Utorrent কি?? এটিতে কোন ক্ষতি আছে??

Hellow Tuners

আজকে আপনাদের জন্য একটি ভিন্ন tune অনেকে বলেন টরেন্ট কি?

বছরের শুরুতেই সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একটি বিশাল গোষ্ঠির জন্য যে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত দুঃসংবাদ বয়ে নিয়ে আসে সেটি হচ্ছে ইন্টারনেটের পাইরেট সাইট মেগা আপলোড আকস্মিক বন্ধ হয়ে যাওয়া। বিগত বছরগুলোতে বিনা পয়সায় এই পাইরেট সাইটের বদৌলতে মুভি, সিরিজ ও সঙ্গীত অনুরাগীরা যে হারে সিনেমা,সিরিজ ইত্যাদি।

uTorrent দিয়ে ডাউনলেড করলে আমার আপলোডিং স্ট্যাটাস দেখায় ক্যান? আমি তো কিছু আপলোড করি না!! তারপরও ক্যান?

ইউটরেন্ট বা এই জাতীয় যে কোন পি২পি সফটওয়ার এর সিস্টেমই হইল অন্য পিসি থেকে সরাসরি ডাউনলোড করা। তাই আপনে যেমন ইউটরেন্ট দিয়া অন্য পিসি থেকে ডাউনলোড করেন তেমনি অন্য কেউ কোন ফাইল সার্চ দিয়ে আপিনার পিসিতে যদি সেটা পায় তাহলে অটোমেটিক আপনার পিসি থেকে তার পিসিতে ডাউনলোড শুরু হয়ে আপনাকে কিছু করতে হবেনা। সে সময়ই আপনার পিসিতে আপলোড দেখাবে সেই সাথে কোন ফাইলটা আপলোড হচ্ছে সে ফাইল এর নামটাও দেখাবে।

আমার কোন ফাইলটা আপলোড হচ্ছে সেটা দেখায় কোথায়? পার্সোনাল জিনিষ ধইরা আবার টান দিবো না তো?

uTorrent একটা Peer to Peer শেয়ারিং সফটঅয়্যার। আপনি যেটা ডাউনলোড করেছেন, সেটারই কিছু অংশ আপলোড হয়ে গেছে আরেকজনের পিসিতে। যে কারনেই uTorrent দিয়ে দ্রুত ডাউনলোড হয়। ভয়ের কিছু নেই, uTorrent এভাবেই কাজ করে। কোন টরেন্ট ফাইল এর seed সংখ্যা যত বেশি হবে, ডাউনলোডও তত ভাল হবে।

 আপলোডটা বন্ধ করা যায়?

যেই টা ডাউনলোড করতেছেন তাতে রাইট ক্লিক করেন>>প্রারটিজে যান>>Maximum upload reate.>>> 1 করেন কারন  থাকলে আনলিমিটেড আপলোড হইবো কিন্তু ভয় এর কিছু নেই আপনারা নিজের পরিচয় গোপন রেখে চালাতে পারেন প্রক্সি দিয়ে।

Level 0

আমি আসাদুজ্জামান রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস