আসসালামুয়ালাইকুম। আশা করি ভাল আছেন আপনারা। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম টরেন্ট মোবাইল ডাওনলোডার। যেকোনো টরেন্ট ফাইল নামিয়ে নিন আপনার মোবাইল ফোনে। একদম ফ্রি ! কোন পোপ আপ অ্যাড ছাড়া এবং যেকোনো সাইজের ফাইল নামায়ে ফেলুন । সাথে থাকছে আরো অনেক সুবিধা !
How to Download Movies From utorrent APk-
2
3
^
আমি আসাদুজ্জামান রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
টেকটিউনস নীতিমালা ১.০২ অনুযায়ী সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং টিউনে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় টিউন করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
বাংলা কম্পিউটিং এখন ইউনিকোড ভিত্তিক হওয়ায় বাংলা কম্পিউটিং এখন অনেক উন্নত তাই কম্পিউটারে বাংলা লেখালেখি করা এখন অনেক সহজ। বাংলা লেখালেখি শুরু করার জন্য প্রথমেই জেনে নিন ফোনেটিক বাংলা টাইপিং কী?। এরপর জেনে নিন বাংলা য- ফলা টাইপ করার নিয়ম।
এরপর ফিক্সড কিবোর্ড লেআউট –
বাংলা লেআউট/ইউনিজয় লেআউট,
জাতীয় লেআউট,
মুনির ইউনিকোড লেআউট,
অভ্রইজি লেআউট,
অভ্রবর্ণনা লেআউট,
ইনস্ক্রিপ্ট লেআউট,
প্রভাত লেআউট,
রুপালি লেআউট
অথবা ফোনেটিক কিবোর্ড লেআউট (ইংরেজি ব্যবহার করে বাংলা লেখা) –
অভ্র ফোনেটিক লেআউট,
শাব্দিক ফোনেটিক লেআউট,
গুগল ট্রান্সলিটারেশন,
মাইক্রোসফট Indic Language Input Tool
এই লেআউট গুলোর মধ্যে ফিক্সড বা ফোনেটিক যে কোন একটি লেআউট আয়ত্ব করে নিন এবং সাচ্ছন্দে বাংলা লিখুন।