নেট টাটস প্লাস এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল [পি.এস.ডি->এইচ.টি.এম.এল->ওয়ার্ডপ্রেস]( প্রিমিয়াম )

নেট টাটস প্লাস এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল ( প্রিমিয়াম )

download

পি.এস.ডি থেকে এইচ.টি.এম.এল থেকে ওয়ার্ডপ্রেস। এটি একটি প্রিমিয়াম টিউটোরিয়াল। অর্থাত্ এগুলোর জন্য টাকা দিতে হয়। আপনাদের জন্য একদম ফ্রি।

এখানে ১৪ টি পর্ব আছে। ভিডিও টিউটোরিয়ালটিতে দেখানো হয়েছে পি.এস.ডি ডিসাইন থেকে এইচ.টি.এম.এল এ কিভাবে কনভার্ট করতে হয় এবং সেখান থেকে কিভাবে ডাইনামিক ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে হয়।

এটি একটি ব্লগ ডিসাইন পি.এস.ডি ফাইল। এটা থেকে কিভাবে ডাইনামিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি দেখানো হয়েছে।

Lesson Overview

  1. Intro – (3:53)
  2. Slicing the PSD – (16:32)
  3. Coding the HTML – (3:53)
  4. The CSS – (55:52)
  5. Installing WordPress / Working on the Server – (24:57)
  6. WordPress Header – (9:17)
  7. From Static to Dynamic – (12:04)
  8. Search / Sidebar – – (8:53)
  9. Sidebar Widgets – (9:47)
  10. Revising the CSS – (37:21)
  11. Single Page Template – (4:44)
  12. Comments – (10:26)
  13. The Page Template – (5:15)
  14. Finishing Up – (16:54)

কাদের জন্ন্য এই ভিডিও টিউটোরিয়াল? নিচের ৫ টির মধ্যে কোনটির উত্তর যদি আপনার জন্য হা হয় তাহলে এটি আপনার জন্য। এর থেকে অবশ্যই আপনি উপকৃত হবেন নির্ধিদায়।

  • ১। আমার ওয়ার্ডপ্রেস এ কোন অভিজ্ঞতা নেই, কিন্তু পি.এইচ.পি তে কিছুটা অভিজ্ঞতা আছে।
  • ২। সি.এস.এস এবং এইচ.টি.এম.এল এ কিছুটা অভিজ্ঞতা আছে কিন্তু পি এস ডি থেকে কনভার্ট করতে পারছি না।
  • ৩। কখনো পি.এস.ডি ফাইল স্লাইস করিনি।
  • ৪। ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছি কিন্তু থিম তৈরি করিনি।
  • ৫। আমার সি.এস.এস অভিজ্ঞতায় মরিচা পড়ে গেছে।

ডাউনলোড লিংক

Level 0

আমি Emotional Attayachar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান আপনিতো আমাকে problem এ ফেলে দিলেন । এতো মুল্যবান video tutorial দিলেন কিন্তু আমিতো download দিতে পারছিনা কারন আমার এখানে gp র যে speed তাতে করে এত বড় file download করা অসম্ভব । download হওয়ার সময় মাঝে মাঝে সংযোগ কেটে যায় । আপনি কি kindly আমাকে এই video গুলো cd/dvd তে write করে কুরিয়ারের মাধ্যমে আমাকে পাঠাতে পারবেন । আমি সব খরচ বহন করব ।আপনাকে flexiload করে দিব । অনুগ্রহ করে আমার এ উপকারটুকু করেন । pls………..pls……….

    Level 0

    ভাইজান আপনিতো আমাকে আরো বেশী প্রবলেমে ফেলতে চাচ্ছেন। এগুলো রিসিউম সাপোর্টেড। সাইবার ক্যাফে থেকে একটু ট্রাই করে দেইখেন না হইলে ঠিকানা ই-মেইল কইরা দিয়েন। পাঠায় দিবনে। কোন কুরিয়ারে সেটাও জানাবেন।

Level New

EA ভাই খুবই কাজের ভিডিও টিউটোরিয়াল দিলেন। কিন্তু আমার দাঁড়া এত বড় ফাইল ডাউনলোড করা সম্ভব নয়। অনুগ্রহ করে যদি বাধন ভাইএর মত আমাকেও ভিডিও গুলো ডিস্ক এ রাইট করে কুরিয়ারের মাধ্যমে পাঠাতেন তাহলে বড় উপকৃত হতাম। যাবতীয় খরচ আমিই বহন করব ।

    Level 0

    আপনেও ঠিকানা ই-মেইল করে দিয়েন। কি আর করা পাঠায় দিবনে।

আপনাকে অনেক ধন্যবাদ। উপকারে আসবে।

ভাই পাচটা rar ফাইল কি ডাউনলোড করতে হবে?

