কেন ম্যাগাজিন পড়া?- ব্যস্ততার কারনে নিয়মিত সব সাইটে ঢুঁ মারা হয়না। নেটদুনিয়ার সমুদ্রবিশাল তথ্যসাগরে ডুব দিয়ে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিষপত্র খোঁজার ঝামেলায় না গিয়ে গুরুত্বপূর্ন খবরগুলো ছোট পরিসরে মাসিক ম্যাগাজিনে পেয়ে যাই আর যে কোন ব্লগসাইটের তুলনায় ম্যাগাজিনে তথ্যগুলো খুব গুছিয়ে সাজানো থাকে।
PC WORLD কেন পড়ি?- আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন। আগে ১০০টাকা খরচ করে কিনে পড়তাম, এখন মাগনা পড়ি ভাল লাগার মূল কারন পিসি ওয়ার্ল্ড খুবই সহজসরল ভাষায় লেখা। হার্ডওয়্যার আর সফটওয়্যার বেঞ্ছমার্কিং আর রিভিউগুলো মোটামুটিভাবে বিশ্বাসযোগ্য (১০০% বিশ্বাসযোগ্যতা বলে কি কিছু আছে?) । আর টুকটাক টিপসগুলো বেশ ভালই কাজে দেয়।
একটা সংখ্যা পড়ে দেখতে পারেন। ভাল লাগবে
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
এটার অপেক্ষাই বসে ছিলাম! আপনাকে আনেক আনেক ধন্যবাদ ডাউনলোড লিঙ্ক দেওয়ার জন্য।