আসসালামালাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন। টেকটিউনস তথা বাংলা ব্লগিং এ এটি আমার প্রথম টিউন। আশা করি সবার ভালোবাসা এবং সাপোর্ট পাবো আর আমি চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী মানসম্মত টিউন আপনাদের উপহার দিতে।
যেহুতু টেকটিউনসে এটি আমার প্রথম টিউন, সেই হিসাবে প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি আপনাদের মাঝে আশা করি কেউ বিরক্ত হবেন না। আমি মোহাম্মদ ফাহিম হাসান সামি - বর্তমানে চট্টগ্রামের, মিরসরাই এর কিসমত জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত আছি।
আমি আপনাদের অনেক ছোট, আশা করি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পাবো আর আমার সম্পর্কে বলার মত কিছু পাচ্ছি না 😆
ক্রিকেট খেলা আমার খুব প্রিয়। আজকে ইউটিউবে সার্চ করতে গিয়ে একটি চ্যানেল পেলাম যেখানে প্রায় সব ভিডিও বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে তাই সাথে সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেললাম। আর আমার একটি শখ হচ্ছে বাংলাদেশের যত ভিডিও পাই সব আমার কালেকশানে রাখতে তবে এই চ্যানেলে এতো এতো ভিডিও যে আমি ভাবতে লাগলাম আইডিএম দিয়ে ডাউনলোড করতে করতে আমি ক্লান্ত হয়ে যাবো।
তাই গুগলিং করা এই নিয়ে যে স্পেসেফিক কোন ইউটিউব চ্যানেল এর সকল ভিডিও এক সাথে ডাউনলোড করার কোন সিস্টেম আছে কিনা, আর পেয়ে গেলাম 4k Video Downloader নামের এই সফটওয়্যারটি কিন্তু বিধিবাম সফটওয়্যারটি পেইড ফ্রী না 🙄
তবে আপনাদের চিন্তা করার কোন কারন নেই, আমি আপনাদের লাইফ টাইমের জন্য এটির ক্রাক ভার্শন উপহার দেওয়ার মাধ্যমে আমার প্রথম টিউন আপনাদের মাঝে উপহার দিচ্ছি।
আর আপনার কাছে ইন্সটল প্রসেসটি ঝামেলার মনে হলে, সিমপ্লি এখানে পোর্টবল ভার্শনও দেওয়া আছে সেটিও ব্যবহার করতে পারেন। আর এই সফটওয়্যারটি উইন্ডোজ এর সকল ভার্শন সহ ৩২ এবং ৬৪ বিট উভয় ভার্শনেই চলবে। 4k Video Downloader সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের ইমেজে ক্লিক করুন
প্রাইভেট এর সময় হয়ে এলো, আজকের মত বিদায়। এটি আমার প্রথম টিউন কেমন লাগলো টিউমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের ভালোবাসা পেলে সামনে আরও ভালো টিউন করার সাহস পাবো। আমি অনেক ছোট তাই কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে ফেসবুকে এড করে নিতে পারেন Fahim Hasan Sami.
আমি ফাহিম হাসান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ ফাহিম হাসান সামি। বর্তমানে চট্টগ্রামের, মিরসরাই উপজেলার কিসমত জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পরছি। সবার দোয়া এবং ভালোবাসা পেলে, ইন শাঁ আল্লাহ্ আপনাদের মানসম্মত টিউন উপহার দিতে পারবো।
আজে বাজে লিংক না দিয়ে ভালো লিংক দিন। আর তাতে যেন ভাইরাস না থেকে সফটি থাকে।