রিলোড করুন দরকারী ওয়েবপেজ নির্দিষ্ট সময় পরপর

আমরা প্রতিদিনিই বিভিন্ন ওয়েবসাইট দেখি। এগুলোর মধ্যে কিছু আছে যেগুলো নির্দিষ্ট সময় পরপর রিলোড হলে খুবই ভাল হতো। কারণ, আমরা যদি রিলোড করতে যাই তাহলে সময় সাপেক্ষও। এখন যদি দরকারি ওয়েবসাইটগুলো নির্দিষ্ট সময় পরপর রিলোড হতো তাহলে কি খুব ভাল হতো না। ওয়েবসাইটে কিন্তু এরকম সিস্টেম নেই। তাহলে কিভাবে করবেন? আপনি কি ফায়ারফক্স আছে? তাহলে কোন চিন্তাই নেই। ফায়ারফক্স ব্রাউজারে ‘রিলোডএভরি’ নামের একটি এ্যাড-অন্স ব্যবহার করে পছন্দমত সময় পরপর পেজগুলোকে রিলোড করতে পারেন। এড-অন্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করন।

ডাউনলোড লিংক ১

ডাউনলোড লিংক ২

এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে ওয়েবপেজটি রিলোড করতে চান সেখানে গিয়ে মাউসের ডান বাটন ক্লিক করুন এবং Reload Every এ সময় নির্বাচন করে দিন ও উপরে Enable এ ক্লিক করুন। রিলোড বন্ধ করতে চাইলে Enable এ টিক চিহ্ন তুলে দিলেই হবে।

এছাড়াও সকল পেইজ রিলোড করতে চাইলে Enable All Tabs করলেই হবে। আর সকল ট্যাব রিলোড থেকে বাদ Disable All Tabs এ ক্লিক করুন।

মন্তব্য করবার জন্যে অনুরোধ রইল....

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক দিন থেকে খুজছিলাম। ধন্যবাদ।

    আমার মনে হচ্ছে এখন অন্ততঃ খুঁজে পেয়েছেন। ধন্যবাদ………..

কাজের টিউনস……………ধন্যবাদ ব্রাদার।

    আপনাকেও অনেক ধন্যবাদ, ব্রাদার…