মুছে ফেলুন যত্ত সব জাল এন্টিভাইরাস, স্পাইওয়্যার

আজকের কম্পিউটার জীবনে ব্যবহারকারীদের সবচেয়ে আপনজন হচ্ছে ভাইরাস। আমরা যতই এই আপনজনকে দূরে ঠেলে দেই ততই সে আমাদের কাছে চলে আসে। ইন্টারনেট ব্যবহারের ফলে আমাদের এই আপনজন আমাদের কাছে আরো দ্রুত চলে আসে। এই সমস্যার সাথে সাথে আরেকটি সমস্যা হচ্ছে বিভিন্ন ফেক। ফেক হচ্ছে জাল এন্টিভাইরাস বা জাল স্পাইওয়্যার। আমরা এগুলোকে দেখে বলি ভাইরাস। কিন্তু এগুলো ভাইরাস নয়। এ রকম জাল এন্টিভাইরাস বা জাল স্পাইওয়্যার আছে হাজার হাজার।

আপনাদের সামনে এমনই কিছু জাল এন্টিভাইরাসের নাম দিলামঃ

1. Cyber Security,

2. Alpha Antivirus,

3.Braviax
4. Windows Police Pro,

5. Antivirus Pro,

6. PC Antispyware
7. FraudTool.MalwareProtector,

8. Winshield2009.com,
9. Green AV,

10. Windows Protection Suite,
11. Total Security,

12. Windows System Suite,
13. Antivirus BEST,

14. System Security,
15. Personal Antivirus,

16. System Security,
17. Malware Doctor,

18. Antivirus System Pro,
19. WinPC Defender,

20. Anti-Virus-1,
21. Spyware Guard,

22. System Guard,
23. Antivirus 2009,

24. Antivirus 2010,
25. Antivirus Pro,

26. Antivirus 360,
27. MS Antispyware

এগুলো অটোমেটিকভাবে সিস্টেমে ইন্সটল হয়। পরে এগুলো ফ্লাসডিস্কে চলে যায়। এই সব জাল এন্টিভাইরাস বা জাল স্পাইওয়্যার এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও কোন লাভ নেই, কারণ এন্টিভাইরাস এদের ধরতে পারে না। ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন।

সফটওয়্যারটির নাম ফেক এন্টি-ভাইরাস সফটওয়্যার। সফটওয়্যারটির জন্য নিচের লিংকে যান।

ডাউনলোড লিংক

মন্তব্য করতে ভুলবেন না.......................

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, তবে এর একটাও আমার কাছে নাই।

Level 0

আমি ডাউনলোড করে ইনষ্টল করলাম । কম্পিউটার রিষ্টাট করার পর মনে হয়েছে আমার browser valo kaj korsena. sei bangla likhte parsina? but why?

    সমস্যা হওয়ার কথা না। তবে আপনি যে বললেন বাংলা লেখা যায় না, তা কিভাবে বুঝলাম। প্রথম অংশ বাংলায় লিখলেন, পরের অংশ ইংরেজিতে মানে কি????

আমাকে বেশ কয়েকবার ভুগতে হয়েছে এইসবের জন্য…দেখি আপনার জিনিসটা কাজ করে কিনা….

    আপনাকে অনেক ধন্যবাদ। যাক, আশা করি আপনার কাজে আসবে। সমস্যার সমাধান হলে বলবেন।

এসব আছে কিনা বুঝব কিভাবে?

    এগুলো সাধারণত ফ্লাসডিস্কে ইনস্টল হয়। অতএব আপনি ফ্লাসডিস্ক চেক করুন।
    আর আপনার জন্য আরেকটি পথ খোলা আছে, তাহল Bookworm ইশতিয়াক ভাই এর সাথে যোগায়োগ করা। কারণ তিনি এটি স্বীকার হয়েছেন।
    আপনাকে ধন্যবাদ………………

    ভাই ফ্লাশডিস্ক চেক করব কিভাবে ? মানে কোথায় থাকে?

      এসব কি ক্ষতি করে? ফ্ল্যাশ ডিস্ক মানে তো পেন্ড্রাইভ তাই না?

    A এর মানে কি? যদি বুঝিয়ে বলতেন……..