    Level 0

    পাঁচটি রার ফাইলই ডাউনলোড করতে হবে। পুরো ফাইলটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। ডাউনলোড করার পর আনরার করুন। প্রথমটি আনরার করার পর যখন পরেরটি আনরার করবেন তখন মেসেজ দিবে যে রিপ্লেস করতে চাচ্ছে। ইয়েস করে যাবেন। এভাবে পাঁচটি করার পর পুরো ফাইলটি পাবেন। ধন্যবাদ।

ভাইয়া,আমি এমন এক জায়গায় বাস করছি যেখানে ২৪ ঘন্টায় দিনের বেলায় একটানা ২ঘন্টাও বিদ্যুৎ পাইনা।তাই যদি আমাকেও একটা CD পাঠাতেন তবে খুব উপকৃত হতাম।আপনার CD পাঠাতে কত খরচ লাগে বলবেন,Flexi করে দেব। আমার ইমেলঃ [email protected],
Mob:01913260198

আপনার ইমেইল এড্রেসটা দিন। আপনাকে মেইল করবো।আমারও লাগতো একটা কপি।

    Level 0

    ভাই মেইল এড্ড্রেস টিউনের উপরে ডান দিকে আছে দেখুন। ধন্যবাদ।

ভাইয়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বোঝাতে পারছিনা। অনেক অনেক জনদরদী কাজ করছেন।
আপনার কাছে অনেক অনেক অনুরোধ থাকবে পিএইচপি নিয়ে এরকম প্রজেক্ট থাকলে তার পিডিএফ-এর লিংক দেওয়ার জন্য।
পিএইচপি নিয়ে সমস্যা হলো কোনটা কিভাবে কাজ করে শুধু এটুকুই বলেই খালাস কিন্তু ছোট খাটো প্রজেক্ট না থাকলে বুঝতে খুব সমস্যা হয়।
আবারও অনেক অনেক ধন্যবাদ।

    ভাই আমি রিয়াদ ভাই এর সাথে একমত।

    Level 0

    পি এইচ পি বই এর তো অভাব নাই। দেখি ভাল কি দেয়া যায় । পি এইচ পি এর জন্য VTC অথবা LYNDA ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। Lynda ভিডিও টিউটোরিয়াল গুলো কম্পিউটার এর দোকানে পাওয়া যায়। VTC এবং কিলার পি এইচ পি এর ভিডিও টিউটোরিয়াল লাগলেও কোন সমস্যা নাই। কিলার পি এইচ পি এর সাইট এড্ড্রেস কিলার পি এইচ পি ডট কম । ওখানে ভিডিও টিউটোরিয়াল এর বিবরণ পাবেন। অর্ধেক ফ্রি ডাউনলোড করতে পারবেন বাকি অর্ধেক পারবেন না। টাকা দিয়ে কিনে নিতে হবে। সমস্যা নাই আমি তো আছি, যদি মনে করেন কারর্যকরি তাহলে বাকি গুলো দিয়ে দিব। এছাড়াও যদি আরো ভালো কিছু পাই তাও দিব।

আমি Download করছি। কারো লাগলে Contact 01191708149 কইরেন।

Level 0

অসংখ্য ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ন পোষ্টের জন্য । ভাই আমি একটা সাইট থেকে কিছূ ওয়ার্ডপ্রেসএর ভিডিও টিউটোরিয়াল নামিয়েছি কিন্তু ভাল মত দেখা যায় না । তবে সব ট্টিউটোরিয়াল নামানো যায় । কিন্তু সম্যসা হল premium subscriber হতে হবে তাহলে টিউটোরিয়ালগুলো ভালো ভাবে দেখা যাবে । আপনি যদি সাহায্য করেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব। টিউটোরিয়ালগুলো আমার অনেক প্রয়োজন । এই লিঙ্কে গেলে টিউটোরিয়ালগুলো পাওয়া যাবে http://www.byobwebsite.com/video-tutorials/how-to-make-an-ecommerce-website/ এখানে ১৬টি লেসন আছে ডানপাশে । আপনার রিপ্লের অপেক্ষায় থাকলাম । ভাল থাকবেন ।

    Level 0

    ভাই চেস্টা করে দেখি। জানাব।

নেট টাটস প্লাস -এর ভিডিও টিউটোরিয়ালের এইচডি ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করা যায়। যেমন:
http://webdesign.tutsplus.com/tutorials/design-a-warm-cheerful-website-interface-in-adobe-photoshop/#comments

    Level 0

    আপনি যে লিংক দিলেন সেটা তো ফ্রি টিউটোরিয়াল মনে হচ্ছে। এর তো কোন ভিডিও দেখলাম না। ভিডিও হলে আংকেল কে বলে ট্রাই করতাম । আংকেল এর কাছে সব আছে। আংকেল কে জানেন? অবশ্যই জানেন। আংকেল গুগোল ।

Level 0

অসংখ্য ধন্যবাদ । ভাই দেখেন একটু চেষ্টা করে অনেকেরই কাজে লাগবে । ভাল থাকবেন ।

Level 0

অনেকে CD কপি চেয়েছেন, সময়ের অভাবে হয়তো পাঠাতে দেরি হচ্ছে। চাকরী করি তো তাই সময় বের করা একটু সমস্যা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আর ঢাকার ভিতর যারা থাকেন তাদের ডাউনলোড করতে সমস্যা হবার কথা না, যদি হয় এবং কপি প্রয়োজন হয় একটু কস্ট করে এসে নিয়ে যাবেন। ই-মেইলে যোগাযোগ করতে পারেন।

শরিফুল ইসলাম ভাই নাকি ডাউনলোড করেছে। ঊনার আশে পাশে যদি কেউ থাকেন তবে উনার কাছ থেকেও নিতে পারেন। উনি কন্টাক্ট নম্বর দিয়েছেন।

Sharif Ul Islam says:
২২ ফেব্রুয়ারি, ২০১১ at 2:41 অপরাহ্ন (Edit)

আমি Download করছি। কারো লাগলে Contact 01191708149 কইরেন।