CC 2018 (64bit) | 784 MB | Download | 769 MB | Download | |
Adobe Muse CC 2018 | 771 MB | Download | 707 MB | Download | |
Animate CC 2018 (Flash Pro) | 1.5 GB | Download | 1.7 GB | Download | |
Dimension CC 2018 | 1.4 GB | Download | 1.3 GB | Download | |
Adobe XD CC 2018 | — | * | * | * | |
Character Animator CC 2018 | 720 MB | Download | 794 MB | Download | |
Premiere Pro CC 2018 | 1.4 GB | Download | 1.5 GB | Download | |
After Effects CC 2018 | 1.7 GB | Download | 1.7 GB | Download | |
Audition CC 2018 | 572 MB | Download | 672 MB | Download | |
Prelude CC 2018 | 731 MB | Download | 800 MB | Download | |
Media Encoder CC 2018 | 1.3 GB | Download | 1.3 GB | Download | |
Bridge CC 2018 (32-bit) | 822 MB | Download | |||
Bridge CC 2018 (64-bit) | 954 MB | Download | 868 MB | Download | |
SpeedGrade CC 2015 | 339 MB | Download | 360 MB | Download | |
Edge Animate CC 2015 | 149 MB | Download* | 137 MB | Download* | |
Fuse CC (Beta) | 3.8 GB | Download | 3.8 GB | Download | |
Adobe Scout CC | 18 MB | Download | 13 MB | Download | |
CC Desktop App (v. 4.3.0.256) | 305 MB | Download* | 258 MB | Download* | |
Other Tools Included in Creative Cloud 2018 | |||||
Acrobat Pro DC 2018 (32bit) | 677 MB | Download* | 551 MB | Download* | |
Adobe Camera Raw 10.0 | 263 MB | Download | 220 MB | Download | |
Flash Builder 4.7 Prem. (32bit) | 1.0 GB | Download | |||
Flash Builder 4.7 Prem. (64bit) | 1.0 GB | Download | 1.1 GB | Download | |
Fireworks CS6 | 438 MB | Download* | 627 MB | Download* | |
Encore CS6 (readme) | 1.1 GB | Download* | 1.6 GB | Download* | |
ExtendScript Toolkit CC | 94 MB | Download | 96 MB | Download | |
Adobe Gaming SDK 1.4 | 296 MB | Download | 315 MB | Download | |
Touch App Plugins | 4 MB | Download | 8 MB | Download | |
Creative Cloud Packager | 326 MB | Download* | 147 MB | Download* |
আশা করছি আপনারা সফলভাবে ডাউনলোড নির্দেশনা মেনে সফটওয়্যারগুলোর জিপ ফাইল ডাউনলোড করতে পেরেছেন। এবার ডাউনলোড করা ফাইলগুলোকে ইনস্টল এবং একটিভেট করার পালা। একটিভেশন এর জন্য প্রয়োজন হবে বরাবরের মতোই মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে এখনি মেডিসিন ফাইলটি ঝটপট ডাউনলোড করে নিন। মেডিসিন ফাইলের সাইজ মাত্র ১.৬৯ মেগাবাইট। তাই আপনারা যারা সফটওয়্যার ডাউনলোড করতে করতে ক্লান্ত তাদের আর বেশি কষ্ট করতে হবে না।
127.0.0.1 na1r.services.adobe.com
127.0.0.1 hlrcv.stage.adobe.com
127.0.0.1 lmlicenses.wip4.adobe.com
127.0.0.1 lm.licenses.adobe.com
127.0.0.1 activate.adobe.com
127.0.0.1 practivate.adobe.com
হোস্ট ফাইল কীভাবে এডিট করতে হয় সেটা না জানলে আমার নিচের টিউনগুলো এক নজরে দেখে নিন। হোস্ট ফাইল সম্পর্কে যাবতীয় তথ্য এবং এডিট করার সমস্ত প্রক্রিয়া আপনারা টিউন দুটি থেকে জানতে পারবেন।
আমি এই টিউনে একটি এডোবি প্রোডাক্ট একটিভেট করে দেখাবো। বাকিগুলোও একই ধরনের তাই আপনারা নিজে নিজে সেগুলো একটিভেট করে নিতে পারবেন। তো চলুন একটিভেশন প্রক্রিয়া শুরু করা যাক। প্রথমে কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে ডাউনলোড করা এডোবি সফটওয়্যারের Setup.exe ফাইলটি রান করুন। এবং প্রচলিত সিস্টেম অনুযায়ী ট্রায়াল ভার্সন হিসাবে সফটওয়্যারটি ইনস্টল করে নিন। ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি ট্রায়াল হিসাবেই রান করুন এবং ওপেন হওয়ার পরে বন্ধ করে ফেলুন। (আশা করছি এডোবি সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা জানেন। না জানলে টিউনে উল্লেখিত বিগত বছরের টিউনগুলো দেখুন)
আশা করছি শেষ পর্যন্ত আপনি সফলভাবে সফটওয়্যারটি ফুল ভার্সন ইনস্টল করতে পেরেছেন। আর আমিও সফলভাবে টেকটিউনসে চতুর্থবারের মতো এডোবির সবগুলো সফটওয়্যার নিয়ে আমার চতুর্থ টিউনটি শেষ করলাম। টিউনটি থেকে আপনারা উপকৃত হলেই শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করার কষ্টটুকু লাঘব হবে।
টেকটিউনসে নতুন লেআউটে এটাই আমার প্রথম টিউন। মোটামুটি বলতে গেলে টিউন করতে ভালোই কষ্ট হয়েছে সাইটের স্লো রেসপন্স এর কারণে। তবুও বহুদিন পর টেকটিউনস কমিউনিটির জন্য একটা টিউন করতে পারার আনন্দটাও কম না। টেকটিউনসে নতুন অনেক ফিচার যুক্ত হয়েছে যা আমাকে চমৎকৃত করেছে। টিউনে জোস করার ফিচার রয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট এর অপশনও চালু করেছে। আশা করি টেকটিউনস কমিউনিটিতে আমার টিউনের পাঠকরা আমাকে ফ্রেন্ড হিসাবে এড করে নিবেন। এবং অবশ্যই টিউন ভালো লাগলে জোস বাটন চাপতে ভুলবেন না। (জাস্ট কিউরিওসিটি আর কি!) যাহোক, ব্যক্তিগত ব্যস্ততার কারণে টিউন করতে পারি না ঠিকই তবে ২০০টি টিউন পূর্ণ করবোই ইনশাল্লাহ্। আল্লাহ্ যদি বাঁচিয়ে রাখে তাহলে আরও ১৯টা টিউন দেখতে পাবেন সামনের দিনগুলোতে। কতোদিন লাগবে সেটা আল্লাহ্ ভালো জানে। আমার জন্য সবাই দোয়া করবেন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো, কপি পেস্ট টিউন করা বন্ধ করুন এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
Facebook | Twitter | LinkedIn | Google+ | Subscribe Me | Send Me E-mail
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, প্রতিবছর আপনার বদৌলতেই এই সফটগুলো আপডেট করি, নাহলে বিশেষ কোন ইচ্ছা থাকে না! নিজে থেকে আর অ্যাক্টিভেটর খুঁজে কাজ করা সম্ভব হয় না!!