কোনো প্রকার সফটওয়ার ছারাই ফোল্ডার লক করুন
লক ফোল্ডার তৈরী করার জন্য প্রথমে দুইটি ব্যাচ ফাইল বানাতে হবে।
১. প্রথম ব্যাচ ফাইল এর নাম লক (Lock)
২. দ্বিতীয় ব্যাচ ফাইল এর নাম আন-লক (Unlock)
এবার একটি নতুন ফোল্ডার তৈরী করুন যেখানে আপনার ফাইল সুরক্ষিত করতে চান।
যে ফোল্ডারটি লক করবেন তার নাম দিন Lock । (পরে আপনার ইচ্ছা মত বদলে নিতে পারবেন।)
লক ব্যাচ ফাইল তৈরীর পদ্ধতি -
প্রথমে একটি নতুন নোট প্যাড খুলে নিছের কোড কপি করে পেস্ট করুন। এবং নোট প্যাডটি lock.bat extension এ স্যাভ করুন।
ren lock lock.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
পরে lock lock এর পরিবর্তে আপনার পছন্দের নাম ব্যাবহার করতে পারবেন।
আন-লক ব্যাচ ফাইল তৈরীর পদ্ধতি -
প্রথমে একটি নতুন নোট প্যাড খুলে নিছের কোড কপি করে পেস্ট করুন। এবং নোট প্যাডটি Unlock.bat extension এ স্যাভ করুন।
ren lock.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} lock
পরে lock এর পরিবর্তে আপনার পছন্দের নাম ব্যাবহার করতে পারবেন।
এবার lock.bat এ ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডারটি লক হয়ে যাবে এবং Control Panel Folder হয়ে যাবে। (তার ভেতরের ফাইল কেউই দেখতে পারবেনে।)
এবং Unlock.bat এ ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডারটি আন-লক হয়ে যাবে এবং(তার ভেতরের ফাইল আবার ফিরে আসবে।)
আমার বানান স্যাম্পল ফাইল দেখার জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন এবং ডাউনলোড করুন
http://www.4shared.com/file/104651824/aa9c6c6b/Sample.html
এ পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার প্যান ড্রাইভ এর
ও যে কোন ফোল্ডার লক করতে পারবেন। (পরিক্ষীত)
আমি --রাফি--। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো জিনিস, ধন্যবাদ।
কিন্তু ফোল্ডারটি ডিলিট করা যাচ্ছে, সেটা কিভাবে ঠেকানো যায় জানাবেন কি?