ক্রিকেট খেলা স্কোর আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি, যা আসলেই খুবই সময় সাপেক্ষ। কিন্তু আপনি চাচ্ছেন তাড়াতাড়ি স্কোর দেখতে। এখন কী উপায়? আপনি কোন ওয়েব সাইটে না গিয়ে খুব সহজেই ফায়ারফক্স থেকে স্কোর দেখতে পারেন। ফায়ারফক্সের একটি এড-অন্স ইনস্টল করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন।
এখন দেখুন স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোরওয়াচ মেনু থেকে চলতি সকল খেলার স্কোর দেখতে পারবেন। যে খেলাটির স্কোর দেখতে চান তার উপর ক্লিক করুন তাহলে সে খেলার সম্পূর্ণ স্কোর দেখাবে। Performance থেকে Wicket Alert নির্বাচন করলে উইকেট পড়লে আপনাকে বলবে। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোরওয়াচ মেনুর Source এর ড্রপডাউন মেনু থেকে। কোন চলতি খেলার সম্পূর্ণ স্কোর দেখতে স্কোরওয়াচ মেনুর উক্ত খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করুন।
খেলার স্কোর দেখাবে http://www.cricinfo.com থেকে। আপনি ইচ্ছা করলে তা পরিবর্তন করে নিতে পাররেন। তাছাড়া আপনারা ল্যান্ড এন্ড ওয়েইলস কিক্রেট বোর্ডের ওয়েবসাইট http://www.ecb.co.uk থেকেও স্কোর দেখতে পারেন।
এড-অন্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ক্রিকইনফোর ওয়েবসাইট http://www.cricinfo.com থেকে এক্সটেনশন এবং এ্যাড-অন্স Chrome extension এবং Firefox add-ons নামে পাওয়া যাবে।
সবাইকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে চেষ্টা করবেন।
আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো post….keep it up \m/