মিথ্যা মিথ্যাই। মিথ্যা মুখে বলা যতটা সহজ, চোখ কিংবা হাতের নাড়াচাড়া কন্ট্রোল করা অতটা সহজ নয় মিথ্যেবাদীদের বডি ল্যাঙ্গুইজের উপর এ পর্যন্ত অনেক গবেষনা আর লেখালেখি হয়ছে, যার বেশীরভাগই দূর্বোধ্য। তার মধ্যে এই বইটা ব্যাতিক্রম। মাত্র ১৫ পাতার এই বইটায় খুব বেশি টেকনিকাল দিকে না গিয়ে মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
চারপাশে মিথ্যুকের ছড়াছড়ি, তাই চলন্ত লাই-ডিটেক্টর হতে পারলে মন্দ হয়না!
পুনশ্চঃ ভালমানুষেরা মিথ্যাবাদীদের চিনে নিন। মিথ্যাবাদীরাও পড়ুন এবং জেনে নিন আপনাদের দূর্বলতা। সবার কাজে আসলেই পোস্ট স্বার্থক
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
বাংলা নাকি ইংলিশ ?