আসসালাম ওয়ালাইকুম,
প্রিয় টেকটিউনারস কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি। বরাবর এর মতো আগেই বলে দেই যাদের আমার লেখা পরতে ভালো লাগে লাগে না বা বেশি লেখা পরতে পছন্দ করেন না তারা ডিরেক্ট ভিডিও দেখলেই হবে কারন ভিডিও তেই সব বলা আছে। যাই হোক এবার কাজের কথায় আসি।
অনেকে হয়তো জানে আবার অনেকে জানে না ভিডিও এডিটিং এর বেস্ট সফটওয়্যার হল filmoura wondershare ইন্টারনেট এ আপনারা এই সফটওয়্যার টি পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি এটা রেজিস্ট্রেশন না করেন তাহলে ভিডিও সেভ করলে ভিডিও তে ওটার মার্ক দেয়া থাকেব।
ইন্টারনেট এ এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করার জন্য অনেক সিরিয়াল কী পাবেন কিন্তু আপনি যদি এভাবে ডাইরেক্ট সিরিয়াল কী দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে কোন লাভ হবে না কারন আপনি যখন আপনার পিসিতে ইন্টারনেট অন করবেন তখন এই রেজিস্ট্রেশন চলে যাবে।
তো আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনারা লাইফ টাইম এর জন্য রেজিস্ট্রেশন করবেন এবং ইন্টারনেট অন করেও চালাতে পারবেন। যাদের এই সফটওয়্যারটি নেই তারা অফিসিয়াল পেজ থেকে থেকে ডাউনলোড করে নিন Filmoura wondershare
তারপর ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের ভিডিও ভিডিও দেখে কাজ করুন র কোন প্রবলেম হলে জানাবেন।
সফটওয়্যার রেজিস্ট্রেশন কোডঃ- যেকোনো ১টা ইমেইল এবং ১টা কোড নিবেন।
নোটপ্যাড এ যে লেখাটি লেখবেন - 127.0.0.1 platform.wondershare.com
আপনি যদি ভিডিও না দেখেন তাহলে কিছুই বুজবেন না এই কোডগুলা কিভাবে কথায় ব্যবহার করবেন ভিডিও তে বলা আছে।ধন্যবাদ।
আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai sundor post er jonno Thanks… but e-mail and registration code kaj korse na.. bolse invalid e-mail and registration code… pls help me to get for life time …waiting for your reply….