জত্তসব ভাইরাসে ভর্তি প্যাচ খুঁজার প্যাচপ্যাচানিরে উষ্টা মারি। ভাইরাস, ট্রোজান ফ্রি খালি মূল ইন্সটল ফাইলে ক্লিকামু আর ফুল ভার্সন পামু ...খালি আপডেট হইতে চাইলে ক্যান্সেল কইরা দিমু, ব্যাস! সারাজীবন শান্তিতে ব্যবহার! আহা...মধু মধু
"অমুক ভার্সনের প্যাচ কাম করেনা", "তমুক ডিরেক্টরিতে প্যাচ পেস্ট কর", "দোস্ত তোর প্যাচফাইলরে ভাইরাস কয়" এইগুলান যাতে আর না শুনি। খবর আচে কয়া দিলাম
বিঃ দ্রঃ সাইলেন্ট ভার্সন হচ্ছে একটি সফটওয়্যারের টুকইটক ভার্সন যেটা থাকলে প্যাচ/ক্র্যাক/সিরিয়াল এইগুলা কি জিনিষ জানার কোনই দরকার নেই। নন টেকি মানুষদের জন্য রীতিমত "আকাশের চাঁদ!"
...
পোস্টটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
Valo hoise