আপনি কি আপনার কম্পিউটারের ফাইল ফোল্ডার প্রিন্ট করবেন?>>না দেখলেই নয়>>

আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট টিউন করতে এসেছি। আশা করি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। যাক এবার টিউনটিতে আসি........

আপনি কি আপনার কম্পিউটারের যাবতীয় ফাইল ও ফোল্ডার প্রিন্ট করতে চাচ্ছেন? ভাবচেন কীভাবে সম্ভব? ফোল্ডার প্রিন্টারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সকল ফাইল, ফোল্ডার, সাব-ফোল্ডার, ফাইল-ফোল্ডারের সকল তথ্যও পাবেন। এখন কি দিয়ে? কারিনস ডাইরেক্টরি প্রিন্টার হচ্ছে একটি ফোল্ডার প্রিন্টার। ফোল্ডার বা ফাইলের নাম, অবস্থান, শর্টনাম, এক্সটেশন, ফাইল সাইজ, কম্প্রেসড সাইজ, এট্রিবিউট, ডেট ক্রিয়েটেড, ডেট লাস্ট মডিফাইড, ফাইল ভার্সন, MD5 ভার্সন, SHA-1 হ্যাসসহ যাবতীয় তথ্য পাবেন এই সফটওয়্যার দিয়ে। সাব-ফোল্ডার, হিডেন ফাইল, সিস্টেম ফাইল, রিড অনলি ফাইলসহ সকল ফাইল ফোল্ডারের যা অন্য কোন সফটওয়্যার দিয়ে সম্ভব নয়। আরো মজার বিষয় হচ্ছে এটি দিয়ে তো প্রিন্ট করা যায়ই, তাছাড়া আপনার হার্ডডিস্কেও সংরক্ষণ করে রাখতে পারবেন।

সফটওয়্যারটির জন্য এখানে ক্লিক করুন.............

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানিনা কেমন হবে তবুও ডাউনলোড দিলাম।

    না দেখলে বুঝবেন কী করে, স্যার………….. ধন্যবাদ

বিস্তারিত লিখলে ও স্ক্রীন শট দিলে সবার বঝার সুবিধা হতো । ধন্যবাদ

    একবার মনে করে ছিলাম দিব, পরে দিই না। সামনের পোষ্টে দিতে চেষ্টা করব……………. ধন্যবাদ

Level 0

কিছুই তো বুঝলাম না

    কোন জায়গায় সমস্যা। আর ব্যবহার করে দেখুন, সমস্যা হওয়ার কথা না, ধন্যবাদ…………..