ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করতে গেলে অনেক সময় কাংখিত লিংক খুঁজে পাওয়া যায় না। ডাউনলোড লিংক খুঁজে পাওয়া গেলেও সফটওয়্যার সিরিয়াল কী, ক্র্যাক, কী-জেন পাওয়া যায় না। এক্ষেত্রে torrent থেকে ডাউনলোড করতে হয়। কারন খুব সহজেই torrent থেকে যেকোন মুভি, টিভি সিরিজ, গেম, মিউজিক এবং সফটওয়্যার ও ক্র্যাক ফাইল খুজে পাওয়া যায়। বেশিরভাগ torrent সাইট গুলি বিশ্বস্থ হয়।
Torrent থেকে ডাউনলোড করতে Torrent Client প্রয়োজন। কিন্তু Torrent Client (uTorrent, bitTorrent) দিয়ে ডাউনলোড করতে গেলে স্পিড পাওয়া যায় না। তাই বেশি স্পিডের জন্য Torrent Client এর বিকল্প খুজঁতে হয়।
এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে torrent File কে IDM (Internet Download Manager) দিয়ে ডাউনলোড করা যায়!!! নিচে বিস্তারিত চিত্রসহ বর্ণনা করলাম:
১। প্রথমে এই লিংকে ক্লিক করে Email and Password দিয়ে Register with Email ক্লিক করে Sign Up করুন। আপনার ই-মেইলে একটি অ্যাকটিভিশন লিংক যাবে। তারপর Start ক্লিক করলে অ্যাকটিভিশন হয়ে যাবে।
Sign Up করলে ইনস্ট্যান্ট ২.৫ জিবি স্টোরেজ পাবেন। রেফারেল করতে পারলে- ৫০০ এমবি করে বোনাস পাবেন। ম্যাক্সিমাম চার জন রেফারেল করা যাবে। এক্ষেত্রে আরো ২ জিবি পাওয়া যাবে। মোট ৪.৫ জিবি হবে। তখন যেকোন বড় ফাইল, মুভি, সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
২। Torrent ফাইল ডাউনলোড করতে কাংখিত Torrent সাইট থেকে Torrent ফাইলের ম্যাগনেট লিংক কপি করুন, তারপর “Paste torrent URL” ঘরে আপনার কাংখিত ম্যাগনেট লিংক টি পেস্ট করুন, তারপর প্লাস (+) চিহ্নে ক্লিক করুন। এখন ফাইটি লোড হতে শুরু করবে এবং ২ থেকে ৩ মিনিট সময় নিবে।
৩। ডাউন অ্যারো তে ক্লিক করলে লোকাল ব্রাউজারে (ক্রোম/মজিলা) ডাউনলোড শুরু হবে।
IDM দিয়ে ডাউনলোড শেষ হলে ক্রস (x) চিহ্নে ক্লিক করে ডিলেট করতে পারবেন। পুনরায় নতুন কোন ফাইল Add করা যাবে। তাহলে স্টোরেজ ফ্রি থাকবে।
৪। ডাউনলোড শুরু হলে, ব্রাউজারের ডাউনলোড অপশন থেকে right Click করে Copy Link Address/Copy Download Link ক্লিক করলে লিংকটি কপি হবে। তারপর ব্রাউজারের ডাউনলোডটি বাতিল করে দিবেন।
৫। এখন IDM Open করতে হবে। Add URL ক্লিক করে, কপি করা লিংকটি পেস্ট করতে হবে। Ok ক্লিক, তারপর Start Download ক্লিক করলে IDM দিয়ে Download শুরু হবে।
এইভাবে torrent ফাইল যত খুশি ডাউনলোড করতে পারবেন। নিম্নে উল্লেখিত torrent সাইট গুলো পরীক্ষিত। আশা করি অন্যান্য torrent সাইট থেকেও Download হবে।
https://www.torrentdownloads.me/
পূর্বের টিউন দেখতে পারেনঃ
১। Windows পাসওয়ার্ড রিকভার করার সবচেয়ে সহজ পদ্ধতিঃ
Windows পাসওয়ার্ড রিকভার করতে এই লিংকে ক্লিক করুন
সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন এবং সব সময় টেকটিউনসের সাথেই থাকুন।
আমি নাজমুল সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।