অ্যাভাস্ট নিয়ে বিপদে পড়েনি এমন মানুষ খুব কম আছে। আমিও অ্যাভাস্ট আন্সটল করার সময় বিপদে পরেছিলাম,
অ্যাভাস্ট আন্সটল করার পরও তার সব প্রোগ্রাম ফাইলে থেকে যাই, এবং তা সহজে ডিলিট করা যায় না। অনেক গুগল করেও পাই নি তাই নিজে একটা পদ্ধতি বের করি তা আজ আমি শেয়ার করবো।
আজ আমি দেখাবো কিভাবে অ্যাভাস্ট ফুল আন্সটল করবেন।
প্রথমে আমাদের একটা আন্সটলার সফটওয়্যার লাগবে, আমি Revo Uninstaller ব্যবহার করবো, তো শুরু করা যাক।
এখান থেকে Revo Uninstaller ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে রান করেন নিচের মতো একটা উইন্ডো দেখবেন সেখান থেকে অ্যাভাস্ট এর উপর ডাবল ক্লিক করেন।
বিল্ড ইন আন্সটলার দিয়ে আন্সটল হবে তারপর Scanning Modes থেকে Advanced সিলেক্ট করে Scan করুন তারপর যা যা আসবে সন সিলেক্ট করে ডিলিট করে দিয়ে নেক্সট করুন।
তারপর রেজিস্ট্রি আসবে ডিলিট করে দিন তারপর ফিনিস ক্লিক করুন।
তারপরও যদি কোন ফাইল থেকে যাই উইন্ডোজ সেফ মোডে বুট (কিভাবে সেফ মুডে বুট করবেন এখান থেকে শিখে নিন) করে প্রোগ্রাম ফাইল থেকে সব ডিলিট করে দিন আশা করি সমস্যা সমাধান হবে।
কোন ভুল হলে ক্ষমা করবেন আর অবশ্যই ভুল ধরিয়ে দিবেন 🙂 🙂
☺ধন্যবাদ☺
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।