ফোল্ডার হিডেন হয়ে গেছে ভাইরাসের কারণে?দেখুন কী করবেন এখন!

আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করে থাকেন। আর উইন্ডোজ ব্যবহারকারীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাইরাস। মূলতঃ ভাইরাস আমাদের নিত্য দিনের সঙ্গী। ভাইরাস ছাড়া আপনি চলতেই পারবেন না। তাই ভাইরাস থেকে আপনাকে দূরে দূরে থাকতে হবে। কিন্তু আমরা যতই ভাইরাস থেকে দূরে থাকি, ভাইরাস তো আমাদের ছাড়ে না। অসাধানতার বশতঃ বা যে কোন কারণে ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করে। যাক এখন কাজে আসি, ভাইরাসের কারণে আপনার কম্পিউটারের ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে কী করবেন? ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে গেলে আমরা বেশ বিপাকে পড়ি। আবার দেখুন ভাইরাসের কারণে উক্ত হিডেন হওয়া ফাইল বা ফোল্ডারগুলো সার্চ করেও পাওয়া যায় না। কী উপায় ফিরিয়ে আনতে! কোন চিন্তাই নেই সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে। নিচের উপায়গুলো দেখুনঃ

উপায় ১ঃ Control Panel >>> Folder Options এ যান। এখানে Tools মেনু ট্যাবে Show hidden files and folders এবং Hide protected operating system files আনচেক করুন। এবার Advanced Options >>> Search hidden files and folders চেক করুন। এখন দেখবেন হিডেন ফাইলগুলো দেখা যাবে।

এবার আসুন ভাইরাসের কারণে হিডেন অপশন ডিজেবল হলে কী করবেন? তখন তো হিডেন অপশন কাজ করবে না। হিডেন অপশন এনাবল এবং আনচেক করতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। এর নাম এট্রিবিউট চেঞ্জার এবং এটি ডাউনলোড করুন এখান থেকে। এর ইনস্টল করুন। এখন যে ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করতে চান তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন। এবার Change Attributes এ ক্লিক করুন। Folder Properties ট্যাব থেকে System, Hidden আনচেক করে Ok করুন। তাহলেই ফোল্ডার অপশন্সের হিডেন অপশন এনাবল হবে। এখন Show hidden files and folders এবং Hide protected operating system files চেক করুন এবং OK করে বেরিয়ে আসুন।

উপায় ২ঃ স্টার্ট মেনু থেকে রানে যান এবং লিখুন cmd. তাহলে কমান্ড প্রোম্পট খুলবে। এখন আপনার ড্রাইভে প্রবেশ করুন। এজন্য যে ড্রাইভ উক্ত ড্রাইভের নামে লিখুন, যেমনঃ ড্রাইভ E হলে E: লিখে এন্টার দিন, তাহলে ড্রাইভে প্রবেশ করবে।

এবার attrib -s -r -h -a /s /d লিখে এন্টার করুন। তাহলে আপনার হিডেন হওয়া ফোল্ডার বা ফাইল ফিরে আসবে।

বিশ্লেশণঃ

attrib = attribute, s = system file, r = read only, h = hidden, a = archive,
/d = directory, /s = sub directory

Kindly comment for this post…….

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিন্তু ডবল ক্লিকে ড্রাইভ না খুললে কী করব ?

    ডাবল ক্লিকে ড্রাইভে না খুললে কী করব বলতে আপনি কি বুঝিয়েছেন? যাক, ডাবল ক্লিকে ড্রাইভে না খুললে এই লিংকে যান ভালভাবে পড়ুন, তারপর আবার সমস্যার কথা বলবেন….. ধন্যবাদ……..

অনেক ধন্যবাদ ভাই।2nd উপায় টা খুব ই কাজের।

    ওটা খুবই সহজ। যাক আপনাদের কাজের জন্যই দিলাম। যাক ভাল থাকবেন, ধন্যবাদ

Level 0

ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমন একটা টিউন খুজছিলাম অনেক দিন ।আমি আপনার এই রকম আরও জটিল জটিল
টিউন আরও চাই সামনে । ভাই আপনি আমার গুরু ।( উল্লেখ্য আমার PC ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অনেক ফোল্ডার HIDDEN হয়ে যায় ।) তাই আপনাকে আবারও ধন্যবাদ ।

    আশা করি খুঁজে পেয়েছেন। সমস্যা সমাধান হবে তো এবার? ধন্যবাদ

Level New

ভাল। দরকার লাগবে ।

ভাল পোষ্ট চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি।

Level 0

কাজে লাগবে ধন্যবাদ ।।।

Level 2

KI BOLE JE DHONNOBAD DIBO JANINA

MANY MANY THANKS