Youtube এ ভিডিও ইডিটিং ও প্রফেশ্যনাল ভাবে ইডিটিং এর যে কোন কম্পিউটারের জন্য বেষ্ট সপটওয়্যার।

Youtube এ ভিডিও ইডিটিং এর কাজ করার জন্য বেষ্ট সপটওয়্যার।

আপনি যদি Youtube এ ভিডিও ইডিটিং এর কাজ করেন তা হলে আপনার দরকার ভাল একটি ভিডিও ইডিটিং সপটওয়ার।
কেন না একটি ভালো আর প্রফেশনাল মানের ইডিটিং সপটওয়ারি পারে আপনার কাংখিত লখ্যে পৌছাতে।
তাই youtube বা প্রফেশ্যনালি ভিডিও ইডিটিং এর কাজ করলে, আপনাকে অবশ্যই সপটওয়ারের দিকে নজর দিতে হবে।একটি সপটওয়্যারি পারে আপনার এডিটিং এক্সপ্রিয়েন্সে দ্বিগুন করে দিতে।
মোটামুটি মানের কম্পিউটার দিয়ে আপনি এই সনি ভেগাস প্রো সপ্ট টা ব্যবহার করতে পারবেন।

আপনার কম্পিউটার যদি হয়, ২ কোর প্রসেসর, অর্থাৎ কোর টু ডু থেকে উপরে। কোর টু ডু এর নিছে ছেলারন প্রসেসর দিয়ে হবে না। এই প্রসেসর দিয়ে হবে, সনি ভেগাস প্রো ১৩ ৩২বিট ভার্সন।

সিস্টেম রিকুয়ারমেন্ট গুলো দেখেন।

System Requirements

  • Operating system: Microsoft® Windows 7 (64-bit), Windows 8 (64-bit) or Windows 10 (64-bit)
  • Processor: 2 GHz (multicore or multiprocessor recommended for HD or stereoscopic 3D; 8 cores recommended for 4K)
  • RAM: 4 GB RAM (8 GB recommended; 16 GB recommended for 4K)
  • Hard drive space: 1.5 GB hard-disk space for program installation; Solid-state disk (SSD) or high-speed multi-disk RAID for 4K media
  • Graphics card: Supported NVIDIA®, AMD/ATI® or Intel® GPU with at least 512 MB of memory (1 GB recommended for 4K and GPU-accelerated video processing)

কম্পিউটারে এক্সট্রা কোন গ্রাফিক্স লাগে না। লাগানো থাকলে ফুল, ভাল পার্ফমেন্স দেয়।
সনি ভেগাস প্রো দিয়ে আপনি এক্সট্রা সাউন্ড এড করতে পারবেন।
মজার বিষয় হলো আমরা যারা ইউটুবিং করি, তাদের জন্য, ফিমেল ভয়েচের সুন্দর সুবিধা রয়েছে।
এই দিকে কিন্তু ক্যামতাসিয়া ৯ এই সব কনফিগারেশনে সাপর্ট করে না। করলেও ইন্সটল পর্যন্তই হয়। আর কোন কাজ করে না। তাই ক্যামতাসিয়ার চে অনেক ভালো সনি ভেগাস। আবার সাপোর্টও করে বেশ।
তাই যারা এই সপটওয়ার টা খুঝছেন তারা ডাউনলড করেন।
আর যরা নতুন করবেন ভাবছেন, অন্য সব সপটওয়ার এর চিন্তা বাদ দিয়ে এই টা দিয়েই কাজ করেন।

ডাউনলোড করবেন এই লিংক থেকে।   ক্র্যাক বা patch fail ডাউনলোড করেন এই লিংক থেকে

যারা ভিডিও দেখতে লাইক করেন। তাদের জন্য নিচের ২ মিনিটের ভিডিও দেখলেই ইন্সটল দেওয়ার সিস্টেম শিখে যাবেন।

 

YouTube এ আমি।  ফেসবুকে আমি।  ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট দিয়ে, এসএমএস করে বলবেন যে আমি টেকটিউনস থেকে আপনাকে পেয়েছি। তাছাড়া রিকোয়েষ্ট জুলায় থাকার চান্স ৯০%।

Level 0

আমি মোস্তাকিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মাদ মোস্তাকিন হোসেন। আমি বর্তমানে অনার্স হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষে পড়ছি। আমি পড়ালেখার পাশাপাশি, টেকনোলজি চর্চা করি। বলতে গেলে এই টা আমার ভাত আর মাছ হয়ে গেছে। অর্থাৎ টেকনলজি আমার মনের খুরাক। আমি মুলত টেকটিউনস থেকে শিখার জন্য একাউন্ট খুলেছি। বিভিন্ন মানুষের কমেন্ট করা যোগাযোগ ইস্থাপন করা ইত্যাদি ইত্যাদি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস