আর মাত্র কয়েকদিন (৫দিন) পর বিশ্বকাপ ক্রিকেটের দশম আসরের পর্দা উঠতে যাচ্ছে আমাদের প্রিয় রাজধানী ঢাকায় বাংলাদেশ বনাম ভারতের খেলার মধ্য দিয়ে। প্রবাসী হিসেবে মাঠে গিয়ে খেলা দেখাটা মিস করবো 🙁 ।
তবে শত ব্যস্ততার মাঝে চেষ্টা করবো বাংলাদেশের খেলা গুলো সহ গুরত্বপূর্ন সব ম্যাচ দেখার । আর শত ব্যস্ততার মাঝে যারা বিশ্বকাপের শিডিউল টা ঠিক মত মনে রাখতে পারেন না অথবা মিলাতে পারেন না । তাদের জন্য অনেক উপকারী একটি নরমতার (সফ্টওয়ার) নিয়ে প্রিয় টেকটিউনস্ এ আমার প্রথম টিউন । এ সফটওয়ার টা আমি নেট থেকে পেয়েছিলাম বিশ্বকাপ২০১১ র থিম খুজতে গিয়ে । থিম তো পাইলামই না তয় দারুন একটা সফট পাইলাম তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।
কিছু স্ক্রিনসর্ট দিলাম দেখেন তারপর ডাউনলোড করুন ।
দেশ বা দল অনুসারে (কোন দলের খেলা কোনদিন/কোনদলের সাথে)
গ্রুপ অনুসারে দেখুন
ভেনু বা মাঠ অনুসারে ( কোন মাঠে কার সাথে কখন)
তারিখ অনুসারে (কোন তারিখে কোন দলের সাথে কার খেলা)
আমি Basic Ali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা নিয়ে অলরেডি টিউন হয়ে গিয়েছে। 🙁