ব্যস্ততার কারনে নিয়মিত সব সাইটে ঢুঁ মারা হয়না। নেটদুনিয়ার সমুদ্রবিশাল তথ্যসাগরে ডুব দিয়ে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিষপত্র খোঁজার ঝামেলায় না গিয়ে গুরুত্বপূর্ন খবরগুলো ছোট পরিসরে মাসিক ম্যাগাজিনে পেয়ে যাই আর যে কোন ব্লগসাইটের তুলনায় ম্যাগাজিনে তথ্যগুলো খুব গুছিয়ে সাজানো থাকে।
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
বাংলাদাশের কিছু টেকি ম্যাগাজিন পড়েছিলাম। মেজাজ বিগড়ে গেছে। মনে হয়ছিলো সম্পাদক এর মুখে থুতু মারি। প্রবন্ধ লেখার স্টাইল দেখে মনে হয় যেন স্কুলে টিচার লিখতে দিয়েছে তাই লিখছে। অনেকটা এরকম> “আমাদের দেশে অনেকরকম টেকি ম্যাগাজিন আছে। নিম্ন বিস্তারিত আলোচনা করা হলো” । এছাড়া বানান শুদ্ধ আছে এমন কোন পেজ নাই।