ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার সহজ একটি প্রোগ্রাম।

টেকটিউন্সে এটাই আমার প্রথম টিউন, আশাকরি কোন ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ডিং করার এমন একটি প্রোগ্রামের সন্ধান দেব যেটি দিয়ে আপনার ওয়েবক্যাম দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এটি এই পর্যন্ত আমার জানামতে অনেক সহজে ব্যবহার করা যায় এমন একটি প্রোগ্রাম তাই সবার সাথে শেয়ার করলাম।

প্রথমে নীচের লিংক থেকে Camersoft Webcam Recorder প্রোগ্রামটি ডাউনলোড করুন। 

 ডাউনলোড করুন এখান থেকে

এবার ডাউনলোডকৃত প্রোগ্রামটি ইন্সটল করুন আপনার কম্পিউটারে।

 ইন্সটল হয়ে গেলে Camersoft Webcam Recorder স্টার্ট করুন।

 এবার এই আইকনে  ক্লিক করুন  আপনার ওয়েবক্যাম সিলেক্ট করতে।

তারপর এই বাটনে  ক্লিক করুন  রেকর্ডিং শুরু করার জন্য।

রেকর্ডিং শেষ করতে চাইলে  এই বাটনে ক্লিক করুন।

রেকর্ডিং চলাকালীন কোন দৃশ্য আপনি পছন্দ করলে  এই বাটনে ক্লিক করে স্থিরচিত্রও তুলতে পারেন। বা শুধু ছবিও তুলতে পারেন।

রেকর্ডিং শেষে, ভিডিও ফাইলটি আপনার কম্পিউটারে প্লে করতে পারেন মিডিয়া প্লেয়ারে বা অন্য যে কোন ভিডিও প্লেয়ারে।

প্রোগ্রামের ডিফল্ট আউটপুট ফাইল লোকেশন হলো C:\CamersoftOutput. আপনি চাইলে এটি পরিবর্তন করে আপনার ইচ্ছামত লোকেশনেও সেভ করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে হলে তাদের অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন। 

কারো কাজে লাগলে আমার শ্রম সার্থক মনে করব, সবাই ভালো থাকুন।

Level 0

আমি Abdur Rokib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখি কেমন দিলেন? কাজ হয় নাকি চেককরে পরে লিকব—-রুবেল

প্রথম টিউনে প্রথম মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, অবশ্যই চেক করুন।

Level 0

জি ভাই দারুন কাজ করে ধন্যবাদ আপনাকে

    আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আমকে কি মোবাইল কল রেকর্ডিং সফটওয়ার কোন বীপ হবে না দেওা যাই ? নোকিয়া e52 প্লিজ জানাবেন?

Level 0

ধন্যবাদ, বেশ কাজের।

    আপনাকেও ধন্যবাদ।

মনে হয় কাজে আসবে। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকেও।

সুন্দর টিউন। অনেকভাবেই কাজে লাগানো যায়, কিন্তু রিস্ক আর কি।

    ধন্যবাদ আপনাকে, রিস্ক সবজায়গাতেই কমবেশী আছে, তাই বলে থেমে থাকলে চলবে?

Online Support
Makes Money Using Internet

Our Services :
* Web Designing And Blogging Course
* SEO Consultancy
* Adsense Programme
* Domain name sales And Web Hosting Provider

Mail to : [email protected]

Bhai amar nokia e71 mobile ar memory card pass word lock hoya gasay. Pls kew ki pass word recover kortay help korben.