“পূজো পূজো ফিলিংস মনে, তুমি মাগো এলে বলে
রংবেরঙের আলোর নাচন, মনের মানুষ প্যান্ডেলে”
পূজো পূজো ফিলিংস সবস্থানে, চলে এলো শারদীয় দুর্গা পূজা। এবার বাংলাদেশের শারদ উৎসবকে আরও রাঙিয়ে দিতে প্রযোজনা প্রতিষ্ঠান " টিম চ্যাপ্টার 2" নিয়ে এসেছে একটি অনন্য পূজার গান ‘পূজো পূজো ফিলিংস / Pujo Pujo Feelings’। আর গানটি রেকর্ড করা হয়েছে "স্টুডিও ওএআর" থেকে। দ্বিতীয়বারের মত যশোর থেকে পূজার গান রিলিজ দিল "টিম চ্যাপ্টার টু"।
এবারের শারদীয় দুর্গোৎসবকে আরও রাঙিয়ে দিতে প্রযোজনা প্রতিষ্ঠান ” টিম চ্যাপ্টার 2″ নিয়ে এলো পূজার নতুন গান “পুজো পুজো ফিলিংস মনে, তুমি মাগো এলে বলে, রং বেরঙের আলোর নাচন, মনের মানুষ প্যান্ডেলে”। এ গানটি যশোরের “স্টুডিও ওএআর” থেকে রেকর্ড করা হয়েছে। এ নিয়ে যশোর থেকে দ্বিতীয়বারের মতো পূজার গান রিলিজ করলো প্রযোজনা প্রতিষ্ঠান “টিম চ্যাপ্টার টু”।
২০শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই গানটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। গানটি পাওয়া যাবে ইউটিউব, ফেসবুক, সাউন্ডক্লাউডএ।
‘টিম চ্যাপ্টার 2’র প্রযোজনায় এবং ‘স্টুডিও ওএআর’ আন্তরিকতায় গানটি তৈরি করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন পি বি রুদ্র ও প্রতাপ দত্ত। কথা লিখেছেন মিন্টু ভদ্র। সুর এবং কম্পোজে ছিলেন পি বি রুদ্র। মিক্সিং ও মাস্টারিং করেছেন বিজন রায়।
প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান ঋদ্ধ রাজু দে বলেন, ‘এবার দুর্গা পূজায় “পূজো পূজো ফিলিংস” গানটি আমাদের দ্বিতীয় নিবেদন। আমরা আশাকরি গানটি বাংলাদেশের প্রতিটা পূজা মণ্ডপে ভক্তদের মনে আনন্দের তরঙ্গকে আরও বাড়িয়ে দেবে।’
Sound Cloud Link
Mp3 Download Link
Facebook Video Link
Save
আমি Sumon Sharma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।