নিয়ে নিন ফ্রি ওয়্যারলেস কি-বোর্ড ও মাউস আর নিয়ন্ত্রন করুন পিসি বা ল্যাপটপকে দূর থেকেই।

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ্‌ রহমতে ও আপনাদের দোয়া-ই ভালোই আছি। টেকটিউনস আমার পছন্দের  একটি সাইড। ‍দিনে একবারের জন্য হলেও আমি টেকটিউনস ভিজিট করার চেষ্টা করি। টেকটিউনসে এটি আমার প্রথম টিউন। আমার কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। র্বতমান সময়ে অনেকেই হয়তোবা ওয়্যারলেস কির্বোড বা মাউস ব্যবহার করেন, কিন্তু প্রায় সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি আজ দেখাবো কিভাবে এই অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজেই আপনার ল্যাপটপ বা পিসি সর্ম্পূণভাবে নিয়ন্ত্রন করবেন।

যে সকল বিষয় ‍নিয়ন্ত্রন  করা যাবে:

  • কির্বোডের ব্যবহার
  • মাউসের ব্যবহার
  • স্ক্রিন ভিউ
  • হার্ড ডিস্ক এর সকল ফাইল দেখা
  • কোন ভিডিও বা অডিও প্লে
  • রিয়েস্টার্ট
  • সাটডাউন
  • লগ অফ
  • লক
  • মিডিয়া
  • গেইম

আর বাকিটা নিজেরাই বুঝতে পারবেন।

যা প্রয়োজন:

  • অ্যানড্রোয়েড ফোন
  • পিসি বা ল্যাপটপ

যেভাবে ইনস্টল করবেন:

  1. প্রথমে আপনার পিসি বা ল্য়াপটপের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইনস্টল করুন।
  2. ফোনের অ্যাপটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
  3. অপনার পিসিতে WIFI কানেক্ট করুন। কি মন খারাপ হয়ে গেল? ভাবছেন আমার তো WIFI নেই! নো চিন্তা আপনি BLUETOOTH ব্যবহার করেও করতে পারবেন।এর জন্য আপনার ফোনকে পিসির সাথে Bluetooth Paired করে নিন
  4. কিছু স্ক্রিসর্শট
  5. ডেস্কটপের সাথে কানেক্ট

  • Wifi কানেক্ট

  • Bluetooth কানেক্ট

  • Home Screen

  • Laptop Screen

  • Power Option

  • PC Hard disk

  • Keyboard & Mouse

ল্যাপটপের সফটওয়্যারটি ডাউনলোড এখানে

অ্যানড্রোয়েড অ্যাপটি ডাউনলোড  এখানে

টিউটোরিয়ালটির ভিডিও দেখতে এখানে

এটি আমার প্রথম টিউন, টিউনটি আপনাদের কেমন লাগলো টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন।  টিউন সর্ম্প কিত কোন বিষয় বুঝতে সমস্যা হলে টিউমেন্ট এর মাধ্যমে জানালে যথা সাধ্য সাহায্য করার চেষ্টা করবো।টেকটিউনসের সাথে থাকুন, মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আল্লাহ হাফেজ।

প্রয়োজনে অামি ফেইসবুকে Facebook

Level 0

আমি হাসিব সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download hoy na pls, correct link den.

vai net lagba naki?

    না ভাইয়া কোন নেট কানেক্শন লাগবে না। ভিডিওটি দেখুন

link kaj korse na, link please