নিউমারলজি(Numerology) - এর খাটি বাংলা অর্থ হচ্ছে "সংখ্যাজ্যোতিষ"। এর কাজ অনেকটা এরকম হলেও প্রাচিন নিউমারলজি কখনই জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত হতে রাজি ছিলনা। যাইহোক, নিউমারলজি'র জন্ম নিয়ে বেশ দ্বন্দ্ব আছে। কেউ বলেন এর জনক পিথাগোরাস, কেউ বলেন এর জনক মিশরীয়রা, আবার কেউ বলেন এর জন্ম হয় মেসোপটেমিয়া তে। কিন্তু সর্বাধিক স্বীকৃত মতবাদ হচ্ছে নিউমারলজি'র জন্ম হয় ব্যবিলনীয় যুগে। এর জনক একজন ব্যক্তিবর্গ নয়, বরং সংখ্যা পদ্ধতি কে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল এর মুল লক্ষ্য। পরবর্তিতে নিউমারলজি বেশ অগ্রসর হয় পিথাগোরাস এর হাত ধরে। পিথাগোরাস কে এর জন্য "Father of Numerology" বলা হয়।
নিউমারলজি এর মূল কথা হচ্ছে - "নামের এবং সংখ্যার বিজ্ঞান"। মানুষের নাম এবং জন্মদিন যে ঈশ্বর প্রদত্ত, তা ছিল আদিম যুগের মানুষের বিশ্বাস। নাম এবং জন্ম দিন মানুষের চরিত্রের অনেক কিছু বর্ণনা করতে পারে। সে থেকেই নিউমারলজি'র উন্থান ঘটে বলে অনেকের ধারনা। আধুনিক নিউমারলজি, যেমনঃ ট্যারট রিডিং মানুষের ভবিষ্যত নিয়ে কথা বললেও প্রাচীন নিউমারলজি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করতো। নিউমারলজি কাজ করে ৩টি সংখ্যা নিয়ে, এগুলো হল - জন্ম সংখ্যা, কর্ম সংখ্যা এবং নাম সংখ্যা। এ সংখ্যা গুলোই যে মানুষের চরিত্র, বিচার-বুদ্ধি, কাজ-কর্ম নিয়ে কথা বলে, এটাই নিউমারলজির মূল ভিত্তি।
এবার আসা যাক কর্ম সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। ধরুন আপনার জন্ম তারিখ ১২/০৫/১৯৯৬। যোগ করুন সবগুলা ঃ ১+২+০+৫+১+৯+৯+৬=৩৩। এখন বলে রাখি, নিউমারলজি সবসময় অঙ্ক নিয়ে কাজ করে। ৩৩ একটি সংখ্যা। আবার যোগ করুন, ৩+৩=৬। আপনার কর্ম সংখ্যা ৬!
আর আপনার জন্মের তারিখ হচ্ছে আপনার জন্ম সংখ্যা। মাসের ১ তারিখ জন্ম হলে আপনার জন্ম সংখ্যা ১, ২ তারিখ হলে ২। আবার যদি ১২ তারিখ হয়, তাহলে, ১+২=৩!
এবার আসা যাক সবচেয়ে কার্যকরী বিষয় "নাম সংখ্যা" তে। নাম সংখা বের করতে হলে একটি ইউনিভার্সাল চার্ট মনে রাখতে হবে।
1= A, I, J, Q, Y
2= B, K, R
3= C, L, D, S
4=D, M, T
5=E, H, N, X
6=U, V, W
7=O, Z
8=F, P
আপনার নাম ধরি ABDUR RAHMAN।
ABDUR - 1+2+4+6+2=15(1+5=6)
RAHMAN - 2+1+5+4+1+5=18(1+8=9)
এখন, 9+6=15
আবার, 1+5=6. অর্থাৎ আপনার নাম সংখ্যা ৬।
নাম সংখ্যার প্রভাব সম্পর্কে মনীষি রা অনেক কিছু বলেন। কিন্তু নামের উপর মানুষের চরিত্রের শতকরা ৭৫% নির্ভরশীল। তাই অনেকক্ষেত্রে নিউমারলজি'র গুরুদের নির্দেশ থাকে নাম যদি খারাপ কিছুর সাথে মিলে যায় তাহলে যেন নাম এর অক্ষর বদলিয়ে রাখা হয়। ONTOR এর পরিবর্তে ANTOR। AHMOD এর পরিবর্তে AHMAD - এরকম অনেকেই লিখে থাকে। এটাই নিউমারলজি তে নামের প্রভাব। অনেকে নামের বানান বদলিয়ে জীবন এ দুর্যোগ কমিয়ে ফেলেছেন বলেও দাবি করেন।
DOWNLOAD THE MOST STYLISH NUMEROLOGY APP IN GOOGLE PLAY STORE
আমি আসাদুজ্জামান রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
keep it up, we want more update apps from you.