বিখ্যাত সব লেখকদের বই ডাউনলোড করুন একদম ফ্রিতে!! (আমার জীবনের প্রথম টিউন)

আমার জীবনের প্রথম টিউনটি আপনাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। টেক টিউনস নিয়মিত ভিসিট করি প্রায় ২ মাস। কিন্তু কখনো টিউন করার সাহস পাইনি। কিন্তু আজ আমি আর থামবো না!! খারাপ হোক, ভাল হেকা তবুও আমি আজ টিউন করবোই! এভাবে টেকটিউনস থেকে শুধু কি স্বার্থপরের মতো টেকটিউনস থেকে শিখবো? টেকটিউনস কে কি কিছুই দেবো না?? তা কি করে হয়? তাই আজ টেকটিউনস কে আমার জীবনের প্রথম টিউনটি উপহার দিলাম। বলে রাখা ভাল, যেহেতু আমি এই প্রথম টিউন করছি সেহেতু আমার টিউন অনেক ভুল না থাকাটা অস্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। তাই বলে ভুল হলে সমালোচনা করতে ভুলবেন না।

আজ আমি আপনাদের সামনে কতগুলো বই নিয়ে এসেছি. চলুন দেখা যাক আমরা কোন কোন লেখকের বই ডাউনলোড করবো:
১. আনিসুল হক ২. রকিব হাসান ৩. ইমদাদুল হক মিলন ৪. ড. মুহাম্মদ জাফর ইকবাল ৫. ইসলামী ই-বুক ৬. সমরেশ মজুমদার ৭. সৈয়দ মুজতবা আলী ৮. তসলিমা নাসরিন ৯. হুমায়ুন আহম্মেদ ১০. হুমায়ুন আজাদ ১১. সত্যজিৎ রায় ১২. সুকুমার রায় ১৩. রবীন্দ্রনাথ ঠাকুর ১৪. কাজী নজরুল ইসলাম ১৫. শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৬. শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় ১৭. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ১৮. বানী বসু ১৯. বুদ্ধদেব গুহ ২০. রফিকুন নবী ২১. তারাপদ রায় ২২. মীর মোশাররফ হোসেন ২৩. কমিকস এন্ড কাটুর্নস ২৪. মাসুদ রানা (সেবা প্রকাশনী) ২৫. জীবনানন্দ দাশ ২৬. আল মাহমুদ ২৭. আবুল বাশার ২৮. বেগম রোকেয়া ২৯. মানিক বন্দোপাধ্যায় ৩০. তারাশঙকর বন্দোপাধ্যায় ৩১. শরদিন্দু বন্দোপাধ্যায় ৩২. সুকান্ত ভট্টাচার্য ৩৩. বুদ্ধদেব বসু ৩৪. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ৩৫. মাইকেল মধুসুদন দত্ত
এছাড়াও এই সাইটে প্রতিনিয়ত নিত্য-নতুন বই আপলোড করা হচ্ছে।
তো, আর দেরী না করে বই-মেলার এই মাসে মেতে উঠুন বই পড়ার আনন্দে।

বইগুলো ডাউনলোড করার লিঙ্ক:

ডাউনলোড

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথম টিউনেই বাজিমাত।
অসাধারণ হয়েছে।চালিয়ে যান।THANKS

    জীবনের প্রথম টিউন এর প্রথম কমেন্টেটর হিসেবে আপনার নামটা ডায়রীর পাতায় লিখে রাখবো “তারিফ ভাই”। ভাল লাগছে! জীবনের প্রথম টিউন এর প্রথম মন্তব্যটা আমার মোটামোটি পজেটিভ এ আছে। অনেক অনুপ্রেরণাও পাচ্ছি। ধন্যবাদ।

    সহমত

থ্যাংকস 😀 কয়েকদিন ধরে বিজ্ঞানের উপর বই খুজছিলাম। আশা করি এবার পেয়ে যাব।

একটা পজেটিভ সমালচোনা মাত্র!

সাইটের রিভিউ লিখলেন? নাকি ডাউনলোড?
কোনটাই না। কারন কোনটারই বিবরণ নেই!

    আপনাকেও অনেক ধন্যবাদ, নতুন পন্ডিত। জীবনের প্রথম টিউন এর দ্বীতিয় কমেন্টেটর হিসেবে ও প্রথম পজেটিভ সমালোচক হিসেবে আপনার নামটা ও আমি আমার ডায়রীর পাতায় লিখে রাখবো । ভাল লাগছে! জীবনের প্রথম টিউন এর দ্বিতীয় মন্তব্যতে আমার পজেটিভ সমালোচনা করার জন্য।আমি তো নতুন তাই ঠিক বুঝতে পারছিলাম না তবে অনেক অনুপ্রেরণাও পাচ্ছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

Level 0

@রাশেদ হাসান আকাশ , ভাই জান আপনার সাইট এর RSS feed লাগান তানাহলে আমি ঢুকুম না।

Level 0

প্রথম পোস্ট হিসেবে অনেক ভালো লিখেছেন।

jog jog jewo mama

স্বাগতম

টেক টিউন্স এ স্বাগতম। তার উপর সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

Level 0

অমি “Sherlock Homes”এর বাংলা অনুবাদ খুজতেছি।কোথায় পাব বলতে পারেন কি কোন সদয়বান বন্ধু?

    ২/১ দিন অপেক্ষা করুন।প্রমিজ করছি আমিই আপনাকে খুঁজে দেবো। না পারলে অনুবাদ করেই দিবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।