২০০৭ সালের দিকে মুভি ডাউনলোড শুরু। শুরুটা টরেন্ট দিয়ে। ৭০০মেগাবাইটের *.avi ফাইলগুলোর কোয়ালিটি দেখে মুগ্ধ হয়েছিলাম।
কৃতজ্ঞতাঃ পাইরেটবে , মিনিনোভা (রিপার aXXo, FXG, Klaxxo, FXM)
সমস্যাঃ মূল সমস্যা স্পিড নিয়ে, পুরানো মুভিগুলার সিডার কম তাই ডাউনলোড স্পিডও কম। আবার কিছু কিছু মুভির (যেমন ইরানী/কোরিয়ান মুভিগুলার) সিডারই নেই! :#( টরেন্টের আরও একটা সমস্যা ৭০০মেগার ফাইল নামাতে দিলে দেখি ৫০মেগার মত আবার "আপলোড" করতে হয়। এই আপলোডিং ক্যাপ করে ১কেবি তে নামায় রাখলে দেখি ফুল স্পিড পায়না। এমনিতেই স্পিডের দরিদ্র অবস্থা, তার উপ্রে এত কেচাল কার ভাল লাগে? X(
টরেন্ট সিডিং-লিচিং ছেড়ে ডাইরেক্ট একশনে নামলাম। আইডিএম দিয়ে ধুমায় ফুল স্পিডে ডাউনলোড। ফাটাফাটি কোয়ালিটিতে রিপ করা ছোট সাইজের মুভি নামিয়েছি তখন।
কৃতজ্ঞতাঃ
মিডিয়াফায়ার আনলিমিটেড] (x264 rips সেকশনে পুরানো অনেক মুভি পাবেন)
মিডিয়াফায়ার মুভিজ (তখন ছিল mediafiremoviez.co.cc)
সমস্যাঃ মিডিয়াফায়ার মুভিজ সাইটের মুভিগুলার প্রিন্ট কোয়ালিটি ভাল, কিন্তু বেশিরভাগ মুভির সাউন্ড কোয়ালিটির অবস্থা যাচ্ছেতাই । দোষটা মুভির মূল সোর্সের না, আনাড়ি রিপারের। তার উপ্রে আবার মিডিয়াফায়ার রিজিউম নিয়ে ক্যাতা শুরু করল। লিংক রিপ্লেসিং এর খ্যাতা পুড়ি!
ঝামেলাহীন রিজিউম সুবিধা আর কোয়ালিটি রিপের জন্যে ব্যবহার শুরু হল স্টেজভূ আর টাইনিএমকেভি] । চমৎকার স্ট্যাবল দুইটা সাইট!
সমস্যাঃ পুরানো ইংরেজি মুভি আর হলিউডের বাইরের মুভি খুঁজে পাইনা। নতুন মুভিগুলা আসতেও দেরী হয় 🙁
মুভি ফোরামগুলায় গুতাগুতি শুরু! প্রেমে পড়ে গেলাম warez-bb ফোরামের । ৪০০-৫০০ মেগাবাইট সাইজে ব্লুরে, এইচডি [sb]অসাধারণ[/sb] কোয়ালিটির রিপ! ফোরামের মুভি সেকশনটি আমার দেখা সবচাইতে সমৃদ্ধ কালেকশন। হলিউডের ১৯৩০ সালের মুভি থেকে শুরু করে হালের দুইদিন আগে রিলিজ পাওয়া মুভি, সব পাওয়া যায়। হলিউড, বলিউড, কোরিয়ান, রাশিয়ান, ফ্রেঞ্চ, ইরানি যাই হোক; মুভির নাম লিখে সার্চ দিলেই লিঙ্ক পেয়ে যাই। বোনাস হিসেবে প্রায় মুভি ফাইলের সাথেই সাবটাইটেল এমবেডেড পাই 😀 , আর কি চাই?! শুধু লিচিং আর ডাউনলোডিং! আহা...মধু মধু 🙂
কৃতজ্ঞতাঃ রিপার ultrascorp সহ এই ফোরামের সব মুভি আপলোডারকে যারা মুভি ডাউনলোডের অন্য সাইটগুলায় যাওয়া ছেড়ে দিতে বাধ্য করেছে 😛
..................
উৎসর্গঃ জগতের সকল মুভিপাগলাদের।
হ্যাপি ডাউনলোডিং!!!
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
মনে হয় আমার স্বপ্ন পূরণ হবে……..আন্তরিক অভিন্দন জানাই