সবাইকে আমার চতুথ টিউনে স্বাগতম।সবাই কেমন আছেন ,আশা করি ভাল আছেন।আমি অনেক দিন ধরে একটা ভাল কনভার্টর খুজছিলাম, যা দিয়ে অতি সহজে যেকোন ভিডিও অডিও ফাইলকে কনভার্ট করতে পারি কিন্ত যা পেলাম তা দিয়ে সব কিছু ভাল ভাবে কনভার্ট করা যাই না,আবার দেখা যায় ভিডিও কনভার্ট এর জন্য একটা কনভার্টর অডিও র জন্য আরেক টা।আমি মনে মনে ভাব ছিলাম এরম যদি একটা সফটওয়্যার পাওয়া যেত যার মাধ্যমে সব কনভার্ট করা যাবে,অনেক খোজাখুজি করে অবশেষে পেয়ে গেলাম ,তুলনামূলক অন্য যেকোন সফটওয়্যার থেকে ঝামেলাবিহীণ এবং সহজ ব্যবহার প্রনালী।যে কেও এর মাধ্যমে সহজ তার কাঙ্ক্ষিত ভিডিও, অডিও ফাইল কে কনভার্ট করতে পারবেন।
সফটওয়্যার এর নাম হল Total video convertor ।যার নামের সাথে কাজে মিল আছে,এটা আসলেই total convertor .যা ব্যবহার করলে
আপনাকে আর কোন কনভার্টর ব্যবহার কারতে হাবে না।
আপনাদের জন্য ফুল ভার্সন দিলাম।
ডাউনলোড
আমার ব্লগে ভিজিট করতে এখানে ক্লিক করুন
আমি সাজ্জাদ সাকির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Format Factory ব্যবহার করেছেন কি? ফ্রিওয়্যার।:p আমার এটাতেই চলে যায়।
এর সমকক্ষ একটিও পাইনি এখনও।