পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, মার্চ ২০১১’র লেটেস্ট সংখ্যা (রিজিউমেবল ডাউনলোড লিংক)

ডাউনলোড লিঙ্ক

কেন ম্যাগাজিন পড়া?- ব্যস্ততার কারনে নিয়মিত সব সাইটে ঢুঁ মারা হয়না। নেটদুনিয়ার সমুদ্রবিশাল তথ্যসাগরে ডুব দিয়ে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিষপত্র খোঁজার ঝামেলায় না গিয়ে গুরুত্বপূর্ন খবরগুলো ছোট পরিসরে মাসিক ম্যাগাজিনে পেয়ে যাই :D আর যে কোন ব্লগসাইটের তুলনায় ম্যাগাজিনে তথ্যগুলো খুব গুছিয়ে সাজানো থাকে।

PC WORLD কেন পড়ি?- আমার সবচেয়ে প্রিয় ম্যাগাজিন। আগে ১০০টাকা খরচ করে কিনে পড়তাম, এখন মাগনা পড়ি :P ভাল লাগার মূল কারন পিসি ওয়ার্ল্ড খুবই সহজসরল ভাষায় লেখা। হার্ডওয়্যার আর সফটওয়্যার বেঞ্ছমার্কিং আর রিভিউগুলো মোটামুটিভাবে বিশ্বাসযোগ্য (১০০% বিশ্বাসযোগ্যতা বলে কি কিছু আছে?) । আর টুকটাক টিপসগুলো বেশ ভালই কাজে দেয়।

একটা সংখ্যা পড়ে দেখতে পারেন। ভাল লাগবে :)

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটার অপেক্ষাই বসে ছিলাম! আপনাকে আনেক আনেক ধন্যবাদ ডাউনলোড লিঙ্ক দেওয়ার জন্য।

    ধন্যবাদ গ্রহন করলাম। আর ফাইলটাকে মিডিয়াফায়ারে আপলোড করে দেয়ার জন্য টিটির এডমিনদের ধন্যবাদ দিতে পারেন । আমি বাদে টিটির সব উইজাররাই মনে হয় মিডিয়াফায়ারের অন্ধভক্ত। আমি র‍্যাপিডশেয়ার থেকে লিচ করিয়ে 6ybh-এ নিয়ে আসি, তারপর রিজিউম সুবিধা সহ ডাউনলোড করি।

ধইন্যা রাফি ভাই।

    আপনারেও ধইন্যা 🙂 ;; সামুর ভোকাবুলারি দেখি টিটিতেও চলে আসছে! ভাল, ভাল 🙂

    সামু ব্লগের কাউকে দেখতে পেলেই এরকম করা হয় সাধারণত।

সাইজ এতো বড় কেন??

    এত বড় কই? মাত্র ৫০মেগা। ছবি থাকলে আর ভাল কোয়ালিটিতে স্ক্যান করলে সাইজ একটু বড় হবেই, নাহয় ম্যাড়ম্যাড়ে কোয়ালিটির দিকে তাকিয়ে চোখ নষ্ট হবে

how is that possible????
in feb month you have pcworld march version??????/

এটাতে কি গেমসের আলোচনা হয়??

পি সি ওয়ার্ল্ড আমারও প্রিয় ম্যাগাজিন। ই-বুক ডাউনলোড করার পাশাপাশি হার্ড কপি কিনি প্রতি মাসে…মার্চের সংখ্যাটা দেবার জন্য অনেক ধন্যবাদ।

    সম্ভব হলে কিনে পড়াটাই সবচাইতে ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

অনেক ধন্যবাদ, তবে ফাইলটা জিপ করে আপলোড করলে সাইজ কম হত

    পিডিএফ ফাইলকে জিপ করেও সাইজ খুব বেশী কমানো সম্ভব নয়। আর আমি ফাইলটাকে মিডিয়াফায়ারে আপলোডের জন্য টিটির এডমিনদের ধন্যবাদ দিতে পারেন, আমি র‍্যাপিডশেয়ার থেকে লিচ করিয়েছিলাম 6ybh-এ। লিচিং নিয়ে লিখেছিলাম এখানে- http://www.somewhereinblog.net/blog/rafi_mahmud/29231139

Comments are closed.